নিয়োগ মামলায় ধাক্কা, সুপার নিউমেরারি পদ মামলায় সিঙ্গেল বেঞ্চের রায় হস্তক্ষেপই করল না ডিভিশন বেঞ্চ

Published : May 20, 2025, 03:05 PM IST

Calcutta High Court: কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চে সুপার নিউমেরারি বা অতিরিক্ত শূন্যপদে নিয়োগ মামলায় কোনও ফয়সলা হল না। সিঙ্গেল বেঞ্চের নির্দেশের ওপর স্থগিতাদেশ দিল না ডিভিশন বেঞ্চ। 

PREV
112
নিয়োগ মামলা কলকাতা হাইকোর্টে

উচ্চ প্রাথমিকে সুপার নিউমেরারি বা অতিরিক্ত শূন্য পদে নতুন করে নিয়োগের মামলার শুনানি হয় কলকাতা হাইকোর্টে।

212
সিঙ্গেল বেঞ্চের নির্দেশকে চ্যালেঞ্জ

কলকাতা হইকোর্টের বিচারপতি বিশ্বজিৎ বসুর সিঙ্গেল বেঞ্চ সুপার নিউমেরারি বা অতিরিক্ত শূন্যপদে নিয়োগ আপাতত স্থগিত রাখার নির্দেশ দিয়েছে। সেই নির্দেশকে চ্যালেঞ্জ করেই ডিভিশন বেঞ্চে গিয়েছিল মামলাকারী।

312
ডিভিশন বেঞ্চে শুনানি

এদিন, মঙ্গলবার কলকাতা হাইকোর্টের বিচারপতি সৌমেন সেন ও বিচারপতি স্মিতা দাসের ডিভিশন বেঞ্চে মামলাটি উঠেছিল শুনানির জন্য।

412
মামলাকারীর বক্তব্য

মামলাকারীর আইনজীবীর বক্তব্য ছিল, দীর্ঘ দিন কি অন্তর্বর্তী স্থগিতাদেশ বহাল থাকতে পারে? জুই বছর ধরে অপেক্ষায় বসে রয়েছে চাকরিপ্রার্থীরা। মামলার শুনানি চলছে।

512
পাল্টা সওয়াল

মামলাকারীদের আইনজীবীর পাল্টা সওয়াল করেন আইনজীবী বিকাশরঞ্জন ভট্টাচর্য। তিনি বলেন, এটা একটা দুর্নীতি। সাংবিধানিক আদালতে তার বিচার চলছে। সুপ্রিম কোর্টেও এই বিচারের বিরোধিতা করেনি।

612
সিঙ্গেল বেঞ্চের নির্দেশ

গত ৭ মে বিচারপতি বিশ্বজিৎ বসুর সিঙ্গেল বেঞ্চ বলেছিল সুপার নিউমেররি বা অতিরিক্ত শূন্যপদে নিয়োগ করা যাবে না। আপাতত স্থগিতাদেশ দেওয়া হয়েছিল।

712
ডিভিশন বেঞ্চের নির্দেশ

মঙ্গলবার বিচারপতি সৌমেন সেন ও বিচারপতি স্মিতা দাসের ডিভিশন বেঞ্চ বলেছে এখনই সিঙ্গেল বেঞ্চের নির্দেশের ওপর কোনও হস্তক্ষেপ নয়। ডিভিশন বেঞ্চের বক্তব্য অন্তর্বর্তী অবস্থায় হস্তক্ষেপ করলে নিয়োগ প্রক্রিয়ায় তার প্রভাব পড়বে।

812
ডিভিশন বেঞ্চের সিদ্ধান্ত

আগামী ১৮ জুন ওই বিষয়টি নিয়ে মামলা শুনবে সিঙ্গল বেঞ্চ। যদি সেখানে দেখা যায় ওই পদ তৈরি নিয়ে রাজ্যের সিদ্ধান্ত গ্রহণযোগ্য নয়, তবে নিয়োগ হলে সমস্যা দেখা দেবে।

912
শূন্যপদ তৈরি রাজ্যের

উচ্চ প্রাথমিকে শারীরশিক্ষা এবং কর্মশিক্ষা বিষয়ে ওয়েটিং লিস্ট বা অপেক্ষমাণ তালিকা থেকে নিয়োগ করতে চেয়ে অতিরিক্ত শূন্যপদ তৈরি করে রাজ্য।

1012
২০২২ থেকে স্থগিত রয়েছে

২০২২ সালের ডিসেম্বর মাসে সুপার নিউমেরারি পদ তৈরির উপর অন্তর্বর্তী স্থগিতাদেশ দেয় হাই কোর্ট।

1112
হাইকোর্টে আবেদন রাজ্যের

সম্প্রতি ২৬ হাজার চাকরি বাতিল মামলায় সুপার নিউমেরারি পদ নিয়ে রাজ্যের সিদ্ধান্তে হস্তক্ষেপ করেনি সুপ্রিম কোর্ট। গত মাসে সেই নির্দেশ দেখিয়ে হাই কোর্টে আবেদন করে রাজ্য।

1212
রাজ্যের আবেদন

উচ্চ প্রাথমিকে নিয়োগপ্রক্রিয়ায় সুপার নিউমেরারি পদে নিয়োগের অনুমতি দিক আদালত। তবে গত ৭ মে আদালত সুপার নিউমেরারি পদের উপর স্থগিতাদেশ বহালই রাখল। মঙ্গলবার সিঙ্গল বেঞ্চের নির্দেশ বহাল রাখল উচ্চ আদালতের ডিভিশন বেঞ্চও।

Read more Photos on
click me!

Recommended Stories