Suvendu Adhikari: মোথাবাড়ির ঘটনাকে হাতিয়ার করে আন্দোলনে শান দেওয়ার উদ্যোগ। উদ্যোগ বিজেপির। এবার সোশ্যাল মিডিয়ার প্রোফাইলে পিকচারের বদলে, ''তোমার বাড়ি, আমার বাড়ি মোথাবাড়ি''। এই লেখা সম্বলিত প্রোফাইল পিকচার করলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারি।
Suvendu Adhikari: মোথাবাড়ির ঘটনাকে হাতিয়ার করে আন্দোলনে শান দেওয়ার উদ্যোগ। উদ্যোগ বিজেপির। এবার সোশ্যাল মিডিয়ার প্রোফাইলে পিকচারের বদলে, ''তোমার বাড়ি, আমার বাড়ি মোথাবাড়ি''। এই লেখা সম্বলিত প্রোফাইল পিকচার করলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারি (Suvendu Adhikari)।
মালদহের মোথাবাড়ি নিয়ে চড়ছে উত্তেজনার পারদ। রাজ্য পুলিশ প্রশাসনের তরফে পরিস্থিতি একদম শান্ত, স্বাভাবিক আছে বলে দাবি করলেও মোথাবাড়ির ঘটনার প্রতিবাদে আন্দোলন আরও জোরদার করার উদ্যোগ নিচ্ছে গেরুয়া শিবির। নন্দীগ্রামের সভা থেকেই মোথাবাড়ি নিয়ে হিন্দুদের এক হওয়ার বার্তা দিয়েছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।
রবিবার নন্দীগ্রামে সমবায় সমিতির নির্বাচনে জয়ীদের সংবর্ধনা দেন শুভেন্দু অধিকারী। সেখান থেকে তিনি বলেন, "মোথাবাড়িতে বেছে বেছে হিন্দুদের দোকানে আগুন লাগানো হয়েছে। শিবের মূর্তি লাগানো মোটরসাইকেল ভেঙেছে। হিন্দু গোয়ালাদের ছানার গাড়ি আটকেছে। নওদায় হিন্দুদের দোকানে আগুন লাগানো হয়েছে। সেখানেও হিন্দুদের প্রতিবাদ করার সুযোগ নেই, কারণ হিন্দুরা সংখ্যায় কম। এরপরও ঘুমোবেন আপনারা?" এদিন ঠিক এ ভাষাতেই মোথাবাড়ির ঘটনা নিয়ে সরব হন শুভেন্দু অধিকারী। পাশাপাশি হিন্দুদের এবার জেগে ওঠার বার্তাও দেন শুভেন্দু অধিকারী।
একই সঙ্গে শুভেন্দু আরও বলেন, ''আগে ৮৫ শতাংশ ছিলাম, এখন ৬৭ শতাংশ হয়ে গিয়েছি আমরা। এই লড়াই অস্তিত্ব রক্ষার লড়াই। এবার উঠুন, জাগুন।'' অন্যদিকে, বিজে পির আশঙ্কায় সত্যি হল। রবিবার দুপুরে মোথাবাড়ি যাওয়ার ১০ কিলোমিটার আগেই সুকান্ত মজুমদারের গাড়ি আটকে দেওয়ার অভিযোগ উঠেছে পুলিশের বিরুদ্ধে। জানা গিয়েছে, মাঝ রাস্তাতেই কেন্দ্রীয় প্রতিমন্ত্রীর গাড়ি আটকে দেয় পুলিশ। বিজেপি কর্মী সমর্থকদের সঙ্গে বচসা বাধে পুলিশের। মোথাবাড়ির ঘটনায় পুলিশের ভূমিকা নিয়েও প্রশ্ন তুলে সরব হন সুকান্ত মজুমদার।
প্রসঙ্গত, শনিবার ভবানী ভবনে সাংবাদিক বৈঠকে মালদহের (Malda News) মোথাবাড়ি নিয়ে মুখ খুলেছেন রাজ্য পুলিশের ADG-(এডিজি আইন শৃঙ্খলা)জাভেদ শামীম। বলেন, ''মোথাবাড়ির পরিস্থিতি সম্পূর্ণ নিয়ন্ত্রণে। এখনও পর্যন্ত ১৯টি মামলা দায়ের করা হয়েছে এবং এই ঘটনায় ৬১ জনকে গ্রেফতার করা হয়েছে। শীঘ্রই পরিস্থিতি সম্পূর্ণ স্বাভাবিক হয়ে যাবে।''
আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।