'আগে মুসলিম তারপর...', তৃণমূল টিকিট না দিলে জানুয়ারিতে ঢাঁক পিটিয়ে জানাবেন হুমায়ুন কবীর

Published : Mar 16, 2025, 12:17 PM IST
Humayun Kabir

সংক্ষিপ্ত

Humayun Kabir's controversial comments:  মুর্শিদাবাদের (Murshidabad) ভরতপুরের তৃণমূল কংগ্রেসের (TMC) বিধায়ক হুমায়ুন কবীর (Humayun Kabir) একাধিকবার বিতর্কিত মন্তব্য করেছেন। সম্প্রতি দলবিরোধী কাজের জন্য শোকজ করা হয়েছে। 

Humayun Kabir's controversial comments: মুর্শিদাবাদের (Murshidabad) ভরতপুরের তৃণমূল কংগ্রেসের (TMC) বিধায়ক হুমায়ুন কবীর (Humayun Kabir) একাধিকবার বিতর্কিত মন্তব্য করেছেন। সম্প্রতি দলবিরোধী কাজের জন্য তাঁকে শোকজও করা হয়েছে। এক পাতার শোকজ চিঠির জবাব তিনি ৩ পাতায় দিয়েছেন। কিন্তু তারপরেও নিজের অবস্থান থেকে একপাও সরেননি বিধায়ক। সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলতে গিয়ে হুমায়ুন কবীর স্পষ্ট করে জানিয়েদেন তাঁকে যদি ২০১৬ সালে বিধানসভা নির্বাচনে তৃণমূল প্রার্থী না করে তাহলে তিনি কী করবেন। হুমায়ুন কবীর জানিয়েছেন, তিনি আগে মুসলিম। তারপরই দলের নেতা, তারপর দলের অনুগত সৈনিক।

হুমায়ুন কবীরকে একাধিকবার সতর্ক করা হয়েছে। দলের মধ্যে ফাটল তৈরির চেষ্টার অভিযোগও রয়েছে তাঁর বিরুদ্ধে। এই পরিস্থিতিতেই দল যদি আগামী বিধানসভা নির্বাচনে তাঁকে প্রার্থী না করে - তাহলে তিনি কী করবেন- এই প্রশ্ন প্রাসঙ্গিক। শনিবার সাংবাদ মাধ্যমের সঙ্গে এই প্রশ্নটিও ওঠে। সেখানেই তিনি স্পষ্ট করে জানিয়ে দেন কী করবেন। তবে এখন কিছুই করবেন না। যা সিদ্ধান্ত নেওয়ার তা নেবেন আগামী বছর অর্থাৎ ২০২৬ সালের জানুয়ারি মাসে। অর্থাৎ ভোটের আগেই তিনি যাবতীয় সিদ্ধান্ত নেবেন।

তবে হুমায়ুন কবীর জানিয়েছেন, তৃণমূল কংগ্রেস যদি তাঁকে ২০২৬ সালে লড়াই করার নির্দেশ দেয় বা সুযোগ দেয় তাহলে তিনি অবশ্যই লড়াই করবেন। তিনি জানিয়েছেন দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায়ের সম্মানের জন্যই তিনি লড়াই করবেন। তারপরই তিনি বলেন, 'কার হয়ে লড়াই করব, কার সঙ্গে এডজাস্টমেন্ট করে লড়াই করব, নাকি আমি নিজেই দল খুলে লড়ব সেটা ২০২৬ সালের জানুয়ারি মাসে ঢাক ঢোল পিটিয়ে ঘোষণা জানাব।' রাজনৈতিক বিশ্লেষকদের কথায় আপাতত তৃণমূল কংগ্রেসের বিধায়ক থেকে জল মাপতে চাইছেন হুমায়ুন কবীর। একাধিকবার দলবদলের ইতিহাস রয়েছে তাঁর।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

 

PREV
click me!

Recommended Stories

বড় চমক! এবার মাসে মাসে মিলবে ২৫০০ টাকা, ভাতা বৃদ্ধি নিয়ে বিরাট ইঙ্গিত রাজ্য সরকারের
ডিসেম্বরের শুরুতেই শীতের ব্যাটিং শুরু, সপ্তাহান্তে পারা পতনে কাঁপবে কলকাতা সহ দক্ষিণবঙ্গ