চৈত্রের শুরুতেই চোখ রাঙাচ্ছে কালবৈশাখী ঝড় (Strom)। ভোরের দিকে হালকা ঠান্ডার পরশ লাগলেও বেলা যত গড়াচ্ছে ততই উত্তপ্ত হয়ে উঠছে আবহাওয়া (Weather Forecast)। আলিপুর হাওয়া অফিসের পূর্বাভাস, চৈত্রের শুরু থেকেই বাড়বে আরও গরম।
কলকাতা: চৈত্রের শুরুতেই চোখ রাঙাচ্ছে কালবৈশাখী ঝড় (Strom)। ভোরের দিকে হালকা ঠান্ডার পরশ লাগলেও বেলা যত গড়াচ্ছে ততই উত্তপ্ত হয়ে উঠছে আবহাওয়া (Weather Forecast)। আলিপুর হাওয়া অফিসের পূর্বাভাস, চৈত্রের শুরু থেকেই বাড়বে আরও গরম। কলকাতা সহ দক্ষিণবঙ্গের তাপমাত্রা বৃদ্ধি পাবে স্বাভাবিকের তুলনায় বেশি। এমনটাই পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া অফিসের। শুধু তাই নয়, বাংলার পশ্চিমের জেলাগুলিতে তাপমাত্রা বাড়ার সঙ্গে সঙ্গে ঝড়বৃষ্টির সতর্কতা জারি করেছে আবহাওয়া দফতর (Alipur Weather Office)।
হাওয়া অফিস সূত্রে খবর, শনিবার থেকেই পশ্চিমবঙ্গের পশ্চিমাঞ্চলের তাপমাত্রা বৃদ্ধি পেয়েছে। একই অবস্থা জারি থাকবে আগামী সোমবার পর্যন্ত। পশ্চিমের জেলাগুলিতে তাপপ্রবাহের সঙ্গে সঙ্গে বৃষ্টিপাতের সম্ভাবনার কথা জানিয়েছে আলিপুর হাওয়া অফিস। আবহাওয়া দফতর সূত্রে খবর, কোনও কোনও জায়গার তাপমাত্রা ৪০ ডিগ্রি সেলসিয়াস অতিক্রম করলে বা স্বাভাবিকের তুলনায় ৫ ডিগ্রি বেশি হলে সেটাকে তাপপ্রবাহ হিসেবেই ধরা হয় (Heat wave)। শনিবার থেকে সোমবার পর্যন্ত তাপপ্রবাহের সম্ভাবনা রয়েছে- পশ্চিম বর্ধমান, বাঁকুড়া, বীরভূম, ঝাড়গ্রাম, পুরুলিয়া, পশ্চিম মেদিনীপুরে।
জানা গিয়েছে, এই জেলাগুলিতে যেমন একদিকে অতিরিক্ত তাপপ্রবাহের সম্ভাবনা রয়েছে তেমনই, আবহাওয়া দফতরের তরফে দেওয়া হয়েছে আগাম কালবৈশাখী ও ঝোড়ো হাওয়ার সতর্কবার্তা। আবার অতিরিক্ত তাপপ্রবাহের ফলে নিম্নচাপেরও সম্ভাবনা রয়েছে বলে জানিয়ে আলিপুর হাওয়া অফিস (West Bengal Weather News)।
কালবৈশাখীর সতর্কতাও জারি করা হয়েছে আবহাওয়া অফিসের তরফে (Weather News)। আগামী ১৯-২৩ মার্চ পর্যন্ত দক্ষিণবঙ্গেরহা বাঁকুড়া, বীরভূম, ঝাড়গ্রাম, পুরুলিয়া, পশ্চিম মেদিনীপুর, বর্ধমান, হুগলী, হাওড়া, কলকাতা সহ দুই ২৪ পরগনাতে বিক্ষিপ্ত ঝড়বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে ঝড়ের গতিবেগ সব জায়গায় সমান থাকবে না বলে আগাম জাানিয়েছে আবহাওয়া দফতর। তবে এই ঝড়ের গতিবেগ সর্বোচ্চ ৫০-৭০ কিলোমিটার পর্যন্ত হতে পারে। ঝড়ের সঙ্গে শিলাবৃষ্টিরও সম্ভাবনা রয়েছে (Rain)। শিলাবৃষ্টিতে ফসলের ক্ষতির সম্ভাবনা থাকে তাই এই সময় কৃষকদেরও সতর্ক থাকার বার্তা দেওয়া হয়েছে। তবে উত্তরবঙ্গে এখনই ভারী বৃষ্টির সম্ভাবনা নেই। উত্তরের জেলাগুলিতে আবহাওয়া আপাতত স্থিতিশীল থাকবে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর (Today Weather Forecast)।
আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।