এই দেশে নির্ধারিত সময়ই বর্ষা এসেছিল। এই রাজ্যেও নির্ধারিত সময় বর্ষা ঢুকেছে। কিন্তু দক্ষিণবঙ্গে বর্ষা বিলম্বিত লয়ে আসছে।
দক্ষিণবঙ্গে বর্ষার আগমণ
আগামী ১০ জুন দক্ষিণবঙ্গে বর্ষা আসতে পারে। তবে পুরোপুরি বর্ষা ঢুকতে লেগে যাবে আরও দুই থেকে তিন দিন। অর্থাৎ ১২ বা ১৩ জুনের আগে স্বস্তি নেই।
তত দিনের অস্বস্তি
আলিপুর হাওয়া অফিসের পূর্বাভাস আনুযায়ী যতদিন পুরোপুরি বর্ষা না আসছে ততদিন স্বস্তি নেই। ভ্যাপসা গরম থাকবে কলকাতা সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে।
কেরলে বর্ষা ৩১ মে
কেরলে নির্ধারিত সময় অর্থাৎ ৩১ মে বর্ষা প্রবেশের নির্ধারিত দিন। কিন্তু তার একদিন আগেই অর্থাৎ ৩০ মে বর্ষা প্রবেশ করেছিল।
দক্ষিণ ভারতে বৃষ্টি
দক্ষিণ ভারতে ইতিমধ্যেই বর্ষার বৃষ্টি শুরু হয়েছে। মৌসুমিবায়ু বর্তমানে উত্তর-পূর্বভারতের দিকে অগ্রসর হয়েছে।
উত্তর-পূর্ব ভারতে বৃষ্টি
ইতিমধ্যেই অরুণাচল প্রদেশ, ত্রিপুরা, ন্যাগাল্যান্ড, মেঘালয়, মিজোরাম, মণিপুর ও অসমে বৃষ্টি শুরু হয়েছে।
উত্তরবঙ্গে বর্ষা প্রবেশ
ইতিমধ্যেই উত্তরবঙ্গে বর্ষা প্রবেশ করতে শুরু করেছে। তবে দক্ষিণবঙ্গে বর্ষা শুরু হতেই দেরী হয়ে।
বর্ষা বিলম্বের কারণ
দক্ষিণবঙ্গে বর্ষার বিলম্বিত লয়ের কারণ হিসেবে আবহাওয়াবিদরা দায়ী করেছেন মৌসুমি বায়ু প্রবাহকে। বিশেষজ্ঞদের মতে মৌসুমি বায়ুর প্রবাহ কম। আর সেই কারণে দক্ষিণবঙ্গে বর্ষা শুরু হতে দেরি হবে।
মৌসুমি বায়ুর প্রবাহ
বিশেষজ্ঞদের কথায় মৌসুমি বায়ুর প্রবাহ বর্তমানে কোথাও কোথাও বেশি থাকলে কোথাও কম রয়েছে। বর্তমানে দেশের পশ্চিমভাগে মৌসুমি বায়ুর প্রবাহ বেশি।
১১ জুনের আগে বর্ষা নয়-
আলিপুর হাওয়া অফিসের পূর্বাভাস ১১ জুনের আগে বর্ষা প্রবেশ করবে না। তাই আপাতত এখনও কয়েক দিন এই ভ্যাপসা গরমে নাজেহাল হতে হবে দক্ষিণবঙ্গের বাসিন্দাদের।