হোটেলে ডেকে মাদক খাইয়ে ধর্ষণ এবং হুমকি প্রেমিকাকে! বেপাত্তা মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজের ডাক্তার

খোদ চিকিৎসকের বিরুদ্ধে এবার ধর্ষণের অভিযোগ উঠল।

জানা গেছে, প্রথমে হোটেলে ডেকে বেহুঁশ করে ধর্ষণ করেন নিজের প্রেমিকাকে। তারপর মুখ বন্ধ রাখার জন্য হুমকি দিয়ে খুনের চেষ্টাও করেন বলে অভিযোগ করেছেন সেই তরুণী। কিন্তু পুলিশে অভিযোগ দায়ের হতেই বেপাত্তা মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজের সিনিয়র রেসিডেন্ট সেই চিকিৎসক। আপাতত তাঁর খোঁজ চলছে।

পুলিশ সূত্রে জানা যাচ্ছে, এই ঘটনায় অভিযুক্ত মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালের সিনিয়র একজন রেসিডেন্ট চিকিৎসক। তাঁর বাড়ি মূলত বেলঘরিয়া এলাকায় হলেও, তিনি চাকরিসূত্রে আসলে বহরমপুর শহরে থাকেন। জানা যাচ্ছে, গত ৮ অক্টোবর বহরমপুরের এক নামী হোটেলে ডেকে পানীয়র সঙ্গে মাদক মিশিয়ে খাইয়ে কলকাতার এক যুবতীকে ধর্ষণ করেন সেই চিকিৎসক।

Latest Videos

তারপর আবার চলতি মাসের ২ তারিখে হোটেলে ডেকে মুখ বন্ধ রাখারও হুমকি দেয় বলেও পুলিশ জানতে পেরেছে। তরুণী তাতে রাজি না হওয়ায় খুনের চেষ্টা করা হয় বলেও অভিযোগ উঠেছে সেই চিকিৎসকের বিরুদ্ধে। এরপর সোমবার রাতে বহরমপুর থানায় অভিযোগ দায়ের করেন ওই যুবতী।

জেলা পুলিশের এক আধিকারিক জানিয়েছেন, “আমরা যে অভিযোগ পেয়েছি, তা খতিয়ে দেখছি। অভিযোগকারিণী তাঁর অভিযোগে যে হোটেলের কথা উল্লেখ করেছেন, সেখানকার সিসিটিভি ফুটেজ সংগ্রহ করার চেষ্টা চলছে আপাতত। সেইসঙ্গে, ওই চিকিৎসকের বিরুদ্ধে আমরা ইতিমধ্যেই খোঁজখবর শুরু করে দিয়েছি। তাঁর বিরুদ্ধে ভারতীয় ন্যায় সংহিতায় ৬৪, ১২৩, ১১৫ (২), ১০৯ (১), ৩০৩(২) ও ৩৫১ (২) ধারায় মামলা রুজু করা হয়েছে। আপাতত মেডিক্যাল কলেজে উনি ডিউটিতে আসছেন না বলেই জানা গেছে। তবে অভিযুক্তকে গ্রেফতার করার জন্য বিভিন্ন জায়গায় তল্লাশি শুরু করে দিয়েছি আমরা।”

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

Share this article
click me!

Latest Videos

বড় সাজা! নাকি...আজ সঞ্জয়ের কথা শুনবেন বিচারক, উঠে আসতে পারে চাঞ্চল্যকর কিছু? | RG Kar News Today
দোষী সঞ্জয় রায়কে যাবজ্জীবন কারাদণ্ড সাজা দিলেন বিচারক | RG Kar case verdict today | Sanjay Roy
'ছেলেকে শুধু ডাক্তার-ইঞ্জিনিয়ার বানালেই হবে না, কট্টর হিন্দু তৈরি করুন' | Sukanta Majumdar | News
Suvendu Adhikari : ভিনরাজ্যে আলু পাচারের অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে, দেখুন কী বলছেন শুভেন্দু অধিকারী
Rashifal Today : সোমবার সারাদিন কেমন কাটবে আপনার! দেখুন আজকের রাশিফল