ডিসেম্বরেই বঙ্গ সফরে নরেন্দ্র মোদী, ২৬-এর ভোট প্রচারে বিজেপির চমক রথযাত্রা

Published : Nov 23, 2025, 07:58 PM IST

ডিসেম্বর মাস থেকেই রাজ্য ভোট প্রচার শুরু করতে চলছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। পাশাপাশি ভোট প্রচারে একাধিক পদক্ষেপ করতে চলেছে গেরুয়া শিবির। বিজেপি রথযাত্রার পরিকল্পনা করছে বলে সূত্রের খবর।  

PREV
15
বিজেপির নির্বাচনী প্রচার

ভোট গ্রহণের নির্ঘণ্ট পর্যন্ত অপেক্ষা না করে চলতি বছরের শেষ থেকেই নির্বাচনী প্রচার শুরু করার তোড়জোড় করছে। ডিসেম্বর মাস থেকেই রাজ্য ভোট প্রচার শুরু করতে চলছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। পাশাপাশি ভোট প্রচারে একাধিক পদক্ষেপ করতে চলেছে গেরুয়া শিবির।

25
বঙ্গ সফরে মোদী

বিজেপি সূত্রের খবর শীতকালীন অধিবেশন চলাকালীনই বঙ্গ সফরে আসতে পারেন নরেন্দ্র মোদী। ১ ডিসেম্বর থেকে ১৯ ডিসেম্বর পর্যন্ত চলবে শীতকালীন অধিবেশন। সেই সময়েই কোনও শনিবার বা রবিবার বঙ্গ সফরে আসতে পারেন প্রধানমন্ত্রী।

35
বাংলায় সভার সংখ্যা

বিজেপি সূত্রের খবর ডিসেম্বর থেকে শুরু করে ভোট পর্যন্ত বাংলায় ১৪-১৫টি জনসভা করতে পারেন মোদী। বেছে বেছেই সভা করবেন তিনি। উত্তর থেকে দক্ষিণ গুরুত্বপূর্ণ কেন্দ্রগুলিতে সভা হবে বলেও বিজেপি সূত্রের খবর।

45
কোথায় কোথায় সভা?

BJP সূত্রের খবর,যে সব এলাকায় দলের জয়ের সম্ভাবনা রয়েছে, সেই এলাকাগুলির পাশাপাশি বিধানসভা ও লোকসভা যে অঞ্চলগুলিতে বিজেপি প্রার্থীরা অল্পের জন্য ভোটে হেরেছে সেই এলাকাতেও সভা করতে পারেন মোদী। ইতিমধ্যেই তারই ব্ল প্রিন্ট তৈরি হচ্ছে।

55
রথযাত্রার কর্মসূচি

এবার বিধানসভা নির্বাচনে গতানুগতিক পথে হাঁটতে চায় না বিজেপি। আর সেই কারণে রাজ্যে রথযাত্রার কর্মসূচি নিয়েছে বলে গেরুয়া শিবির সূত্রের খবর। তবে এখনও তার কর্মসূচির দিনক্ষণ এখনও চূড়ান্ত হয়নি। আগামী দুই-এক দিনের মধ্যেই এই বিষয় নিয়ে দিল্লির শীর্ষ নেতাদের সঙ্গে রাজ্যের নেতাদের কথা হবে। সূত্রের খবর বঙ্গ বিজেপির পাঁচটি সাংগঠনিক জোনের প্রতিটি থেকে একটি করে রথযাত্রা শুরু হবে। থাকবেন কেন্দ্রীয় নেতারা।

Read more Photos on
click me!

Recommended Stories