অবশেষে জামিন পেলেন ভাঙরের বিধায়ক নওসাদ সিদ্দিকি, গ্রেফতারির ৪০ দিন পর জামিনের নির্দেশ কলকাতা হাইকোর্টের

Published : Mar 02, 2023, 12:52 PM ISTUpdated : Mar 02, 2023, 01:02 PM IST
ISF

সংক্ষিপ্ত

অবশেষে জামিন পেলেন আইএসএফ বিধায়ক নওসাদ সিদ্দিকি।

অবশেষে জামিন পেলেন আইএসএফ বিধায়ক নওসাদ সিদ্দিকি। গ্রেফতার হওয়ার ৪০ দিন পর জামিন পেলেন তিনি। ভাঙরে পতাকা তোলাকে কেন্দ্র করে তৃণমূলের সঙ্গে বচসায় জড়িয়েছিল আইএসএফ। এরপর ধর্মতলায় আইএসএফ-এর একটি সভায় ফের পুলিশের সঙ্গে বচসা বাঁধে আইএসএফ কর্মী সমর্থকদের। বিধায়ক নওসাদ সিদ্দিকি অভিযোগ করেন তাঁর গাড়িতে ভাঙচুর চালানো হয়েছে বলে। পুলিশের তরফ থেকে পুলিশের উপর আক্রমনের প্ররোচনা দেওয়ার পাল্টা অভিযোগে গ্রেফতার করা হয় ভাঙরের বিধায়ক নওসাদ সিদ্দিক্কিকে। গত ২১ জানুয়ারি তাঁকে গ্রেফতার করা হয়েছিল। এরপর পরপর গ্রেফতার করা হয় বেশ কিছু আইএসএফ কর্মীদেরও। অবশেষে ২ মার্চ কলকাতা হাইকোর্টে নওসাদ সিদ্দিকির জামিনের নির্দেশ দেওয়া হয়।

প্রসঙ্গত, বিধায়ক নওসাদ সিদ্দিকি-সহ একাধিক দলীয় নেতাকর্মীদের গ্রেফতারির প্রতিবাদে শহরের বুকে বিশাল মিছিলের পরিকল্পনা আইএসএফ-এর। বুধবার দুপুর ১ টা নাগাদ শিয়ালদহ থেকে ধর্মতলার উদ্দেশ্যে রওনা হবে এই মিছিল। সপ্তাহের কর্মব্যস্ত দিনে এই মিছিলের কারণে তীব্র যানজটের আশঙ্কা থাকছে উত্তর থেকে দক্ষিণ কলকাতার একাধিক জায়গায়। এমনকী শহরের একটা বড় অংশের ট্রাফিক পরিষেবা অচল হয়ে যাওয়ার সম্ভাবনা থাকছে। মিছিল এসএন ব্যানার্জি রোড ধরে এগোনোর কারণে রবীন্দ্র সদন-পাইকপাড়া, সন্তোষপুর-বৈশালী, ঘটকপুকুর-বাবুঘাট, সল্টলেক-বাবুঘাট, তপসিয়া-বাবুঘাট, বাগবাজার-খিদিরপুর, হাই কোর্ট-পিকনিক গার্ডেন ইত্যাদি রুটের বাসে প্রভাব পড়বে।

PREV
click me!

Recommended Stories

'শেখ শাহজাহান বসিরহাটের জেল থেকেই হামলা করিয়েছে', বিস্ফোরক শুভেন্দু অধিকারী
উচ্চ মাধ্যমিক পরীক্ষায় নতুন নিয়ম, পড়ুয়াদের প্রশ্ন পড়তে অতিরিক্ত ১০ মিনিট