Monsoon News: দক্ষিণবঙ্গে বিলম্বিত লয়ে বর্ষা, জানুন আর ঠিক কতদিন এই ভ্যাপসা গরমে নাজেহাল হতে হবে

দেশে নির্ধারিত সময় বর্ষা এলেও দক্ষিণবঙ্গে বর্ষাগতি বিলম্বিত লয়। তেমনই জানাচ্ছে বেশ কয়েকজন আবহাওয়াবিদ। কিন্তু কেন- জানুন।

 

Saborni Mitra | Published : Jun 7, 2024 11:40 AM IST

110
বর্ষার আগমণ

এই দেশে নির্ধারিত সময়ই বর্ষা এসেছিল। এই রাজ্যেও নির্ধারিত সময় বর্ষা ঢুকেছে। কিন্তু দক্ষিণবঙ্গে বর্ষা বিলম্বিত লয়ে আসছে।

210
দক্ষিণবঙ্গে বর্ষার আগমণ

আগামী ১০ জুন দক্ষিণবঙ্গে বর্ষা আসতে পারে। তবে পুরোপুরি বর্ষা ঢুকতে লেগে যাবে আরও দুই থেকে তিন দিন। অর্থাৎ ১২ বা ১৩ জুনের আগে স্বস্তি নেই।

310
তত দিনের অস্বস্তি

আলিপুর হাওয়া অফিসের পূর্বাভাস আনুযায়ী যতদিন পুরোপুরি বর্ষা না আসছে ততদিন স্বস্তি নেই। ভ্যাপসা গরম থাকবে কলকাতা সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে।

410
কেরলে বর্ষা ৩১ মে

কেরলে নির্ধারিত সময় অর্থাৎ ৩১ মে বর্ষা প্রবেশের নির্ধারিত দিন। কিন্তু তার একদিন আগেই অর্থাৎ ৩০ মে বর্ষা প্রবেশ করেছিল।

510
দক্ষিণ ভারতে বৃষ্টি

দক্ষিণ ভারতে ইতিমধ্যেই বর্ষার বৃষ্টি শুরু হয়েছে। মৌসুমিবায়ু বর্তমানে উত্তর-পূর্বভারতের দিকে অগ্রসর হয়েছে।

610
উত্তর-পূর্ব ভারতে বৃষ্টি

ইতিমধ্যেই অরুণাচল প্রদেশ, ত্রিপুরা, ন্যাগাল্যান্ড, মেঘালয়, মিজোরাম, মণিপুর ও অসমে বৃষ্টি শুরু হয়েছে।

710
উত্তরবঙ্গে বর্ষা প্রবেশ

ইতিমধ্যেই উত্তরবঙ্গে বর্ষা প্রবেশ করতে শুরু করেছে। তবে দক্ষিণবঙ্গে বর্ষা শুরু হতেই দেরী হয়ে।

810
বর্ষা বিলম্বের কারণ

দক্ষিণবঙ্গে বর্ষার বিলম্বিত লয়ের কারণ হিসেবে আবহাওয়াবিদরা দায়ী করেছেন মৌসুমি বায়ু প্রবাহকে। বিশেষজ্ঞদের মতে মৌসুমি বায়ুর প্রবাহ কম। আর সেই কারণে দক্ষিণবঙ্গে বর্ষা শুরু হতে দেরি হবে।

910
মৌসুমি বায়ুর প্রবাহ

বিশেষজ্ঞদের কথায় মৌসুমি বায়ুর প্রবাহ বর্তমানে কোথাও কোথাও বেশি থাকলে কোথাও কম রয়েছে। বর্তমানে দেশের পশ্চিমভাগে মৌসুমি বায়ুর প্রবাহ বেশি।

1010
১১ জুনের আগে বর্ষা নয়-

আলিপুর হাওয়া অফিসের পূর্বাভাস ১১ জুনের আগে বর্ষা প্রবেশ করবে না। তাই আপাতত এখনও কয়েক দিন এই ভ্যাপসা গরমে নাজেহাল হতে হবে দক্ষিণবঙ্গের বাসিন্দাদের।

Share this Photo Gallery
click me!

Latest Videos

Recommended Photos