Abhishek Banerjee On BJP: পড়ে গিয়েছে নতুন বছর ২০২৬। আর মাস চারেক পরই বেজে যাবে বঙ্গ বিধানসভা ভোটের দামামা। তার আগেই এখন থেকে জেলা সফর শুরু করে দিয়েছেন তৃণমূল সাংসদ তথা তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। জানুন আরও বিশদে…
নতুন বছরের শুরুতে বারুইপুর পূর্ব বিধানসভা কেন্দ্রে থেকে শুক্রবার প্রচার শুরু করলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। এদিনের সভা থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায় গেরুয়া শিবিরকে একহাত নিয়ে বলেন, ‘’গত একমাস ধরে নির্বাচনী জনসভা রয়েছে একের পর এক। দক্ষিন ২৪ পরগনা জেলা তৃণমূলের শক্ত ঘাঁটি। দক্ষিণ ২৪ পরগনা জেলা আমার কর্মভূমি তাই আপনাদের সকলের আশীর্বাদ নিয়ে আবার জিতবে বাংলা এই লড়াই শুরু করলাম বাংলার মাটি থেকে। দক্ষিণ ২৪ পরগনা মানুষ আগামী দিনের পথ দেখাবে। পরিবর্তনের চাকা এই দক্ষিণ ২৪ পরগনা জেলা ঘুরিয়েছিল। চতুর্থ বারের জন্য রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কে করার জন্য এই জনসভা। বাংলা বিরোধী তৃণমূল কংগ্রেস বিশুদ্ধ লোহার মতন। যত আঘাত করবে তত তৃণমূলের সংখ্যা বাড়বে।''
25
অভিষেকের নিশানায় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ
এদিন অভিষেক আরও বলেন, ‘’রাজ্য সফরে এসে স্বরাষ্ট্রমন্ত্রী তিনি বলেছিলেন যে সোনার বাংলা করবে সোনার ত্রিপুরা হচ্ছে না কেন? সোনার বিহার হচ্ছে না কেন? মহারাষ্ট্রে জল খেয়ে মানুষের মৃত্যু হয়েছে দিল্লিতে বায়ু দূষিত হয়ে যাচ্ছে? প্রধানমন্ত্রী যে ঘোষণা করেছে সেই ঘোষণা রাখছে না যুবকদের চাকরি দিচ্ছে না ২২ কোটি চাকরি এখনো পর্যন্ত দেয়নি। এই কয়েকদিন আগে ব্রিগেড গ্রাউন্ডে লক্ষ্য কণ্ঠের গীতা পাঠ হয়েছিল আর সেই গীতা পাঠে একজন সামান্য চিকেন প্যাটিস বিক্রি করা যুবককে মারধর করা হয়েছে।''
35
কেন মারা হল জবাব দাবি অভিষেকের
‘’কেন মারা হল তার জবাব আমরা দেব। পুলিশ যখন অভিযুক্তদের গ্রেফতার করেছে। তখনই জামিনে মুক্তি পেয়েছিল অভিযুক্তরা। অভিযুক্তদের মালা পরিয়ে বরণ করেছে বিজেপির নেতারা। মানুষ কি খাবে? কি পরবে সেটা কি বিজেপির বাবারা ঠিক করে দেবে। বাংলা একুশেও জবাব দিয়েছে আবারও ২৬ শে সেই জবাব দেবে। জীবিত ভোটারদের নির্বাচন কমিশন ভূত বানিয়ে দিয়েছে।'' শুধু তাই নয়, তিনজন জীবিত ভোটারদের রাম্পে হাটিয়ে নির্বাচন কমিশনের কড়া ভাষায় নিন্দা করেন অভিষেক বন্দ্যোপাধ্যায়।
সাধারণ মানুষের ভোগান্তির শিকার করছে নির্বাচন কমিশন। এস আই আর এর শুরু হতেই দু'মাসে ৫৬ জন মানুষ মারা গিয়েছে, আগামী দিনে মানুষ এর জবাব দেবে। তিনি বলেন, ‘’আমরা জয় বাংলা বললে আমাদেরকে বাংলাদেশী বলা হয়। ভারতবর্ষের রাষ্ট্রপতি কলকাতায় এসে জয় বাংলা বলে গিয়েছে। বিজেপির সাংসদ অনন্ত মহারাজ দেশের প্রধানমন্ত্রীকে বাংলাদেশি বলছে।'' অভিষেক আরও বলেন, ‘’শুভেন্দু অধিকারী তিনি বলেছেন এর সরকারের থেকে বাংলাদেশের ইউনtসে সরকার ও ভালো চলছে। যদি আমার এই তথ্য ভুল হয় তাহলে আমার বিরুদ্ধে হাইকোর্টে মামলা করে আমাকে জেলে ঢোকাও! এতে সত্যতা প্রমাণ হয়ে যাবে।''
55
বিজেপি-কে কটাক্ষ অভিষেকের
‘’বিজেপির কাছে বাংলা সুরক্ষিত নয় বিজেপি নেতাদের একটাই কাজ দিল্লির নেতাদের জুতো চাটা। বালুরঘাটের দুই ব্যক্তির একজন গৌতম বর্মন তিনি বিজেপির বুথ সভাপতি তিনি মহারাষ্ট্রে বাংলা বলায় গ্রেফতার হয়েছিল। সেই সময় বালুরঘাটের সাংসদ তাদের সাহায্য করেনি অবশেষে সেই বিজেপির বুথ সভাপতিকে আমরাই মহারাষ্ট্রের কোর্টে আবেদন করে তাদের বালুরঘাটের বাড়িতে ফিরিয়ে দিয়েছি। যে বিজেপি নিজেদের বুথ সভাপতিকে রক্ষা করতে পারে না সেই বিজেপি বাংলা রক্ষা করবে!। বাংলার শুধু বরাদ্দ টাকায় আটকাতে পারে বিজেপি।''