পূবের আকাশে রহস্যময় আলো, কলকাতা থেকে জেলায় অদ্ভুত দৃশ্যের সাক্ষী থাকলেন রাজ্যবাসী

Published : Dec 15, 2022, 07:42 PM ISTUpdated : Dec 15, 2022, 07:43 PM IST
Space

সংক্ষিপ্ত

কলকাতা-সহ একাধিক জেলায় এই আলো দেখা গিয়েছে। প্রত্যক্ষ দর্শিরা জানাচ্ছেন খুব জোড়ালো না হলেও বেশ স্পষ্ট ছিল আলোটি।

বৃহস্পতিবার সন্ধ্যার আকাশে অদ্ভুত আলোর ঝল দেখল রাজ্যবাসী। সন্ধেবেলা হঠাৎই আকাশের পূবদিকে এক রহস্যময় আলোর ঝলক দেখে হতবাক গোটা রাজ্য। মিনিট খানেক আকাশে স্থায়ী হইয়ে মিলিয়টে যায় আলোটি। কীসের ওই আলো? ঘটনা ঘিরে ক্রমেই কৌতুহল বাড়তে থাকে সাধারণ মানুষের মধ্যে। উল্লেখ্য কলকাতা-সহ একাধিক জেলায় এই আলো দেখা গিয়েছে। প্রত্যক্ষ দর্শিরা জানাচ্ছেন খুব জোড়ালো না হলেও বেশ স্পষ্ট ছিল আলোটি। বৃহস্পতিবার সন্ধ্যা ৫ টা ৫০ মিনিট নাগাদ পূর্বদিকের আকাশে এই আলো দেখা যায়। কলকাতার পাশাপাশি একাধিক জেলা থেকেও একই দৃশ্য দেখা গিয়েছে। বাঁকুড়া, দুই মেদিনীপুর, দুই ২৪ পরগনা, হাওড়া, হুগলি, ঝাড়গ্রাম ছাড়াও উত্তরবঙ্গেরও বেশ কিছু জেলা থেকে এই আলো দেখতে পেয়েছেন সাধারণ মানুষ।

প্রত্যক্ষদর্শীদের দাবি অনুয়ায়ী মিনিট খানেক স্থায়ী হওয়ার পর মিলিয়ে যায় আলোটি। একটি নির্দিষ্ট গতিপথে আলোটিকে ছুটতে দেখা গিয়েছে বলেও জানা যাচ্ছে। কিন্তু মাঝ আকাশে আচমকা কোথা থেকে এল এই আলো? বিজ্ঞানীরা একাধিক সম্ভাবনার কথা জানাচ্ছেন। উল্কাবৃষ্টি হলেও এই ধরনের ঘটনা ঘটে বলে জানাচ্ছেন জ্যোতির্বিজ্ঞানীরা। তবে সেই ঘটনা কখনই সন্ধেবেলা ঘটে না। আকারে বড় হওয়ায় জেমিনিড শাওয়ার সম্ভাবনা নেই। তবে রকেটের কোনও অংশ হলেও হতে পারে বলে জানাচ্ছেন বিজ্ঞানীরা। তবে এই আলো ঠিক কীসের সেবিষয় স্পষ্ট করে এখনও কিছু জানা যায়নি।

PREV
click me!

Recommended Stories

LIVE NEWS UPDATE: কবে থেকে কার্যকর হবে অষ্টম বেতন কমিশন? রিপোর্ট নিয়ে সামনে এল বড় তথ্য
শেষ হল এনুমারেশন ফর্মের কাজ, ভোটার তালিকা থেকে বাদ পড়লেন কতজন? রইল নয়া আপডেট