চলছে দুয়ারে সরকার, এই কয়টি নথি না নিয়ে গেলে মিলবে না লক্ষ্মীর ভাণ্ডারের ফর্ম, জেনে নিন কী কী

Published : Jan 27, 2025, 05:02 PM IST

মমতা সরকারের লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে ২৫ থেকে ৬০ বছর বয়সী মহিলারা আর্থিক সহায়তা পাচ্ছেন। দুয়ারে সরকার ক্যাম্পে আবেদনের জন্য আধার কার্ড, রঙিন ছবি, ব্যাঙ্কের প্রথম পাতার জেরক্স/ক্যান্সেল চেক এবং KYC সম্পন্ন সিঙ্গেল অ্যাকাউন্ট প্রয়োজন।

PREV
112

মমতা সরকার নিয়ে এসেছে একাধিক সমাজ সেবা মূলক প্রকল্প। এই সকল প্রকল্পের সুবিধা পাচ্ছেন সকল রাজ্যবাসী।

212

বর্তমানে চলছে দুয়ারে সরকার ক্যাম্প। মমতা সরকারের বিভিন্ন প্রকল্পের সুবিধা যাতে সকলে নিতে পারে তার জন্য চালু হয়েছে দুয়ারে সরকার।

312

দুয়ারে সরকার থেকে আপনি লক্ষ্মীর ভাণ্ডারের জন্য আবেদন করতে পারবেন। তার জন্য প্রয়োজন কয়টি নথি।

412

এ রাজ্যের ২৫ থেকে ৬০ বছর বয়সী মহিলারা পাচ্ছেন লক্ষ্মীর ভাণ্ডার।

512

মাসে মাসে ১০০০ টাকা করে পেয়ে থাকেন সাধারণ জাতির মহিলারা। আর তপশিলি মহিলারা পান ১২০০ টাকা করে।

612

লক্ষ্মীর ভাণ্ডারের জন্য আবেদন করতে গেলে দরকার আধার কার্ড নম্বর। জমা দিতে হবে আধার কার্ডের জেরক্স।

712

তেমনই প্রয়োজন স্বাস্থ সাথী কার্ডের জেরক্স। আপনার যদি এই কার্ড না থাকে তাহলে কোনও সমস্যা নেই। এই কার্ড ছাড়াও আবেদন করা যায় লক্ষ্মীর ভাণ্ডারের জন্য।

812

প্রয়োজন আপনার একটি রঙিন ফোটো। সেটি ফর্মের ওপর আটকে দিতে হবে।

912

প্রয়োজন ব্যাঙ্কের প্রথম পাতার জেরক্স কিংবা ক্যান্সেল চেক।

1012

লক্ষ্মীর ভাণ্ডারের জন্য আবেদন করতে গেলে থাকতে হবে সিঙ্গেল অ্যাকাউন্ট। সেই অ্যাকাউন্টে যেন মোবাইল নম্বর এবং আধার লিঙ্ক করা থাকে সে বিষয় দেখে নিন।

1112

সেই অ্যাকাউন্টে KYC জমা দেওয়া থাকতে হবে। তা না হলে আবেদন বাতিল হয়ে যাবে।

1212

আপনি যদি SC/ST হন তাহলে আপনাকে তার সার্টিফিকেট জমা দিতে হবে।

click me!

Recommended Stories