SIR-র ফর্ম না পেলে আজই জানান অভিযোগ, নয়া ব্যবস্থা চালু করল রাজ্য মুখ্য নির্বাচনী আধিকারিক

Published : Nov 18, 2025, 07:36 AM IST

রাজ্যে SIR ফর্ম বিলি প্রায় সম্পন্ন হলেও, অনেকে এখনও ফর্ম পাননি। এই সমস্যার সমাধানে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতর একটি বিশেষ ব্যবস্থা চালু করেছে। নাগরিকরা ফোন, হোয়াটসঅ্যাপ বা ইমেলের মাধ্যমে সহজেই অভিযোগ জানাতে পারবেন।

PREV
15

রাজ্য চলছে SIR-র ফর্ম বিলি। বাড়ি বাড়ি গিয়ে দিয়ে আসা হচ্ছে SIR-র ফর্ম। বিস্তারিত জানিয়ে দেওয়া হচ্ছে কীভাবে তা পূর্ণ করতে হবে। তা সত্ত্বেও নানান প্রশ্ন থাকছে অনেকের মনে। কেউ তা পূর্ণ করতে হিমশিম থাচ্ছেন। আবার আনেকের রয়েছে ভিন্ন সমস্যা।

25

এবার SIR চলাকালীন অভিযোগ জানানোর ব্যবস্থা করল রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতর। অভিযোগ জানাতে ব্যবস্থা করা হল বিশেষ ফোন নম্বরের। যদি কেউ এখনই SIR-র ফর্ম না পেয়ে থাকেন তাহলে তারা অভিযোগ জানাতে পারেন।

35

অভিযোগ জানানোর জন্য ফোন নম্বর তো আছেই সঙ্গে হোয়াটসঅ্যাপ নম্বর, ইমেল আইডি-রও ব্যবস্থা করা হয়েছে। এই নয়া ব্যবস্থা গ্রহণ করেছে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকরা। এবার থেকে হোয়াটসঅ্যাপ বা ইমেলের মাধ্যমে অভিযোগ জানানো যাবে। হোয়াটসঅ্যাপ নম্বর হল ৯৮৩০০৭৮২৫০।

45

তেমনই ফোন করেও জানানো যাবে অভিযোগ নম্বর হল ১৯৫০, ২২৩১০৮৫০। প্রসঙ্গত, রাজ্য ৯৯.১৬ শতাংশ ফর্ম বিতরণ সম্পন্ন। পশ্চিমবঙ্গ সহ ১২ রাজ্যে এন্যুমারেশন ফর্ম বিলির শতাংশ জানিয়েছে নির্বাচন কমিশন। সেখানে বাংলয় ৯৯.১৬ শতাংশ ফর্ম বিলি হয়েছে বলে জানানো হয়েছে।

55

সব মিলিয়ে SIR সংক্রান্ত কাজ আরও সহজ করা হল। এবার নয়া পদক্ষেপ নিল। মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতর। এসআইআর-র ফর্ম না পেয়ে থাকলে আজই অভিযোগ করুন।

Read more Photos on
click me!

Recommended Stories