বাংলাদেশ লাগোয়া সীমান্তে ভয়াবহ বিস্ফোরণ! ছাদ ফুঁড়ে বেরিয়ে এল ৩ জন! ঘটনাস্থলেই মৃত্যু

Published : Dec 09, 2024, 01:03 PM IST
West Bengal  crude bomb blast

সংক্ষিপ্ত

মুর্শিদাবাদে গোপনে বোমা তৈরির সময় ভয়াবহ বিস্ফোরণে তিন জনের মৃত্যু। প্রাথমিক তদন্তে নেশার কারবারের সঙ্গে জড়িত থাকার সন্দেহ।

মুর্শিদাবাদ জেলায় বোমা বিস্ফোরণে তিনজনের মৃত্যু হয়েছে এবং আরও অনেকে আহত হয়েছেন। পুলিশ সোমবার এই ঘটনার তথ্য দিয়েছে। একটি বাড়িতে গোপনে দেশি বোমা তৈরি করা হচ্ছিল, সেই সময় বিস্ফোরণ ঘটে। বিস্ফোরণের তীব্রতা এতটাই বেশি যে ভেঙে গিয়েছে বাড়ি। প্রাথমিক তদন্তে অনুমান, বোমা বাঁধতে গিয়েই বিস্ফোরণ হয়েছে।

স্থানীয় বাসিন্দাদের সূত্রে জানা গিয়েছে, মৃতদের নাম মামুন মোল্লা, সাকিরুল সরকার ও মুস্তাকিন সেখ। এদের মধ্যে মুস্তাকিন সেখের বাড়ি মাহাতাব কলোনী এলাকায়। মামুন মোল্লা এবং সাবিরুল সরকার বাড়ি খয়েরতলা এলাকায়। আহতরা পুলিশের ভয়ে পালিয়ে গেছে। একজন স্থানীয় পুলিশ কর্মকর্তা জানিয়েছেন যে বিস্ফোরণটি মামুনের বাড়িতে হয়েছিল, যেখানে তারা দেশি বোমা তৈরি করছিল। বিস্ফোরণটি এতটাই শক্তিশালী ছিল যে বাড়ির ছাদ সম্পূর্ণ ধ্বংস হয়ে গেছে। ঘটনার তদন্ত করা হচ্ছে এবং আহতদের খোঁজ করা হচ্ছে।

এদিকে, মুর্শিদাবাদের জলঙ্গির এই এলাকা বাংলাদেশ সীমান্ত লাগোয়া। বর্তমান পরিস্থিতিতে যেমন অনুপ্রবেশের আশঙ্কা বেড়েছে, তেমনই এই বিস্ফোরণকে ঘিরেও চাঞ্চল্য ছড়িয়েছে। এর পিছনে অন্য কোনও উদ্দেশ্য ছিল কি না, তা খতিয়ে দেখছে পুলিশ।

নেশার কারবারে জড়িত ছিল মৃত তিনজন

প্রাথমিক তদন্তে জানা গেছে যে মৃত তিনজন নেশার কারবারে জড়িত ছিল। বিস্ফোরণের শব্দ শুনে আশেপাশের লোকজন জড়ো হয়। গুরুতর আহত মামুন মোল্লা এবং সাকিরুল সরকারকে মুর্শিদাবাদ মেডিকেল কলেজ ও হাসপাতালে নেওয়ার চেষ্টা করা হলেও উভয়ের রাস্তায় মৃত্যু হয়। এলাকায় পর্যাপ্ত পুলিশ বল মোতায়েন করা হয়েছে। বোমা নিষ্ক্রিয়কারী দল বিস্ফোরণস্থলে তদন্ত করেছে।

PREV
click me!

Recommended Stories

Mamata Banerjee: ‘তৃণমূল বিজেপির কাছে মাথা নত করে না!’ কোচবিহারে রণহুংকার মমতার
BJP News: নিউটাউনে তৃণমূলের বাড়ল অস্বস্তি! গেরুয়া শিবিরে দুই নেতা-কর্মীর যোগদান