কপালে তিলক, গলায় কণ্ঠি পরে স্কুলে যাওয়ায় বিপত্তি! ছাত্রীর সঙ্গে যা হল, ভাবতে পারবেন না

Published : Jun 15, 2024, 10:27 AM IST
girl military school 4

সংক্ষিপ্ত

কপালে তিলক, গলায় কণ্ঠি পরে স্কুলে যাওয়ায় বিপত্তি! ছাত্রীর সঙ্গে যা হল, ভাবতে পারবেন না

কপালে লম্বা তিলক!গলায় কণ্ঠি। তা দেখে রেগে আগুন মুর্শিদাবাদের রঘুনাথগঞ্জের প্রধান শিক্ষিকা। কণ্ঠি পরে, তিলক কেটে স্কুলে আসতে মানা করা হয় ছাত্রীকে। তা নিয়ে শুক্রবার তুলকালাম শুরু হয় স্কুল চত্বরে। বিদ্যালয়ের সামনে খোর, করতাল বাজিয়ে বিক্ষোভ দেখান ইসকনের কয়েকশো সদস্য। পরে ছাত্রীকে তিলক আর কণ্ঠি পরে আসতে অনুমতি দেন স্কুল কর্তৃপক্ষ।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মুর্শিদাবাদের রঘুনাথগঞ্জ উচ্চ বালিকা বিদ্যালয়ের অষ্টম শ্রেনীর ছাত্রী অনু মণ্ডল। কপালে তিলক ও গলায় কণ্ঠি পরে স্কুলে যেতে মানা করেছিলেন বেশ কয়েকজন শিক্ষিকা।

শিক্ষিকাদের মতে মাথায় তিলক কেটে গলায় কণ্ঠি পরে এলে তা একেবারেই স্কুল ড্রেসের সঙ্গে মানানসই নয়। কিন্তু ফের গলায় কণ্ঠি পরে স্কুলে আসে অনু। তাই বকাবকিও করা হয় তাকে। শিক্ষিকারা যাতে বাড়ির লোকের সঙ্গে কথা বলেন, তাও দাবি করেন ওই ছাত্রী কিন্তু উলটে তাকে ভয় দেখান হয়। এরপরেই সূত্রপাত হয় বিক্ষোভের।

এ প্রসঙ্গে গোবিন্দ দাস নামের এক বিক্ষোভকারী জানান, "ল কর্তৃপক্ষের সঙ্গে শান্তিপূর্ণভাবে আলোচনার পর সমস্যা মিটে গেছে। অনু এবার থেকে নিয়মিতভাবে তিলক কেটে এবং গলায় কণ্ঠি পরে স্কুলে যেতে পারবে" ।‌

PREV
click me!

Recommended Stories

West Bengal SIR News: SIR-এর আবহে ভয়ংকর ছবি! আবর্জনার বস্তা খুলতেই বেরোল একরাশ ভোটার কার্ড
DA মামলার রায় এই ডিসেম্বরেই? নাকি অপেক্ষা জানুয়ারি পর্যন্ত, সুপ্রিম কোর্টের রায় নিয়ে বড় আপডেট