রাজ্যের পড়ুয়াদের জন্য দুর্দান্ত স্কিম! এভাবে আবেদন করুন আর ঘরে বসে পেয়ে যান ১০ হাজার টাকা

পশ্চিমবঙ্গের পড়ুয়াদের জন্য ২০২৪-২৫ শিক্ষাবর্ষের নবান্ন স্কলারশিপের আবেদন শুরু। মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পাশ পড়ুয়ারা ঘরে বসেই অনলাইনে আবেদন করতে পারবেন ১০ হাজার টাকা স্কলারশিপের জন্য।

লক্ষ্মীর ভাণ্ডারের মতই রাজ্যের পড়ুয়াদের পাশে দাঁড়িয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। ইতিমধ্যেই শেষ হয়েছে ২০২৩-২৪ সালের নবান্ন স্কলারশিপের আবেদন। এই বছরের মাধ্যমিক পাশ করা পড়ুয়ারা এই স্কলারশিপের জন্য আবেদন করতে পারেন। এবার শুরু হল ২০২৪-২৫ শিক্ষাবর্ষের নবান্ন স্কলারশিপ আবেদন প্রক্রিয়া। পড়ুয়ারা ঘরে বসেই আবেদন করতে পারেন ১০ হাজার টাকা স্কলারশিপের।

রাজ্যের সকল পড়ুয়ারা এই স্কলারশিপের জন্য অপেক্ষায় ছিলেন। নবান্ন স্কলারশিপে আবেদন করার জন্য পডুয়াদের নবান্ন বা সরকারি অফিসে যেতে হবে না। ঘরে বসেই আবেদন করতে পারেবেন। নবান্ন স্কলারশিপের জন্য এবার অনলাইনের মাধ্যমে আবেদন করা যাবে।

Latest Videos

আবেদনের জন্য যোগ্যতাঃ

৫০ শকাংশ নম্বর-সহ মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পাশ পড়ুয়ারা আবেদন করতে পারবে।

আবেদনকারীদের পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হতে হবে।

পড়ুয়ার পরিবারের বার্ষিক আয় ১,২০০০০ টাকার নিচে হতে হবে

আবেদন প্রক্রিয়া

আনলাইনে আবেদন করা যাবে। নবান্ন স্কিলারশিপে আবেদন করতে পড়ুয়াদের যেতে হবে cmrf.wb.gov.in। এই ওয়েবসাইট থেকেই আবেদন জানাতে পারবে পড়ুয়ারা। ওয়েবসাইটে ঢুকে যেতে হবে Financial Assistance for Educatio। সেখান থেকেই আবেদন করতে পারবে পড়ুয়ারা। আবেদন সংক্রান্ত সব তথ্যই থাকবে। প্রয়োজনে অফিশিয়াল হেল্পলাইনে ফোনও করতে পারবে। হেল্ফলাইব নম্বর হল 033 2253 5335। 

আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

 

 

Share this article
click me!

Latest Videos

মাত্র এক মাসের সংসার! যৌতুক না দিতে পারায় এইরকম পরিণতি, শুনলে আঁতকে উঠবেন | South 24 Parganas News
জঙ্গি গ্রেফতারির পর কড়া নজিরদারি Canning-এ! পেশ করা হলো হোটেল মালিকদের জন্য নতুন নিয়ম | Canning News
‘এক প্রভু জেলে আছেন লক্ষ্য প্রভু তৈরি হয়ে গিয়েছেন’ Suvendu Adhikari-র তীব্র হুঙ্কার
জালে পুরনো পাপী! জাল পাসপোর্ট পৌঁছে যেত অনুপ্রবেশকারীদের হাতে! | Duttapukur News | Kolkata
Suvendu Adhikari Live : কোলাঘাটের মঞ্চে বিস্ফোরক ভাষণ শুভেন্দু অধিকারীর, সরাসরি | Bangla News