শেখ শাহজাহানের ঘনিষ্ট ম্যানেজারের মৃত্যু ঘিরে রহস্য দানা বাঁধছে, খুন বলেই দাবি পরিবারের

Published : Dec 10, 2025, 05:02 PM IST
Mystery surrounds death of Sheikh Shahjahan close manager on Basanti Highway

সংক্ষিপ্ত

দুর্ঘটনায় মৃত্যু নিয়ে বাড়ছে রহস্য। সূত্রের খবর ২০২২ সালে শেখ শাহজাহানের সঙ্গে ব্যবসায়ী ভোলা ঘোষের মাছের ব্যাবসা নিয়ে প্রায় কুড়ি লক্ষ টাকার চেক দিয়েছিল ভোলা ঘোষ। চেক বাউন্স হয়ে যাওয়ার পরে বসিরহাট মহকুমা আদালতে  মামলা করেন ব্যবসায়ী ভোলা 

সন্দেশখালির বয়ারমারি এলাকায় বাসন্তী রোডের উপরে মর্মান্তিক দুর্ঘটনায় মৃত দুই। প্রথমে আশঙ্কাজনক অবস্থায় কলকাতা একটি বেসরকারি নার্সিংহোমে ভর্তি করা হয়েছিল। তারপর মৃত্যু হয়। উত্তর ২৪ পরগনা জেলার বসিরহাট মহকুমার ন্যাজাট থানার বয়ারমারি এলাকার ঘটনা। একটি চার চাকা গাড়ি বাসন্তী রোড ধরে যাওয়ার সময় উল্টো দিক দিয়ে আসা একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। ঘটনাস্থলেই মৃত্যু হয় দুজনের । আরো একজন এর অবস্থা আশঙ্কাজনক হওয়ায় প্রথমে মিনাখাঁ হাসপাতাল তারপরে কলকাতায় স্থানান্তরিত করেছে ।

ঘটনাস্থলে ন্যাজাট থানার পুলিশ।

দুর্ঘটনায় মৃত্যু নিয়ে বাড়ছে রহস্য। সূত্রের খবর ২০২২ সালে শেখ শাহজাহানের সঙ্গে ব্যবসায়ী ভোলা ঘোষের মাছের ব্যাবসা নিয়ে প্রায় কুড়ি লক্ষ টাকার চেক দিয়েছিল ভোলা ঘোষ। চেক বাউন্স হয়ে যাওয়ার পরে বসিরহাট মহকুমা আদালতে শেখ শাহজাহান মামলা করেন ব্যবসায়ী ভোলা, সেই মামলায় আজ বসিরহাট মহকুমা আদালতে হেয়ারিং এর জন্য আসার কথা ছিল ভোলার আসার কথা ছিল, ভোলা ঘোষ তার ছেলে সত্যজিৎ ঘোষ এবং ওর চালক শাহানুর মোল্লা। বসিরহাট মহকুমা আদালতের দিকে রওনা দিয়েছিলেন সেই সময় বাসন্তী হাইওয়ের বয়ারমারি এলাকায় মালঞ্চ থেকে ধামাখালীর দিকে খালি ট্রাক যাচ্ছিল সেই সময় তাঁদের চার চাকা গাড়িতে মারে ঘটনাস্থলেই মৃত্যু হয় ভোলা ঘোষের ছেলে সত্যজিৎ ঘোষ গাড়ির চালক সাহানুর মোল্লা।

মূল ব্যবসায়ী ভোলা ঘোষ এর অবস্থা আশঙ্কজনক প্রথমে তাকে প্রথমে মিনাখাঁ গ্রামীণ হাসপাতালে নিয়ে গেলে অবস্থা গুরুতর থাকায় কলকাতায় নিয়ে যাওয়া হয়েছে। এই দুর্ঘটনা নিয়ে রহস্য দানা বেঁধেছে অর্থাৎ শেখ শাহজাহানের সাক্ষীকে পরিকল্পনা করে খুনের চেষ্টা নয় তো? বাড়ছে রহস্য ইতিমধ্যে গোটা ঘটনার পূর্ণাঙ্গ তদন্তশুরু করেছে ন্যাজাট থানার পুলিশ, পাশাপাশি ঘাতক ট্রাক চালকে আটক করে জিজ্ঞাসাবাদ শুরু করেছে পুলিশ। ভোলা ঘোষ কলকাতার একটি বেসরকারি নার্সিংহোমে চিকিৎসাধীন। ইতিমধ্যে ভোলা ঘোষের ছেলে বিশ্বজিৎ মন্ডল বলেন এখানকার সন্দেশখালি ১ নম্বর ব্লকের পঞ্চায়েত সমিতির সভাপতি সবিতা রায় ও সহ-সভাপতি মুসলিম শেখ চক্রান্ত করে আমার বাবাকে মারার চেষ্টা করছিল। আমার ভাইকে মেরে দিল এরা এখানে আতঙ্ক ছড়াচ্ছে ভোলা ঘোষের আইনজীবী কালীচরণ মন্ডল বলেন প্রথম এডিজি কেস দ্বিতীয় এডিজিতে আসে আজকে তার শুনানি ছিল সেখানে ভোলা ঘোষেরা আসার কথা ছিল।

 

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

২০২৬-এ কমে যাবে স্কুলের গরমের ছুটি? জানুন কতদিন ছুটিতে কাঁচি চালাল মধ্যশিক্ষা পর্ষদ
Adhir Ranjan Chowdhury: গীতাপাঠের অনুষ্ঠানে চিকেন প্য়াটিস বিক্রেতাকে মারধর! কী প্রতিক্রিয়া অধীরের