পর্যটন কেন্দ্র থেকে তীর্থস্থল হয়ে উঠেছে দিঘা, ৬ মাসে ৯০ লক্ষ ভক্ত! দৈনিক আয় ৪ লক্ষ টাকা

Published : Nov 23, 2025, 03:56 PM IST

এতদিন বাঙালির কাছে দিঘা মানেই সমুদ্র সৈকত আর ঝাউবন। কিন্তু দিঘায় জগন্নাথ মন্দির তৈরির পরই চরিত্র বদলের পথে দিঘা। নিছকই পর্যটন কেন্দ্র আর থাকতে চাইছে না দিঘা। ধীরে ধীরে তৈরি হচ্ছে তীর্থক্ষেত্রে 

PREV
15
গন্তব্য দিঘা

বাঙালিদের কাছে দুই দিনের ট্যুর মানেই গন্তব্য দিঘা। এমনিতেই কথায় রয়েছে বাঙালি মানেই 'দিপুদা', অর্থাৎ দিঘা-পুরী আর দার্জিলিং। এর বাইরে আর তেমনভাবে ভাবতে পারে না সাধারণ মধ্যবিত্ত বাঙালি। কিন্তু এবার বাঙালির প্রিয় গন্তব্যের চরিত্র বদল হচ্ছে

25
দিঘার চরিত্র বদল!

এতদিন বাঙালির কাছে দিঘা মানেই সমুদ্র সৈকত আর ঝাউবন। কিন্তু দিঘায় জগন্নাথ মন্দির তৈরির পরই চরিত্র বদলের পথে দিঘা। নিছকই পর্যটন কেন্দ্র আর থাকতে চাইছে না দিঘা। ধীরে ধীরে তৈরি হচ্ছে তীর্থক্ষেত্রে। জগন্নাথ মন্দিরকে কেন্দ্র করে ভিড় বাড়ছে সমুদ্র শহরে।

35
পর্যটকের সংখ্যা বৃদ্ধি

রেকর্ড বলচে দিঘায় গত ৬ মাসে পর্যটকের সংখ্যা বেড়েছে। জগন্নাথ দেবের দর্শন পেতে গত ৬ মাসে দিঘায় গিয়েছেন প্রায় ৯০ লক্ষ ভক্ত। দিঘার সঙ্গে তাঁরা জগন্নাথ মন্দিরও দর্শন করেছেন। গত ৬ মাসে প্রায় প্রতিদিনই ৫০ হাজার ভক্ত দিঘার জগন্নাথ মন্দির দর্শন করেছেন। উৎসবের দিনগুলিতে পর্যটক বা দর্শনার্থীর সংখ্যা আরও বেশি থাকে।

45
জগন্নাথ মন্দিরের আয় বৃদ্ধি

জগন্নাথ মন্দিরের ট্রাস্টি বোর্ডের অন্যতম সদস্য রাধারমণ দাস জানিয়েছেন, শুধুমাত্র প্রণামী বক্সেই নগদ জমা পড়ে ১ লক্ষ টাকারও বেশি। অর্থাৎ প্রণামী থেকেই আয় ১ লক্ষ বা তারও বেশি। অনুদান ও উপহার থেকে দৈনিক আয় হয় আরও ১ লক্ষ টাকা বা তারও বেশি। প্রসাদ বিক্রি থেকেও আয় হয়। সেখান থেকে দৈনিক আয় হয় ২ লক্ষ টাকা। অর্থাৎ দৈনিক ৪ লক্ষ টাকা আয় হয় জগন্নাথ মন্দিরের।

55
পর্যটন ব্যবসা চাঙ্গা

জগন্নাথ মন্দিরকে কেন্দ্র করে দিঘার পর্যটন ব্যবসা চাঙ্গা হয়েছে। তেমনই করছেন সংশ্লিষ্ট মহল। মন্দিরকে কেন্দ্র করে গড়ে উঠেছে ছোট ছোট দোকান। মন্দিরের সেবা ও নিরাপত্তা, সাফাইকর্মী, হাউস কিপিং- সব মিলিয়ে ১৭০ জন কর্মী রয়েছে। মন্দিরকে কেন্দ্র করে যেমন কর্মসংস্থান তৈরি হয়েছে, তেমনই আয় বেড়েছে দিঘার হোটেলগুলির। কারণ এখন বছরের নির্দিষ্ট সময় নয়, প্রায় সারা বছরই পর্যটকদের আসাযাওয়া লেগে রয়েছে দিঘায়।

Read more Photos on
click me!

Recommended Stories