বর্ষবরণের রাতে দিঘায় ঘুরে বেড়াবে প্রমোদ তরী, বিচ উৎসবে ঘিরে উন্মাদনা বাড়বে পর্যটকদের

Published : Dec 08, 2025, 06:04 PM IST

এবার বর্ষবরণের রাতকে আরও আকর্ষণীয় করতে দিঘায় বিচ ফেস্টিভ্যালের আয়োজন করা হয়েছে। বছর শেষের দুই দিন এই উৎসব চলবে। ৩০ ও ৩১ ডিসেম্বর 'দিঘা বিচ ফেস্টিভ্যাল ও বর্ষবরণ উৎসব' চলবে। 

PREV
15
বর্ষবরণের রাতে দিঘার আকর্ষণ

গোটা ডিসেম্বর মাস জুড়েই পর্যটকদের ভিড় লেগে থাকে দিঘায়। এবারও তার ব্যতীক্রম হয়নি। এবারও ডিসেম্বর মাস পড়তে না পড়়তেই দিঘায় নেমেছে পর্যটকের ঢল। এবার বাড়তি আকর্ষণ দিঘায় জগন্নাথ মন্দির। কিন্তু বর্ষবরণের রাতকে দিঘায় আরও আকর্ষণীয় করার উদ্যোগ নেওয়া হচ্ছে।

25
দিঘায় বিচ ফেস্টিভ্যাল

এবার বর্ষবরণের রাতকে আরও আকর্ষণীয় করতে দিঘায় বিচ ফেস্টিভ্যালের আয়োজন করা হয়েছে। বছর শেষের দুই দিন এই উৎসব চলবে। ৩০ ও ৩১ ডিসেম্বর 'দিঘা বিচ ফেস্টিভ্যাল ও বর্ষবরণ উৎসব' চলবে। ওল্ড দিঘা, নিউ দিঘা ও শঙ্করপুর সমুদ্র সৈকতে চলবে এই অনুষ্ঠান।

35
আয়োজক

দিঘা-শঙ্করপুর হোটেলিয়ার্স অ্যাসোসিয়েশন ও দিঘা উন্নয়ন পর্ষদের যৌথ উদ্যোগে এই বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। সেই উৎসবের রাতেই দিঘার সমুদ্র ঘুরবে প্রমোদতরী। রাত থেকে হবে বাজির প্রদর্শনীয়।

45
২৫ থেকেই সুন্দরী হবে দিঘা

শুধু বর্ষবরণের অনুষ্ঠান নয়, ২৫ ডিসেম্বর অর্থাৎ বড়দিন থেকেই সেজে উঠবে দিঘা। তেমনই জানিয়েছেন, দিঘার এক ব্যবসায়ী। হোটেল ব্যবসায়ীরা নিজের প্রতিষ্ঠান সাজাবেন। পাশাপাশি ডিএসডিএ-র সৌজন্যে জগন্নাথ মন্দির সংলগ্ন এলাকা সহ দিঘার বিস্তীর্ণ সমুদ্র সৈকত আলোয় সাজানো হবে।

55
বর্ষবর্ণের রাতের সূচি

৩০ ডিসেম্বর ওল্ড দিঘায় দিঘালীর সামনে সৈকতে এই উৎসবের সূচনা হবে। আয়োজকেরা জানিয়েছেন, দু’দিনের এই উৎসবে বিশিষ্ট শিল্পীরা উপস্থিত থাকবেন। তবে এ বারের মূল আকর্ষণ সমুদ্রের বুকে। পর্যটকদের মনোরঞ্জনের জন্য এ বারই প্রথম দুটি সুসজ্জিত ক্রুজ সমুদ্রে ঘুরে বেড়াবে। তা থেকে আকাশে ছাড়া হবে বাজি। ​​৩১ ডিসেম্বরের রাত ১১.৫৫ মিনিট থেকে ১২.৩০ মিনিট পর্যন্ত চলবে বাজি প্রদর্শনী। শীর্ষেন্দুবিকাশ জানিয়েছেন, অলিম্পিক্সের মাঠে যেমন সবুজ বাজির প্রদর্শনী হয়, এখানেও তা হবে। দু’টি ক্রুজ থেকে পোড়ানো হবে বাজি।

Read more Photos on
click me!

Recommended Stories