তৃণমূল নেতার জন্মদিন পালন স্কুলে! উচ্চ মাধ্যমিকের আগে পরীক্ষাকেন্দ্রে এই আয়োজনে বিতর্ক

Published : Mar 03, 2025, 11:22 AM IST
Haryana Board Class 12 Exam 2025

সংক্ষিপ্ত

জানা গিয়েছে, তৃণমূল নেতা জাহাঙ্গির খানের জন্মদিন উপলক্ষে রক্তদান শিবিরের আয়োজন করা হল স্কুলে প্যান্ডেল বেঁধে। এই তৃণমূল নেতা জাহাঙ্গির খান দক্ষিণ ২৪ পরগনা জেলা পরিষদের পূর্ত কর্মাধক্ষ্য ও বজবজে তৃণমূলের পর্যবেক্ষক ।

আজ থেকে শুরু উচ্চ মাধ্যমিক ঠিক তার আগের দিন উচ্চমাধ্যমিক পরীক্ষাকেন্দ্রে তৃণমূল নেতার জন্মদিনকে ঘিরে শুরু বিতর্ক। অভিযোগ ওঠে, তৃণমূল নেতার জন্মদিন পালন হল পরীক্ষাকেন্দ্র দখল করে। ঘটনাস্থল দক্ষিণ ২৪ পরগনা জেলার ফলতার ফতেপুর শ্রীনাথ ইনস্টিটিউশন উচ্চমাধ্যমিকের পরীক্ষাকেন্দ্রে। জানা গিয়েছে, তৃণমূল নেতা জাহাঙ্গির খানের জন্মদিন উপলক্ষে রক্তদান শিবিরের আয়োজন করা হল স্কুলে প্যান্ডেল বেঁধে। এই তৃণমূল নেতা জাহাঙ্গির খান দক্ষিণ ২৪ পরগনা জেলা পরিষদের পূর্ত কর্মাধক্ষ্য ও বজবজে তৃণমূলের পর্যবেক্ষক ।

অভিযোগ উঠতেই ফলতা ব্লকের যুব সভাপতি জাহাঙ্গির খান দাবি করেন, তিনি পালন করেনি জন্মদিন। তিনি গিয়েছিলেন স্কুলে আয়োজিত রক্তদান শিবিরের উদ্বোধন করতে । কিছুক্ষণ থেকে তিনি চলে যান সেখান থেকে । সেই ঘটনারই ছবি এবং ভিডিয়ো পোস্ট করেছেন সুকান্ত। এমন কাজের তীব্র নিন্দা করেছেন কেন্দ্রীয় মন্ত্রী তথা বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। এই বিষয়টি তুলে ধরে তিনি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর দিকে প্রশ্ন ছুঁড়ে দিয়েছেন তাদের দৃষ্টি আকর্ষণ করেছেন।

সুকান্ত মজুমদার সোশ্যাল মিডিয়া পোস্টে লেখেন, বাংলার শিক্ষা ব্যবস্থা তলানিতে গিয়ে ঠেকেছে মমতা বন্দ্যোপাধ্যায়ের শাসনকালে । উচ্চমাধ্যমিক শুরুর আগের দিন তৃণমূল যুব নেতার জন্মদিন পালন করা হল ধুমধাম করে ফতেপুরের শ্রীনাথ স্কুলের পরীক্ষাকেন্দ্রে । এমনিতেই কেন্দ্রগুলোতে একাধিক প্রস্তুতি নেওয়ার বিষয় থাকে পরীক্ষার আগের দিন । কিন্তু তার বদলে ফতেপুর স্কুলে দেখা গেল, একেবারেই ভিন্ন চিত্র। উৎসবের সাজে সেজে উঠেছে স্কুল আলো, গেট, প্যান্ডেলে । এখানেই কয়েকশো পড়ুয়া তাঁদের জীবনের অত্যন্ত গুরুত্বপূর্ণ এক পরীক্ষায় বসবেন। তিনি প্রশাসনের নজরদারি নিয়েও প্রশ্ন তুললেন।

অপরদিকে, সোমবার যাদবপুর-সহ সব বিশ্ববিদ্যালয়ে এসএফআই ছাত্র ধর্মঘটের ডাক দিয়েছে । তবে সিপিএমের রাজ্য সম্পাদক মহম্মদ সেলিমের দাবি, প্রভাব পড়বে না উচ্চ মাধ্যমিকের পরীক্ষায়। এই ধটনায় বিতর্ক রাজমৈতিক মহলে।

আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

PREV
click me!

Recommended Stories

১ বছর পরে ২ দিনের সফরে কোচবিহার যাচ্ছেন মমতা, রইল সোম ও মঙ্গলের ঠাসা কর্মসূচি
Dilip Ghosh: বাংলায় ‘বাবরি মসজিদ’! বিজেপির দিলীপ হুমায়ুনকে দিলেন চরম উপদেশ