গুণধর ভাইপো! কাকার সম্পত্তি হাতাতে গিয়ে সই জাল করে গেলে শ্রীঘরে ভাইপো

Published : Mar 23, 2025, 12:37 PM IST
shocking crime stories

সংক্ষিপ্ত

Crime News: অভিযুক্ত সমীর দাসের কাকা হিমাংশু দাস প্রায় ৪০ বছর ধরে পরিবার নিয়ে মুম্বাই থাকেন। আর সেই সুযোগকে কাজে লাগিয়ে বামনডাঙ্গা এলাকায় থাকা হিমাংশু দাসের একটি জমি হাতিয়ে নেওয়ার পরিকল্পনা করে ভাইপো সমীর। 

Crime News:গুণধর ভাইপো! জীবিত কাকার সম্পত্তি হাতাতে গিয়ে একেবারে শ্রীঘরে চলে গেল। পঞ্চায়েত প্রধানের সই নকল করে জীবিত কাকাকে মৃত বলে প্রমাণ করতে চেয়েছিল ভাইপো। কিন্তু শেষ রক্ষা হল না। শেষপর্যন্ত যেতে হল শ্রীঘরে। এই ঘটনা উত্তর ২৪ পরগনার গোবরডাঙায় আর মছলন্দপুরে।

জানা যায় অভিযুক্ত সমীর দাসের কাকা হিমাংশু দাস প্রায় ৪০ বছর ধরে পরিবার নিয়ে মুম্বাই থাকেন। আর সেই সুযোগকে কাজে লাগিয়ে বামনডাঙ্গা এলাকায় থাকা হিমাংশু দাসের একটি জমি হাতিয়ে নেওয়ার পরিকল্পনা করে ভাইপো সমীর। সেই মত প্রথমে কাকাকে অবিবাহিত করে প্রমাণিত করেন, এর পরে জীবিত কাকাকে (হিমাংশু দাস কে) কাগজে-কলমে মৃত বলে প্রমাণ করেন। আর সেই ক্ষেত্রে সাহায্য চান স্থানীয় পঞ্চায়েত প্রধানের। কোনও কারণে পঞ্চায়েত প্রধান রাজি হয়নি। তাই পঞ্চায়েত প্রধানের সই জাল করে সমীর। জমি হাতিয়ে নেওয়ার চেষ্টা করে। এরপরই খবর জানাজানি হয়ে যায়। মছলন্দপুর ১ নং গ্রাম পঞ্চায়েতের পঞ্চায়েত প্রধান কল্পনা বসু গোবরডাঙ্গা থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। এই অভিযোগের পরেই প্রধানের সই নকল এবং জাল সার্টিফিকেট তৈরি করার অপরাধে গ্রেফতার করা হয় সমীর দাস নামে এক ব্যক্তিকে।

পঞ্চায়েত প্রধানের সই নকল করে ওয়ারিশান সার্টিফিকেট তৈরি করেন। সমীর দাসের এতদিনের পরিকল্পনায় মুহূর্তের মধ্যে যেন জল ঢেলে দিলেন হিমাংশু দাসের মেয়ে তনুশ্রী দাস। মুম্বাই থেকে ওয়ারিশান সার্টিফিকেট মেল করে গোটা বিষয়টি মছলন্দপুর এক নম্বর পঞ্চায়েতের প্রধানের দৃষ্টি আকর্ষণ করেন। এর পরেই সামনে আসে সমীর দাসের কুকীর্তি। দেখা যায় পঞ্চায়েতের প্রধানের সই নকল থেকে শুরু করে কাকাকে অবিবাহিত প্রমাণ -এবং জীবিত কাকাকে মৃত বলে প্রমাণ করে ওয়ারিশান সার্টিফিকেট তৈরি করা। আর সবশেষে পঞ্চায়েত প্রধানের লিখিত অভিযোগের ভিত্তিতে গ্রেফতার হন সমীর দাস। আজ অভিযুক্ত সমীর দাস কে পাঁচ দিনের পুলিশি হেফাজত চেয়ে বারাসাত আদালতে পাঠানো হয়েছে, যদিও অভিযুক্তকে পিজন ভ্যানে তোলার সময় সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি গোটা বিষয়টি অস্বীকার করেছেন।

আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

 

PREV
click me!

Recommended Stories

বঙ্গে শীতের ইনিংস শুরু, সপ্তাহ শেষে পারদ পতনের ইঙ্গিত? এবার কী শীতে কাঁপবে বঙ্গবাসী
১ বছর পরে ২ দিনের সফরে কোচবিহার যাচ্ছেন মমতা, রইল সোম ও মঙ্গলের ঠাসা কর্মসূচি