২০২৬ সাল শুরু হতে আর মাত্র কয়েক দিন বাকি রয়েছে। ইতিমধ্যেই শুরু হয়েছে কেমন হবে ২০২৬ সাল। গরমের ছুটির সংখ্যা কমবে বা বাড়বে তাই নিয়ে জল্পনা তুঙ্গে। জানুন ঠিক কতটা কমবে স্কুলে গরমের ছুটির সংখ্যা।
২০২৬ সাল শুরু হতে আর মাত্র কয়েক দিন বাকি রয়েছে। ইতিমধ্যেই শুরু হয়েছে কেমন হবে ২০২৬ সাল। গরমের ছুটির সংখ্যা কমবে বা বাড়বে তাই নিয়ে জল্পনা তুঙ্গে। অনেকেই বলছেন, এবার স্কুলগুলিতে গরমের ছুটির সংখ্যা কমে যাবে। জানুন ঠিক কতটা কমবে স্কুলে গরমের ছুটির সংখ্যা।
25
স্কুলে গরমের ছুটি
মধ্যশিক্ষা পর্ষদ ২০২৬ গরমের ছুটির সংখ্যা অনেকটাই কমিয়ে দিয়েছে। পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ (WBBSE) ২০২৬ সালে গরমের ছুটির সংখ্যা অনেকটাই কমিয়ে দিয়েছে। স্কুলগুলিতে গ্রীষ্মকালীন ছুটি ১১ দিন থেকে কমিয়ে মাত্র ৬ দিন করার একটা সিদ্ধান্ত নিয়েছে।
35
গরমের ছুটি কবে থেকে ?
মধ্যশিক্ষা পর্যদ সূত্রের খবর, আগামী বছর গরমের ছুটি শুরু হবে ১১ মে থেকে। ছুটি চলবে ১৭ মে পর্যন্ত। এবার স্কুল পড়ুয়ারা শুধুমাত্রা মে মাসেই গরমের ছুটি পাবে।
জানা গিয়েছে, এই নিয়ম রাজ্য জুড়ে সমস্ত WBBSE-অনুমোদিত স্কুলে প্রযোজ্য হবে। এই সিদ্ধান্ত সম্পর্কে বোর্ড বলছে যে এর ফলে পড়াশোনার সময় বৃদ্ধি পাবে এবং শিক্ষার্থীদের শিক্ষাগত ক্ষতি কমবে। পশ্চিমবঙ্গে গ্রীষ্মকালীন ছুটি ১১ দিন থেকে কমিয়ে ছয় দিন করা করা হয়েছে।
55
পুজোর ছুটি
দুর্গাপুজো, কালীপুজো এবং ভাইফোঁটার জন্যও স্কুল পড়ুয়াদের ছুটি দেওয়া হয়েছে। এই উৎসবগুলিতে শিক্ষার্থীরা টানা ২৫ দিন ছুটি পাবে, যা শিক্ষার্থী এবং শিক্ষক উভয়ের জন্যই একটি উল্লেখযোগ্য স্বস্তি।