এবার পুরুষরাও পাবেন লক্ষ্মীর ভাণ্ডার? বিধানসভা ভোটের আগে এ কী খবর দিল তৃণমূল!

Published : Dec 07, 2024, 01:21 PM IST

এবার পুরুষরাও পাবেন লক্ষ্মীর ভাণ্ডার? বিধানসভা ভোটের আগে এ কী খবর দিল তৃণমূল!

PREV
17

প্রতিমাসে ৫০০ টাকা করে ভাতা দিয়ে প্রথম শুরু হয়েচিল লক্ষ্মীর ভাণ্ডার। বাংলায় দুর্দান্ত জনপ্রিয় হয়েছেল এই প্রকল্প।

27

পরে আরও ৫০০ টাকা করে ভাতা বাড়িয়ে দেয় রাজ্য সরকার। সাধারণ মহিলাদের জন্য টাকা বেড়ে হয় ১০০০।

37

এবং প্রতিমাসে ১৫০০ টাকা করে পান তপশিলি উপজাতির মহিলারা। তবে এবার কি পুরুষদের জন্যেো চালু হচ্ছে এই ভাতা?

47

জানা গিয়েছে, বিধানসভা ভোটের আগেও বেশ অনেকটা টাকা বেড়ে যেতে পারে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে।

57

টাকা বেড়ে ১৫০০ টাকা করে পেতে পারেন সাধারণ শ্রেণির মহিলারা ও ২০০০ টাকা করে পেতে পারেন তপশিলি উপজাতির মহিলারা। 

67

পাশাপাশি পুরুষদের জন্যেও বিশেষ উপহার দিচ্ছে রাজ্য সরকার। বিদানসভা ভোটে জিততে এটাই কি মাস্টার প্ল্যান?

77

পুরুষদের জন্য এখনও পর্যন্ত কোনও ভাতার পরিকল্পনা জানা যায়নি রাজ্য সরকারের তরফে। তবে বিধানসভার আগে সুখবর পেতে পারেন বলেই অনুমান করছেন অনেকে।

click me!

Recommended Stories