এই রাজ্যে বিজেপির খারাপ ফল হয়েছে। রাজ্য থেকে ১২টি আসন পেয়েছে গেরুয়া শিবির। জয়ী হয়েছেন লোকসভা নির্বাচনে রাজ্যের সবথেকে আলোচিত প্রার্থী অভিজিৎ গঙ্গোপাধ্য়ায়। আইন মন্ত্রী হওয়ার দৌড়ে এগিয়ে তিনি।
রাজ্যের সবথেকে আলোচিত প্রার্থী অভিজিৎ গঙ্গোপাধ্য়ায়। তমলুক লোকসভা কেন্দ্র থেকে জয়ী হয়েছেন। হারিয়েছেন তৃণমূল কংগ্রেসের প্রার্থী দেবাংশু ভট্টাচার্যকে।
দিল্লিতে অভিজিৎ
বৃহস্পতিবারই দিল্লিতে পৌঁছে গিয়েছেন অভিজিৎ গঙ্গোপাধ্য়ায়। শুক্রবার বিজেপির সাংসদীয় কমিটির বৈঠকেও যোগ দেন। সূত্রের খবর মোদীর মন্ত্রিসভায় ঠাঁই পেতে পারেন অভিজিৎ।
প্রাক্তন বিচারপতি অভিজিৎ
অভিজিৎ গঙ্গোপাধ্যায় কলকাতা হাইকোর্টের প্রাক্তন বিচারপতি। লোকসভা নির্বাচনের আগেই চাকরিতে ইস্তফা দিয়ে তিনি বিজেপিতে যোগদেন।
বিজেপিতে গুঞ্জন
বিজেপির অন্দরে গুঞ্জন অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে দেশের আইনমন্ত্রী করা হতে পারে। তবে পূর্ণমন্ত্রিত্ব এখনই দেওয়া হবে না। প্রতিমন্ত্রীর দায়িত্ব দেওয়া হতে পারে।
আইন প্রতিমন্ত্রী অভিজিৎ
বিজেপি সূত্রের খবর এই বিষয় নিয়ে অভিজিৎ গঙ্গোপাধ্য়ায়ের সঙ্গে কথাও বলেছেন দিল্লির বিজেপি নেতৃত্ব। তবে এখনও এই বিষয় নিয়ে কিছুই জানানি অভিজিৎ।
শুভেন্দু ঘনিষ্ট অভিজিৎ়
বিজেপি সূত্রের খবর শুভেন্দু অধিকারীর অত্যন্ত ঘনিষ্ট অভিজিৎ গঙ্গোপাধ্য়ায়। বিজেপিতে যোগদানের আগেই শুভেন্দুর মারফত তিনি অমিত শাহের সঙ্গে কথা বলেছিলেন। তবে কী কথা হয়েছিল তা নিয়ে মুখ খোলেননি দুই পক্ষ।
বাংলা থেকে মন্ত্রী
বিজেপি সূত্রের খবর বাংলা থেকে দুই জনকে মন্ত্রী করা হতে পারে। গতবারে ১৮ সাংসদ ছিল বাংলার। সেখানে মন্ত্রিত্ব দেওয়া হয়েছিল ৪ জনকে। এবার কমপক্ষে দুই জনকে দায়িত্ব দেওয়া হতে পারে।
রবিবার নরেন্দ্র মোদীর শপথ গ্রহণ করবেন তৃতীয় মেয়াদের প্রধানমন্ত্রী হিসেবে। তাঁর সঙ্গে তিরিশ জন মন্ত্রী শপথ গ্রহণ করতে পারেন বলেও সূত্রের খবর।
মন্ত্রী নিয়ে শরিকদের দাবি
বিজেপি নিজের হাতেই রাখতে চাইছে স্বরাষ্ট্র, অর্থ, প্রতিরক্ষা, বহিরাগত বিষয়, সড়ক পরিবহন, রেলওয়ে, আইটি এবং শিক্ষার মত গুরুত্বপূর্ণ মন্ত্রকের দায়িত্ব। তবে রেলর দাবি আগেই জানিয়ে রেখেছেন নীতিশ কুমার। অন্যদিকে প্রযুক্তি বা আইটি মন্ত্রকের দায়িত্বও চেয়েছেন চন্দ্রবাবু নায়ডু। সূত্রের খবর রেল বিজেপি নিজের দায়িত্বে রেখে আদিবাসী মন্ত্রক শরিকদের হাতে তুলে দিতে পারে