২৬ সালে রাজ্যে আসছে মোদী ঝড়! একের পর এক প্রকল্পে বাজিমাত করবে বিজেপি, এবার বাংলা দখল করবে পদ্ম?

২৬ সালে রাজ্যে আসছে মোদী ঝড়! একের পর এক প্রকল্পে বাজিমাত করবে বিজেপি, এবার বাংলা দখল করবে পদ্ম?

রাজ্যের এবার বইতে পারে বিজেপি ঝড়। এমনিতেই রাজ্য সরকার নিয়ে ক্ষুব্ধ বহু মানুষ। চাকরিপ্রার্থী থেকে শুরু করে সরকরি চাকুরে অনেকেই আগুন হয়ে রয়েছেন মমতা সরকারের উপরে। তারমধ্যে খুব একটা মন মতো বাজেট পেশ করতে পারেনি রাজ্য সরকার। সব মিলিয়ে বেশ অনেকটা নড়ে গিয়েছে তৃণমূল শাসন। 

গত বিধানসভার পরে ধরা পড়েছে একাধিক আর্থিক কারচুপি। জেলে গিয়েছে বাঘা বাঘা তৃণমূল নেতা। কোটি কোটি টাকা উদ্ধার করেছে ইডি। সব মিলিয়ে বাংলার মানুষেরও মন বেশ খানিকটা বদলেছে। লোকসভায় অনেকেই ভেবেছিলেন বিজেপির জয়জয়কার হবে, তা তো হয়নি উল্টে ভোট ব্যাঙ্কে কম ভোট পড়েছিল কেন্দ্রীয় দলের। জেতা আসনও হারিয়ে ফেলেছিল মোদীর দল। তাই লোকসভায় ফের তৃণমূল ঝড় বয়েগিয়েছিল রাজ্যজুড়ে। কিন্তু আসন্ন বিধানসভায় বেশ অনেকটায় বাজিমাত করতে পারে বিজেপি। 

Latest Videos

যদিও কেন্দ্রীয় বাজেটে পশ্চিমবঙ্গ নিয়ে কোনও ঘোষণা ছিল না। তাই বেশ খানিকটা অসুন্তুষ্ট হয়েছিলেন বাংলার মুখ্যমন্ত্রী। যেহেতু লোকসভায় বাংলায় বিজেপির ফল হল না তাই কি বাংলাকে বঞ্চিত রাখা হল, এমনও প্রশ্ন জেগেছে রাজনৈতিক বিশ্লেষকদের মনে। কিন্তু শহরজুড়ে পরের পর মেট্রোপথ, একাধিক কেন্দ্রীয় প্রকল্পের জন্য বিজেপিকে বাংলায় আনতে চাইছেন বহু মানুষ। এমনই দেখা গিয়েছে বহু সমীক্ষায়।

তারমধ্যে দিল্লি নির্বাচনের দিকে চোখ রাখলে দেখা গিয়েছে এবার দিল্লিতেও মোদী ঝড় উঠেছে। শুধু দিল্লি নয়, ওড়িশাতেও ভেঙে গিয়েছে শক্তসামর্থ পট্টনায়ক সাম্রাজ্য। তবে কি এবার বাংলার পালা? বিজেপি হারুক বা জিতুক এই বিধানসভায় যে একটা বিশাল ঝড় আনতে চলেছে বিজেপি তা কিন্তু আঁচ করতে পারছেন বহু রাজনৈতিক বিশ্লেষকরা।

Share this article
click me!

Latest Videos

Suvendu Adhikari Protest : হোলির সন্ধ্যায় হামলার প্রতিবাদে উত্তাল তমলুক, পথে শুভেন্দু | Holi 2025
শোকজ হওয়ার পরও কী শুভেন্দুকে ঠুসে দিতে চান? দেখুন কী বলছেন হুমায়ুন কবির
Nadia News: মেয়েকে মায়ের কোল থেকে ছিনিয়ে নিয়ে এই পরিণতি করল বাবা! আতঙ্কে Nadia-র ধুবুলিয়া এলাকা
‘West Bengal-এ রাজনীতির নামে কলুষতা করা হচ্ছে!’ TMC-BJP-কে একহাত নিলেন Sujan Chakraborty
Amritsar Latest Update : প্রমাণ CCTV-তে, অমৃতসরের মন্দিরে মধ্যরাতে হামলা, তদন্তে পুলিশ