PM Modi: বছর শুরুতেই মোদীর জোড়়া সভা বঙ্গে, রইল বিজেপির হাইভোল্টেজ প্রচার সূচি

Published : Jan 03, 2026, 10:39 AM IST

PM Modi Bengal Visit: বছর শুরুতেই পশ্চিমবঙ্গ সফরে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এই বছরেই পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচন। আর সেই কারণে মোদীর এই বঙ্গ সফর যথেষ্ট তাৎপর্যপূর্ণ। দেখুন মোদীর সফরসূচি ও সভার স্থান। 

PREV
15
বছর শুরুতেই বঙ্গ সফরে মোদী

বছর শুরুতেই পশ্চিমবঙ্গ সফরে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এই বছরেই পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচন। আর সেই কারণে মোদীর এই বঙ্গ সফর যথেষ্ট তাৎপর্যপূর্ণ। এবার মোদীর জোড়়া সফরের কথা রয়েছে বলে বিজেপি সূত্রের খবর।

25
জোড়া কর্মসূচি মোদীর

এবার বঙ্গ সফরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জোড়া কর্মসূচি রয়েছে। বিজেপি সূত্রের খবর বছরের প্রথমেই প্রধানমন্ত্রী উত্তরবঙ্গ আর দক্ষিণবঙ্গে দুটি সভা করতে পারেন। তারই প্রস্তুতি শুরু হয়েছে বিজেপি শিবিরে।

35
মোদীর সফর সূচি

বিজেপি সূত্রের খবর, আগামী ১৭ ও ১৮ জানুয়ারি পরপর দুই দিন পশ্চিমবঙ্গে দুটি সভা করতে পারেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বিজেপির পরিবর্তন সংকল্প সভাতেও ভাষণ দিতে পারেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

45
সভাস্থান

বিজেপি সূত্রের খবর নতুন বছরের প্রথমেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মালদা আর হাওড়ায় জনসভা করতে পারেন। এই বিষয়ে ইতিমধ্যেই দুই জেলের নেতাদের প্রস্তুতির নির্দেশ দেওয়া হয়েছে। যদিও দুই জেলার নেতারা এখনও এই বিষয়ে মুখ খুলতে নারাজ। তারা গোটা বিষয়টি সম্পর্কে কিছুই জানাতে রাজি নয়। সূত্রের খবর মোদী ১৭ জানুয়ারি মালদা আর ১৮ জানুয়ারি হাওড়ায় সভা করতে পারেন।

55
জানুয়ারিতে বিজেপি Vs টিএমসি

জানুয়ারি মাস জুড়ে গোটা বাংলায় 'আবাার জিতবে বাংলা' নামে একটি প্রচার কর্মসূচি শুরু করেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তারই পাল্টা হিসেবে বছরের শুরুতেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে দিয়ে প্রচারে ঝড় তুলতে চাইছে বিজেপি। আর সেই কারণেই দুই বঙ্গেই মোদীর সভার ব্যবস্থা করা হয়েছে বলে বিজেপি সূত্রের খবর।

Read more Photos on
click me!

Recommended Stories