অফিসে যাওয়ার পথে পকেটেই ফেটে গেল মোবাইল ফোন! ভয়ঙ্কর ভাবে আহত হাবড়ার যুবক
পকেটে ছিল ফোন। হঠাৎ ফেটে গিয়ে ভয়ঙ্কর ভাবে আহত হল যুবক। ঘটনাটি ঘটেছে উত্তর ২৪ পরগনার হাবড়ায়। অফিস যাওয়ার সময় চরম সমস্যার মুখে পড়তে হয় যুবককে। জানা গিয়েছে আহত যুবকের নাম জগন্নাথ রায়।
পরিবার সূত্রে জানা যায়, কলকাতার একটি বেসরকারি সংস্থায় হিসেবরক্ষকের কাজ করেন জগন্নাথ। বৃষ্টির মধ্যেও অফিস যেতে সাইকেলে চেপে হাবড়া স্টেশনের দিকে যাচ্ছিলেন তিনি। সেই সময়তেই টোটোর ধাক্কা খেয়ে সাইকেল থেকে পড়ে যান জগন্নাথ বাবু। আর তারপরেই পায়ে ভয়ঙ্কর জ্বলন শুরু হয়।
তখনই তিনি লক্ষ্য করেন ডান পকেটে থাকা মোবাইল ফেটে প্যান্ট, রেনকোট পুড়ে গিয়েছে। শুধু তাই নয়, পুড়ে গিয়েছে ডান পায়ের হাঁটুর উপরের ত্বকও। এরপরই তাঁকে উদ্ধার করেন স্থানীয়রা ও জগন্নাথ বাবুর স্ত্রীকে খবর দেওয়া হয়। এরপর তাঁকে ভর্তি করা হয় হাবড়া স্টেট জেনারেল হাসপাতালে।
এরপর তাঁকে সম্পূর্ণ বিশ্রাম নেওয়ার পরামর্শ দেন চিকিৎসকেরা। আহত জগন্নাথ বাবু বলেছেন, " টোটোর ধাক্কা খেয়ে পড়ে যাওয়ায়, ফোন ফেটে পা পুড়ে গিয়েছে"। স্বামীর এই অবস্থা প্রসঙ্গে স্ত্রী ঝুমা রায় বলেন, " ভাগ্যিস ফোন প্যান্টের পকেটে ছিল নইলে বড়সড় দুর্ঘটনা হতে পারত"।