শরীরের বাঁ দিকে আঁচড়ের দাগ! ঠিক কী কারণে মৃত্যু দিলীপ ঘোষের সৎছেলে সৃঞ্জয় দাশগুপ্তর- বাড়ছে রহস্য

Published : May 13, 2025, 07:58 PM IST

মঙ্গলবার রহস্যজনকভাবে মৃত্যু হয় দিলীপ ঘোষ ও রিঙ্কু মজুমদারের সৎছেলে সৃঞ্জয় দাশগুপ্তের। ফ্ল্যাট থেকেই উদ্ধার হয় দেহ।

PREV
110
দিলীপ ঘোষের সৎছেলের মৃত্যু

মঙ্গলবার রহস্যজনকভাবে মৃত্যু হয় দিলীপ ঘোষ ও রিঙ্কু মজুমদারের সৎছেলে সৃঞ্জয় দাশগুপ্তের। ফ্ল্যাট থেকেই উদ্ধার হয় দেহ।

210
বিয়ের পরই ছেলের মৃত্যুর

দিলীপ ঘোষ ও রিঙ্কু মজুমদারের বিয়ের মাত্র ২৫ দিনের মাথায় ঘটে গেল অঘটন।

310
মৃত্যু ঘিরে রহস্য

সৃঞ্জয় দাশগুপ্তের মৃত্যু ঘিরে তৈরি হয়েছে রহস্য। কী কারণে মৃত্যু তা নিয়ে ধোঁয়াসা রয়েছে তদন্তকারীদের মধ্যে।

410
রাতে পার্টি

স্থানীয় সূত্রের খবর সঞ্জয়ের বাড়িতে পার্টি চলছিল। গভীর রাতেও সেখানে অনেকে আসেন।

510
সকালে উদ্ধার দেহ

মঙ্গলবার সকালে ফ্ল্যাট থেকেই উদ্ধর হয় দেহ। ফ্ল্যাটের যে ঘরে সৃঞ্জয় থাকতেন সেখান থেকেই দেহ পাওয়া যায় - পুলিশ সূত্রের খবর।

610
সৃঞ্জয়ের বান্ধবী!

স্থানীয় সূত্রের খবর ফ্ল্যাটে পার্টির সময় ছিলেন ৩ জন। যাদের মধ্যে একজন সৃঞ্জয়ের বান্ধবী। তাঁকে তাঁর ফ্ল্যাটে একাধিকবার আসা যাওয়া করতে দেখেছেন স্থানীয়রা।

710
সম্পর্ক

সৃঞ্জয়ের সঙ্গে তার বিয়ে হয়ে গিয়েও থাকতে পারে বলে স্থানীয়দের অনেকের অনুমান। তবে এই বিষয়ে কেউ স্পষ্ট তথ্য দিতে পারেননি।

810
শরীরে আঁচড়ের দাগ

প্রাথমিক তদন্তে পুলিশ সৃঞ্জয়ের শরীরে আঁচড়ের দাগ পেয়েছে। বাঁ দিকেই ছিল দাগ। কীভাবে আঁচড় লাগত তাও খচিয়ে দেখছে।

910
খুন না আত্মহত্যা!

পুলিশ এখনও ধন্দে রয়েছে এটি খুন না আত্মহত্যা - তা নিয়ে। প্রাথমিক তদন্তে অনুমান এটি আত্মহত্যা, বলছে পুলিশের একটি সূত্র। কিন্তু মোটিভ কী - তা খতিয়ে দেখছে পুলিশ।

1010
ড্রাগ অ্যাডিক্টেট!

সৃঞ্জয়ের ডাক নাম প্রতীম। তাঁর ঘর থেকে উদ্ধার হয়েছে একাধিক ওষুধ। তেমনই বলছে একটি সূত্র। আর সেই কারণে পুলিশ খতিয়ে দেখছে প্রতীম ড্রাগ অ্যাডিক্টেড ছিলেন কিনা।

Read more Photos on
click me!

Recommended Stories