
আগামী চারদিনের মধ্যে পশ্চিমবঙ্গ, ওড়িশা, সিকিম, তেলেঙ্গানা থেকেও বর্ষা বিদায় পর্ব শুরু হবে। সোমবার থেকে আগামী ৩ থেকে ৪ দিনে সেই সকল রাজ্যের বাকি অংশ থেকে বিদায় নেয়নি বর্ষা। একইসঙ্গে বিহার, ঝাড়খণ্ড, ছত্তীসগঢ় থেকেও বর্ষা বিদায় নেবে। হাওয়া অফিস সূত্রে খবর, সোমবার পর্যন্ত শহর কলকাতা সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বিক্ষিপ্ত বৃষ্টি সহ মেঘলা আবহাওয়া বজায় থাকবে। সপ্তাহের শুরু থেকেই কমবে বৃষ্টির পরিমাণ।
তবে কবে থেকে জাঁকিয়ে ঠান্ডা পড়বে সেই বিষয়ে কিছু এখনই জানা না গেলেও আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর, গতকাল পর্যন্ত বিক্ষিপ্ত বৃষ্টি হয়েছে দক্ষিণবঙ্গের একাধিক জেলায়। হাওড়া, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর এবং পশ্চিম মেদিনীপুরের দু’একটি জায়গায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হলেও রবিবার থেকে ক্রমশ এই সব জেলাগুলিতে কমবে বৃষ্টির পরিমাণ।
আলিপুরের পাশাপাশি ভারতের আবহাওয়া দপ্তর জানিয়েছে যে, মধ্য ও পূর্ব ভারতের বাকি অংশ - মহারাষ্ট্র, মধ্য প্রদেশ, উত্তর প্রদেশ এবং বিহার, ঝাড়খণ্ড ও ছত্তিশগড়ের সমগ্র অঞ্চল থেকে দক্ষিণ-পশ্চিম মৌসুমী বায়ুর আরও প্রত্যাহারের জন্য পরিস্থিতি অনুকূল হয়ে উঠছে। আগামী তিন থেকে চার দিনের মধ্যে পশ্চিমবঙ্গ, সিকিম, ওড়িশা এবং তেলঙ্গানার কিছু অংশেও এই প্রত্যাহার বিস্তৃত হওয়ার সম্ভাবনা রয়েছে, যার ফলে মধ্য ও পূর্ব ভারত থেকে মৌসুমী বৃষ্টিপাত ধীরে ধীরে কমবে।
আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর, কলকাতা সহ দক্ষিণবঙ্গ থেকে এবার ধীরে ধীরে বিদায় নেবে বর্ষা। গত সপ্তাহে রাজ্যজুড়ে বিক্ষিপ্ত বৃষ্টি হলেও রবিবার থেকে সেই বৃষ্টির পরিমাণ কমবে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। ফলে এবার বর্ষা বিদায় করে শীতের দাপট শুরু হওয়ার পালা।
দার্জিলিঙে এক রাতের টানা বর্ষণে যে বিপর্যয় ঘটেছিল, তার পর পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হয়েছে। আর বৃষ্টি হয়নি। ফলে ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে উত্তরবঙ্গের আবহাওয়া। সোমবার থেকে দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পঙের কিছু কিছু জায়গায় বৃষ্টি থাকবে। তার পর উত্তরবঙ্গের সর্বত্র আবহাওয়া থাকবে শুকনো।