সাধারণ নাগরিকদের জন্য কী কী প্রকল্প?
১) কাস্ট সার্টিফিকেট (SC,ST & OBC) ২) আধার কার্ড ৩) খাদ্য সাথী (রেশন কার্ড) ৪) স্বাস্থ্য সাথী ৫) প্রতিবন্ধী সার্টিফিকেট ৬) ইলেকট্রিসিটি নতুন কানেকশন ৭) ইলেকট্রিসিটি বিল পেমেন্ট ছাড় (Electricity Waiver) ৮) তপশিলি বন্ধু প্রকল্প ৯) জয় জোহার প্রকল্প ১০) লক্ষীর ভান্ডার প্রকল্প ১১) বিধবা ভাতা ১২) বার্ধক্য ভাতা ১৩) উদয়ন পোর্টাল রেজিস্ট্রেশন ১৪) Artisan/ Weaver Registration ১৫) SHG Credit Linkage ১৬) সামাজিক সুরক্ষা যোজনা ১৭) Registration of Migrant Workers।