'এটা মৃত্যু নয়, হত্যা!' স্যালাইনকাণ্ডে সরাসরি সংস্থার বিরুদ্ধে FIR দায়ের

শঙ্কর ঘোষ বলেন, এর আগে উত্তরবঙ্গে মেডিক্যাল -সহ কিছু মেডিক্যাল কলেজে পশ্চিমবঙ্গ ফার্মাসিউটিক্যালের তৈরি স্যালাইন ব্যবহার করা হত।

 

এটা মৃত্যু নয়, হত্যা! স্যালাইন বিভ্রাটে মেদিনীপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রসূতি মৃত্যুর ঘটনায় স্যালাইন প্রস্তুতকারী সংস্থার বিরুদ্ধে পুলিশে অভিযোগ দায়ের করলেন শিলিগুড়ির বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষ। মঙ্গলবার শিলিগুড়ি থানায় পশ্চিমবঙ্গ ফার্মাসিউটিক্যালের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছেন বিজেপি নেতা।

শঙ্কর ঘোষ বলেন, এর আগে উত্তরবঙ্গে মেডিক্যাল -সহ কিছু মেডিক্যাল কলেজে পশ্চিমবঙ্গ ফার্মাসিউটিক্যালের তৈরি স্যালাইন ব্যবহার করা হত। সম্প্রতি উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ এই স্যালাইন ব্যবহার করত। সেই হাসপাতালেও মৃত্যুর ঘটনা ঘটেছে। তারপরেও সংস্থার স্যালাইন কীভাবে এজাতীয় স্যালাইন ব্যবহার করা হচ্ছে, সেই প্রশ্নও তোলেন তিনি।

Latest Videos

শঙ্কর ঘোষ এই স্যালাইনের ব্যবহারেই অতীতের মৃত্যু হয়েছিল কিনা দেখা হোক। মৃতের পরিবারকে ক্ষতিপুরণ দিক সরকার। পাশাপাশি দোষীদের গ্রেফাতার করার দাবিও জানিয়েছেন তিনি। তিনি আরও বলেন, 'এটা মৃত্যু নয়, হত্যা।' এই সংস্থা একটি অফিস শিলিগুড়িতে সংস্থার আরেক ডিরেক্টর মুর্শিদাবাদের বহরমপুরের বাসিন্দা। সংশ্লিষ্ট ব্যক্তির বিরুদ্ধেও মূলত অভিযোগ করেন। বিজেপির আকের নেতা শুভেন্দু অধিকারী। তিনি বলেন, 'পশ্চিমবঙ্গ ফার্মাসিউটিক্যালের ডিরেক্টর মুকুল ঘোষ, এই বহরমপুরের মুকুল ঘোষের সঙ্গে সরাসরি কালীঘাটের যোগ রয়েছে।'

মেদিনীপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রসূতিদের নিম্নমানের স্যালাইন দেওয়ার অভিযোগে তোলপাড় হচ্ছে রাজ্য। নবান্নে সাংবাদিক বৈঠকে রাজ্যের মুখ্যসচিব মনোজ পন্থ জানিয়েছেন এই ঘটনায় সিআইডি তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে। গাফিলতি প্রমাণিত হলে অভিযুক্তদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া হবে। সোমবার সাংবাদিক বৈঠকে মুখ্যসচিবের পাশে থিলেন স্বাস্থ্যসচিব নায়ারণ স্বরূপ নিগম। মুখ্যসচিব বলেছেন একটা অবাঞ্ছিত ঘটনা মেদিনীপুর মেডিকেল কলেজে হয়েছে। এক মা মারা গিয়েছেন। আরও চারজন অসুস্থ তাদের মধ্যে তিনজন এখন পিজিতে চিকিৎসারত। প্রাথমিক ভাবে দেখা যাচ্ছে একটা সিরিয়াস নেগলিজেন্স ওখানে হয়েছে।

 

আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

 

Share this article
click me!

Latest Videos

Baghajatin-এ চোখের সামনেই ধসে পড়লো আস্ত চারতলার ফ্ল্যাট! #shorts #shortsfeed #shortsviral
‘একধারে লক্ষ্মীর ভাণ্ডার একধারে বিষ!’ Mamata Banerjee-কে কড়া তোপ Agnimitra Paul-এর, দেখুন
Rashifal Today: আজ ভাগ্যের চাকা ঘুরবে কোনদিকে! কেমন যাবে আজকের দিন, জানুন আজকের রাশিফলে
'সাধু হয়ে গেছে! জ্ঞানেশ্বরী উড়িয়েছিল, আজ এখানে ভাষণ দিচ্ছে' | Suvendu Adhikari | Bangla News |
Live : MahaKumbh 2025 | শুরু মহাকুম্ভ ২০২৫, শুরু পুণ্য স্নান, দেখুন সরাসরি | Makar Sankranti