আবার বিজেপিতে ফিরতে পারেন মুকুল রায়, সংবাদমাধ্যমের সামনে ইঙ্গিত কৃষ্ণনগর উত্তরের বিধায়কের

শুধু নিজে নন, নিজের ছেলেকেও বিজেপিতে যোগ দেওয়ার ‘পরামর্শ’ দিয়েছেন বাবা মুকুল রায়।

বিধানসভা ভোটের পরে বিজেপি ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগ দিয়েছিলেন মুকুল রায়। ফের তিনি বিজেপিতেই আবার ফিরে যাবেন কি না, সেই নিয়ে জল্পনা অব্যাহতই রয়েছে পশ্চিমবঙ্গের রাজনীতিতে। মঙ্গলবার ছেলের সঙ্গে মনোমালিন্য হওয়ার পর দিল্লি চলে গিয়েছেন কৃষ্ণনগর উত্তরের বিধায়ক। এরপর সেখান থেকে সংবাদমাধ্যমের সামনে দিলেন ইঙ্গিতপূর্ণ বার্তা।

মঙ্গলবার রাতে মুকুল রায় বলেন, ‘‘শরীর ভালো ছিল না বলে কিছু দিন পুরো মাত্রায় রাজনীতি করতে পারিনি। এখন শরীরটা সুস্থ হয়েছে। অমিত শাহজি, নড্ডাজি’র সঙ্গে কথা বলব। বিজেপি করব কি না, এখনও ঠিক করিনি। সে রকম হলে বিজেপি করব আবার।’ কৈলাস বিজয়বর্গীয়ই তাঁকে দিল্লিতে থাকতে সাহায্য করছেন বলে জানিয়েছেন বঙ্গের বিধায়ক। 

এদিকে মুকুল রায় বাড়ি থেকে বেরোনোর পর থেকেই ছেলে শুভ্রাংশু রায়ের সঙ্গে কোনওরকম যোগাযোগ রাখছেন না বলে জানিয়েছেন শুভ্রাংশু। তাঁর বাবাকে অপহরণ করা হয়ে থাকতে পারে বলেও বিমানবন্দর থানার দ্বারস্থ হয়েছেন তিনি। সংবাদমাধ্যমকে তিনি জানান, ‘আমি বলতে পারি না বাবা উন্মাদ। কিন্তু তাঁর মানসিক পরিস্থিতি ঠিক নেই। পারকিনসন্স, ডিমেনশিয়া রয়েছে। এই অবস্থায় আমাকে না জানিয়ে দুই সঙ্গীকে নিয়ে দিল্লি গিয়েছেন বাবা।’ তিনি আরও বলেন, ’অসুস্থ মানুষকে নিয়ে রাজনীতি করা ঠিক নয়। অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বদনাম করার জন্য রাজনীতি করা হচ্ছে। মুখ্যমন্ত্রী ফোন করে খোঁজ নিয়েছেন।’

ছেলের উদ্বেগ প্রসঙ্গে মুকুল রায় বলেন, ‘বাড়িতে, পরিবারে না জানিয়েই কখনও কখনও বেরিয়ে আসতে হয়! বাড়ি থেকে বেরোলেই কেউ যদি নিখোঁজের ডায়েরি করে দেয়, তা হলে কী করা যাবে? ছেলের সঙ্গে তো সোমবার সন্ধ্যাতেই ফোনে কথা হয়েছে।’ অপরদিকে, ছেলে শুভ্রাংশু রায় তৃণমূলেই রয়েছে বলে মুকুলের বক্তব্য, ‘এখন যা পরিস্থিতি, নিজের জন্য, পরিবারের জন্য শুভ্রাংশুরও বিজেপি করা উচিত।’

আরও পড়ুন- 
কলকাতার রাস্তায় স্বমহিমায় ফিরে আসছে ট্রাম, কুড়ি বছর পর ৪৪ জন চালক নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ
Rape Case: ছোট্ট শিশুকন্যাকে ধর্ষণ করল প্রথম শ্রেণীর শিশু, উত্তরপ্রদেশের ঘটনায় স্তম্ভিত পুলিশকর্তারা

অনুব্রত মণ্ডলের 'অনুগত' জীবনকৃষ্ণ কলেজজীবন থেকেই ছিলেন তৃণমূলে, স্ত্রীও হয়েছিলেন প্রাইমারি স্কুলের শিক্ষিকা

Latest Videos

Share this article
click me!

Latest Videos

'খাদান দেখতে গিয়ে ভুলেও এই কাজটি করবেন না' ফ্যানেদের কাছে কী অনুরোধ করলেন দেব? Deepak Adhikari
জনসংযোগে বেরিয়ে ড্রেনে পরে গেলেন তৃণমূল বিধায়ক Asit Majumdar, চিড় ধরেছে বা পায়ে
Mamata Banerjee Live: অ্যালেন পার্কে ক্রিসমাস ফেস্টিভ্যালের উদ্বোধনে মমতা, দেখুন সরাসরি
‘Mamata Banerjee-কে জেলে পাঠানো দরকার’ মমতাকে ফের তোপ Suvendu Adhikari-র! দেখুন কী বললেন
লুকিয়ে আছে বাঘ, আতঙ্কে গোটা গ্রাম | Kultali #shorts #shortsvideo #viralshorts #sundarban #tiger