- Home
- West Bengal
- West Bengal News
- ২৫% মহার্ঘ ভাতা মেটাতে গিয়ে কোপ লক্ষ্মীর ভাণ্ডারে? কোন পথে চলছে নবান্ন
২৫% মহার্ঘ ভাতা মেটাতে গিয়ে কোপ লক্ষ্মীর ভাণ্ডারে? কোন পথে চলছে নবান্ন
Lakshmi Bhandar vs DA: বকেয়া ২৫ শতাংশ ডিএ দিতে গিয়ে কি পশ্চিমবঙ্গ সরকার কোপ দেবে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে, উঠছে সেই প্রশ্নও।

ডিএ নির্দেশ
সুপ্রিম কোর্ট শেষপর্যন্ত রাজ্যের সরকারি কর্মীদেরও পাশে দাঁড়িয়েছে। দ্রুত বকেয়া ২৫% মহার্ঘ ভাতা দিতে নির্দেশ দিয়েছে। তাই অনেকেই আশঙ্কা করছে কোপ পড়তে পারে লক্ষ্মীর ভাণ্ডারের মত প্রকল্পে।
মহার্ঘ ভাতা দিতে খরচ
সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী মহার্ঘ ভাতা দিতে রাজ্যের খরচ হবে প্রায় ১০ হাজার কোটি টাকা।
রাজ্যের আর্থিক অবস্থা
সুপ্রিম কোর্টে রাজ্য সরকারের আইনজীবী অভিষেক মনু সিংভি জানিয়েছেন রাজ্যের আর্থিক অবস্থা ভাল নয়। ২৫% ডিএ দিতেই সমস্যা হবে।
প্রশ্ন কোথা থেকে দেওয়া হবে ডিএ
এই অবস্থায় কোথা থেকে বকেয়া ডিএর টাকা মেটাবে নবান্ন? সেটাই লাখ টাকার প্রশ্ন। যদিও সরকার এখনও পর্যন্ত এই নিয়ে কোনও মন্তব্য করেনি।
জনকল্যাণমূলক প্রকল্প নিয়ে প্রশ্ন
সরকার ও বিরোধীদের একাংশের মধ্যে কানঘুষো শোনা যাচ্ছে বিপুল পরিমাণ বকেয়া ডিএ দিতে গিয়ে রাজ্য সরকারের জনকল্যাণমূলক প্রকল্পগুলির ওপর কোপ দিতে পারে।
প্রথম নামই লক্ষ্মীর ভাণ্ডার
রাজ্য সরকারের সবথেকে সফল প্রকল্প লক্ষ্মীর ভাণ্ডার। এই প্রকল্পের মাধ্যমে রাজ্য সরকার মহিলাদের টাকা দেয়। প্রত্যেক মাসে মহিলাদের হাতে হাজার টাকা করে দেয়। আর তফশিলি জাতি ও উপজাতির মহিলাদের দেয় ১৫০০ টাকা।
বাজেটে বাড়েনি টাকা
বাজেটে রাজ্য সরাকর ৪% ডিএ বৃদ্ধির কথা ঘোষণা করলেও বাড়ায়নি লক্ষ্মীর ভাণ্ডারের টাকা।
বর্তমানে লক্ষ্মীর ভাণ্ডার দিতে খরচ
বর্তমানে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের সুবিধে পান রাজ্যের ২ কোটি ২১ লক্ষ মহিলা। টাকা খরচ হয় প্রায় ৬০ কোটি।
লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প নিয়ে আশা
আগামী দিনে এই প্রকল্পে সুবিধেভোগীর সংখ্যা আরও বাড়ান হতে পারে। টাকাও আরও বাড়ান হতে পারে বলেও আশা রয়েছে একাংশের।
পাল্টা দাবি
যদিও অনেকেই বলছেন রাজ্য সরকারকে যদি ডিএর টাকা মেটাতে হয় তাহলে জনকল্যাণমূলক প্রকল্পগুলিতে কোপ দিতে হবে রাজ্য সরকারকে।
কোন পথে নবান্ন
ডিএ মামলার নির্দেশ দেওয়ার পর এখনও নবান্নর পক্ষ থেকে কিছু জানান হয়নি। কিন্তু খুশি রাজ্যের সরকারি কর্মীরা। ডিএ প্রাপ্য - এটা সুপ্রিম কোর্ট মেনে নিয়েছে বলেও তাদের দাবি।
ভোট বড় বালাই
কিন্তু আগামী বছর ভোট। আর জনকল্যাণমুখী প্রকল্প ভোটবাক্সে দারুণ ফল দেয়। বিশেষ করে লক্ষ্মীর ভাণ্ডারের মত প্রকল্প। তাই এই প্রকল্পগুলির ওপর কতটা কোপ নবান্ন দেবে তা নিয়েও প্রশ্ন রয়েছে।

