মমতার তৈরি কোর কমিটি ভেঙে দিতে চান অনুব্রত মণ্ডল? ১৫ জনের কমিটি তৈরি করতে মরিয়া কেষ্ট

অনুব্রত মণ্ডল কালীপুজোর দিনেই বোলপুরে তৃণমূল কংগ্রেসের কার্যলয়ে বসে মমতা বন্দ্যোপাধ্যায়ের তৈরি করা কোর কমিটি নিয়ে প্রশ্ন তুলেছেন।

 

বীরভূমের রাজনীতে আবারও বড় পরিবর্তন হতে পারে। দীর্ঘ তিহার-বাসের পর দুর্গাপুজোর আগেই নিজের এলাকায় ফিরে এসেছেন অনুব্রত মণ্ডল। নিজের রাজ্যে ফিরেই অনুব্রত দলের রাশ আগের মত নিজের হাতে নিতে চাইছেন অনুব্রত। আর সেই কারণেই প্রশ্ন তুলে দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়ের তৈরি করা কোর কমিটি নিয়ে। যদিও সরাসরি প্রশ্ন নয়, অনুব্রত মণ্ডল কালীপুজোর দিন বলেছেন, কোর কমিটিতে কমপক্ষে ১৫ জন সদস্য থাকা জরুরি। তিনি আরও বলেন, ৬ জনের কোর কমিটিতে প্রত্যেক এলাকার প্রতিনিধি থাকে না। যদিও অনুব্রতর বিরোধী গোষ্ঠীর দাবি মমতা বন্দ্যোপাধ্য়ায়ের তৈরি করা কোর কমিটি বদলের জন্য যে কেউ তৃণমূল সুপ্রিমোর কাছে প্রস্তাব দিতেই পারেন।

অনুব্রত মণ্ডল কালীপুজোর দিনেই বোলপুরে তৃণমূল কংগ্রেসের কার্যলয়ে বসে মমতা বন্দ্যোপাধ্যায়ের তৈরি করা কোর কমিটি নিয়ে প্রশ্ন তুলেছেন। বলেছেন, 'বলেছেন যে কোর কমিটি হয়েছে সেটি বোলপুরমুখী। সব এলাকার প্রতিনিধি নেই।' তিনি আরও বলেছেন, কোর কমিটিতে ১৫ জনের সদস্যের থাকার কথা। তাতে বীরভূমের সব এলাকার প্রতিনিধি থাকবে। কিন্তু বর্তমান কোর কমিটিতে সেই ব্যবস্থা নেই।

Latest Videos

বছর দুয়ের আগে অনুব্রত মণ্ডলের অনুপস্থিতিতে মমতা বন্দ্যোপাধ্য়ায় নিজের হাতে কোর কমিটি তৈরি করেছিলেন দিয়েছে। প্রথম পর্যায়ে কোর কমিটিতে দুই সাংসদ বীরভূমের শতাব্দী রায় এবং বোলপুরের অসিত মাল থাকলেও লোকসভা নির্বাচনের আগেই তাঁদের বাদ দিয়ে ছয় জনের কোর কমিটি করা হয়। বর্তমান ৬ সদস্য হলেন, বিধানসভার ডেপুটি স্পিকার আশিস বন্দ্যোপাধ্যায়, মন্ত্রী চন্দ্রনাথ সিনহা, সভাধিপতি কাজল শেখ, বিকাশ রায়চৌধুরি, অভিজিৎ সিংহ ও সুদীপ্ত ঘোষ। মন্ত্রী চন্দ্রনাথ সিনহা, বিকাশ রায়চৌধুরী, সুদীপ্ত ঘোষ- এঁরা সকলেই বোলপুরের বাসিন্দা। সেখানে একমাত্র রামপুরহাটের প্রতিনিধি আশিস বন্দ্যোপাধ্যায় এবং লাভপুরের প্রতিনিধি বিধায়ক অভিজিৎ সিংহ। যদিও তিনি বোলপুরবাসী। অন্যদিকে সভাধিপতি কাজল শেখ নানুরের বাসিন্দা।

এই কোর কমিটিতে যে সদস্যরা রয়েছেন তারা সকলেই অনুব্রতর বিরুদ্ধ গোষ্ঠী। বীরভূম তৃণমূল সূত্রের খবর কোর কমিটির হাত নিজের হাতে রাখতে চাইছেন অনুব্রত। আর সেই কারণে কোর কমিটি নতুন করে গঠনের কথা বলছেন। অনুব্রত আরও বলেছেন, আগে ১১ জনের কোর কমিটি ছিল। সেখানে নলহাটির বিধান রাজেন্দ্র সিংহ ছিলেন। সূত্রের খবর নিজের গোষ্ঠীর লোকদের নিয়ে নতুন করে কোর কমিটি গঠন করতে চাইছেন অনুব্রত। সম্প্রতি কোর কমিটিকে গুরুত্ব না দেওয়ায় মমতা বন্দ্যোপাধ্যায় তাঁকে ফোন করে সতর্ক করেছেন।

আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

 

Read more Articles on
Share this article
click me!

Latest Videos

'একত্রিত হতে হবেই, ওরা ৫০ পেরলেই শরিয়া আইন চালু করবে' গর্জে উঠলেন শুভেন্দু | Suvendu Adhikari | News
'Mamata Banerjee-র জন্যই অভয়ার এই অবস্থা' বলতে গিয়ে এ কী বললেন Suvendu Adhikari, দেখুন
শুভেন্দুর বিরাট ঘোষণা! সোনাচূড়ার আড়াই বিঘা জমিতে হবে বিশাল Ram Mandir | Suvendu Adhikari
'সনাতনী সম্মেলন'-এ Suvendu Adhikari-র বিশেষ বার্তা, দেখুন সরাসরি
‘RG Kar-র তথ্য প্রমাণ Mamata Banerjee-র নির্দেশে লোপাট হয়েছে’ বিস্ফোরক Adhir Ranjan Chowdhury