"হিন্দু ভাইরা এক হয়ে যান, তবেই এই চোর সরকারকে বাংলাদেশে তাড়াতে পারব" তৃণমূলের বিরুদ্ধে ক্ষোভে ফেটে পড়লেন সংখ্যালঘুরা

Published : Apr 21, 2025, 06:19 PM ISTUpdated : Apr 21, 2025, 06:21 PM IST
Murshidabad clash

সংক্ষিপ্ত

ওয়াকফ বোর্ড ইস্যুতে মমতা সরকারের বিরুদ্ধে রাস্তায় নেমে বিক্ষোভ করেছেন সংখ্যালঘু আন্দোলনকারীরা। তারা মমতা সরকারকে 'চোর সরকার' আখ্যা দিয়ে হিন্দু-মুসলিম ঐক্যের আহ্বান জানিয়েছেন এবং বাংলাদেশের পতাকা তোলার জন্য সমালোচনা করেছেন।

এদিন রাস্তায় আন্দোলনে নেমে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরোধীতা করেছেন একাধিক সংখ্যালঘু আন্দোলনকারী। তাঁরা বলেছেন, “ওয়াকফ বোর্ড নিয়ে খেলা করছে মমতা সরকার!পার্লামেন্টে কিছু বলল না এখানে আবার রাজনীতি দেখাচ্ছে। আমাদের দেশের খায়, আমাদের দেশে পরে আবার পতাকা তোলার সময় বাংলাদেশের পতাকা তোলে। এদের এখান থেকে বের করে দেওয়া উচিত। হিন্দু মুসলিম করছে কে করছে? এই চোর সরকার করছে আমি আমার হিন্দু ভায়েদের হাত জোড় করে বলছি সব এক হয়ে যান। ৭৮ শতাংশ ভোট এক হলে তবেই আমরা এই চোর সরকারকে বাংলাদেশে তাড়াতে পারব।”

অন্যদিকে আরও একজন বিজেপির প্রতিনিধি বলেন, “মমতা বন্দ্যোপাধ্যায় সাপকে দুধ খাওয়াচ্ছে আর ওই সাপই আমাদের কামড়াচ্ছে। মুসলমানদের কোনও লাভ হয়নি। মানুষকে হত্যা করছে, হিন্দু মুসলিম করছে কে করছে? এই চোর সরকার করছে। ওয়াকফে গরীব মুসলমানদের কোনও লাভ হয়নি। কিন্তু ওয়াকফের বিরোধীতা করতে হলে পার্লামেন্টে করুন। এখানে রাজনীতি করছেন। এখানে একজন হিন্দুকেও কেন মরতে হবে? ওইসব ওয়াকফ কিছু নয়, মমতা দিদি মানুষের জীবন নিয়ে খেলা করছে, রাজনীতি করছে। এখানে মেয়েদের সুরক্ষা নেই, মেয়েদের সুরক্ষা নেই। এই দেশের খেয়ে এই দেশে থেকে যারা পাকিস্তানের পতাকা ওড়ায় তারা সব থেকে বড় বিশ্বাসঘাতক। এদের দেশ থেকে বের করে দেওয়া উচিত। ওয়াকফ বোর্ড তো একটা বাহানা দিদির শুধু বাংলায় দাঙ্গা করানোর দরকার।” 

PREV
click me!

Recommended Stories

Samik Bhattacharya: ‘SIR বন্ধ করে দিন তবুও ২০২৬-এ তৃণমূল হারবে!’ চ্যালেঞ্জ শমীকের
এই বাংলাতেই কেন বাবরি মসজিদ? তৃণমূলের গভীর 'গেম প্ল্যান'? কী বললেন শুভেন্দু, অধীর, সুজন, শুভঙ্কর?