BJP: বিজেপির পাখির চোখ মহুয়ার কৃষ্ণনগর,নরেন্দ্র মোদী এলেও হঠাৎ বাতিল অমিত শাহের সভা

Published : Apr 29, 2024, 09:54 PM IST
Amit Shah and PM Modi

সংক্ষিপ্ত

বিজেপির কাছে গুরুত্বপূর্ণ কৃষ্ণনগরে। আবার সভা করতে আসছেন নরেন্দ্র মোদী। বাতিল অমিত শাহের সভা। 

বিজেপির পাখির চোখ কৃষ্ণনগর। আবারও ভোট প্রচাারে আসছেন নরেন্দ্র মোদী। অন্যদিকে শেষমুহূর্তে প্রায় আচমকাই বাতিল হয়েছে অমিত শাহের জনসভা। বিজেপি সূত্রের খবর আগামী ৩ মে মহুয়া মৈত্রের কৃষ্ণনগরে জনসভা করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। মোদী সভা করবেন কৃষ্ণনগর রাজ পরিবারের বধূ অমৃতা রায়ের সমর্থনে। বিজেপি সূত্রের খবর মহুয়া মৈত্রকে যথেষ্ট গুরুত্ব দিচ্ছে বিজেপি।

বিজেপি সূত্রের খবর, বিজেপি প্রার্থী অমৃতা রায়ের প্রচারে তেহট্টের শ্যামনগর ফুটবল মাঠে সভা করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সোমবার সেই সভাস্থল পরিদর্শন করবেন বিজেপির কেন্দ্রীয় নেতারা। সভা নিয়ে বিজেপির জেলা সভাপতি সহ দলের শীর্ষস্থানীয় নেতারা। ইতিমধ্যেই সভামঞ্চ ঘুরে দেখছেন মোদীর নিরাপত্তার দায়িত্বে থাকা নিরাপত্তা আধিকারিকরা। প্রধানমন্ত্রীর সভামঞ্চে কারা উপস্থিত থাকবেন তাদেরও নামের তালিকা চেয়েছে কেন্দ্রীয় প্রশাসন। অন্যদিকে নরেন্দ্র মোদী একই দিনে বর্ধমান দুর্গাপুরে বিজেপি প্রার্থী দিলীপ ঘোষের সমর্থনে সভা করতে পারেন। তারও প্রস্তুতি শুরু হয়েছে।

মহুয়া মৈত্রকে যথেষ্ট গুরুত্ব দিচ্ছে বিজেপি। লোকসভা ভোটের কিছু আগেই মহুয়া মৈত্রকে অর্থের বিনিময় প্রশ্নের কেলেঙ্কারিতে সংসদ থেকে বহিষ্কার করা হয়েছিল। তাঁর বাড়িতে একাধিকবার হানা দিয়েছে ইডি আর সিবিআই। যা নিয়ে যথেষ্ট আপত্তি জানিয়েছেন তৃণমূল কংগ্রেস প্রার্থী। এই অবস্থায় মহুয়াকে সাংসদে থাকতে দিতে চায় না বিজেপি। তেমনই অভিযোগ করেছেন মমতা বন্দ্য়োপাধ্যায়। তিনি আরও বলেছেন, প্রশ্ন করার জন্যই বিজেপির কোপে পড়েছে মহুয়া। যাইহোক এই অবস্থাতেই মোদী আবারও আসছেন কৃষ্ণনগরে। ভোটের নির্ঘণ্ট প্রকাশের আগেই মোদী কৃষ্ণনগের সভা করেছিলেন।

বিজেপি সূত্রের খবর মঙ্গলবার রাজ্যে ভোট প্রচারে আসার কথা অমিত শাহের। মঙ্গলবার, ৩০ এপ্রিল অমৃতা রায়ের সমর্থনে কৃষ্ণনগরে আর দিলীপ ঘোষের সমর্থনে বর্ধমান দুর্গাপুরে সভা করার কথা ছিল। কিন্তু বিজেপি সূত্রের খবর আচমকাই কৃষ্ণনগরে সভার বাতিল হয়েছে। সূত্রের খবর মঙ্গলবার দিলীপ ঘোষের সমর্থনে সভা করার কথা রয়েছে অমিত শাহের। বিজেপি সূত্রের খবর ভোটের কাজ সামলে একই দিনে দুটি সভা করা সম্ভব নয়। তাই কৃষ্ণনগরের সভা বাতিল হয়েছে। দলের সূত্রের খবর নির্বাচনের গুরুদায়িত্ব রয়েছে অমিত শাহের ওপর। তাই দিনে একটির বেশি সভা করার পরিকল্পা করা হয়েছে। তাছাড়া মোদী যেহেতু কৃষ্ণনগরে আসছেন তাই অমিত শাহের সভা বাতিল করা হয়েছে। যদিও মোদী কিন্তু দিলীপ ও অমৃতা দুজনের সমর্থনেই সভা করতে পারেন বলে বিজেপি সূত্রে খবর।

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

News Round Up: বঙ্গে জাঁকিয়ে ঠান্ডা থেকে সিরিজ থেকে ছিটকে গেলেন অজি পেশার, সারাদিনের খবর এক ক্লিকে
রাত বাড়তেই স্বাভাবিকের নীচে নামল পারদ, বঙ্গে জাঁকিয়ে ঠান্ডা কবে থেকে? রইল বিরাট আপডেট