দুয়ারে সরকারে চালু করা হল পড়ুয়াদের জন্য একাধিক প্রকল্প! দুর্দান্ত সুবিধা মিলবে, আবেদন করুন আজই

২৪ জানুয়ারি, শুক্রবার রাজ্যে শুরু হয়েছে নবম দুয়ারে সরকার শিবির। আর এই শিবিরে মিলছে লক্ষ্মীর ভাণ্ডার ও স্বাস্থ্যসাথীর মতোই আরও ৩৭টি প্রকল্পের সুবিধা! এখানে পড়ুয়াদের জন্যও একাধিক প্রকল্প চালু করা হচ্ছে।

Parna Sengupta | Published : Jan 27, 2025 4:27 PM
110

প্রায় এক বছর পর রাজ্যে শুরু হয়েছে দুয়ারে সরকার কর্মসূচি। চলবে ১ ফেব্রুয়ারি পর্যন্ত।

210

বিভিন্ন এলাকায় ক্যাম্প চালিয়ে মোট ৩৭টি প্রকল্পের সুবিধার জন্য আবেদন জমা নেওয়া হচ্ছে।

310

গোটা রাজ্য জুড়ে ব্লকে ব্লকে এই প্রস্তুতি নেওয়া হয়েছে। জানা গিয়েছে, নবম দুয়ারে সরকার শিবিরে পড়ুয়াদের জন্যও থাকছে একাধিক প্রকল্পের সুবিধা।

410

বাংলার মানুষদের জন্য দুর্দান্ত ঘোষণা মমতা বন্দ্যোপাধ্যায়ের। কীভাবে পড়ুয়াদের জন্য আবেদন করবেন, জেনে নিন।

510

অনলাইন মাধ্যমে খুব সহজেই ক্যাম্পের আয়োজন স্থলের খোঁজ পেয়ে যাবেন। অনলাইনে ক্যাম্পের লোকেশন জানার জন্য গুগলে গিয়ে আপনাকে প্রথমে দুয়ারে সরকারের অফিসিয়াল পোর্টালে ভিজিট করতে হবে।

610

এরপর সেখান থেকে সিলেক্ট করুন ‘ফাইন্ড ইয়োর ক্যাম্প’ অপশন। এবার আপনার জেলা, আপনার ব্লক ও গ্রাম পঞ্চায়েতের নাম নির্বাচন করুন। এরপরেই জানতে পারবেন আপনার এলাকায় ক্যাম্প হচ্ছে কি না।

710

রাজ্য সরকারের পক্ষ থেকে একাধিক প্রকল্প চালানো হচ্ছে। পড়ুয়া, বাড়ির মহিলা, কৃষক থেকে শুরু করে সমাজের সকল স্তরের মানুষদের জন্য রয়েছে প্রকল্প।

810

কিন্তু সব প্রকল্প সবার জন্য নয়। সুতরাং ক্যাম্পে যাওয়ার আগে এটা জেনে নেওয়া দরকার কোন প্রকল্প কার জন্য।

910

সাধারণ নাগরিকদের জন্য কী কী প্রকল্প?

১) কাস্ট সার্টিফিকেট (SC,ST & OBC) ২) আধার কার্ড ৩) খাদ্য সাথী (রেশন কার্ড) ৪) স্বাস্থ্য সাথী ৫) প্রতিবন্ধী সার্টিফিকেট ৬) ইলেকট্রিসিটি নতুন কানেকশন ৭) ইলেকট্রিসিটি বিল পেমেন্ট ছাড় (Electricity Waiver) ৮) তপশিলি বন্ধু প্রকল্প ৯) জয় জোহার প্রকল্প ১০) লক্ষীর ভান্ডার প্রকল্প ১১) বিধবা ভাতা ১২) বার্ধক্য ভাতা ১৩) উদয়ন পোর্টাল রেজিস্ট্রেশন ১৪) Artisan/ Weaver Registration ১৫) SHG Credit Linkage ১৬) সামাজিক সুরক্ষা যোজনা ১৭) Registration of Migrant Workers।

1010

ছাত্র-ছাত্রীদের জন্য কী কী সুবিধা থাকছে?

১) মেধাশ্রী প্রকল্প ২) শিক্ষাশ্রী প্রকল্প ৩) কন্যাশ্রী প্রকল্প ৪) রুপশ্রী প্রকল্প ৫) স্টুডেন্ট ক্রেডিট কার্ড ৬) ঐকশ্রী স্কলারশিপ ৭) ভবিষ্যৎ ক্রেডিট কার্ড

Share this Photo Gallery
click me!

Latest Videos

Recommended Photos