Bank Holiday: মকর সংক্রান্তি উপলক্ষে ১৪ না ১৫! কবে থাকবে ব্যাঙ্ক বন্ধ? বড় ঘোষণা RBI-এর

Published : Jan 14, 2026, 09:00 AM IST

Bank Holiday: মকর সংক্রান্তি উপলক্ষে ১৪ না ১৫! কবে থাকবে ব্যাঙ্ক বন্ধ? বড় ঘোষণা RBI-এর

PREV
17

নতুন বছরের শুরুতেই মকর সংক্রান্তি নিয়ে তৈরি হয়েছে বিভ্রান্তি। ২০২৬ সালে মকর সংক্রান্তি কবে— ১৪ জানুয়ারি না ১৫ জানুয়ারি? সেই সঙ্গে সাধারণ মানুষের আরেকটি বড় প্রশ্ন, এই দিনে ব্যাঙ্ক খোলা থাকবে কি না। মকর সংক্রান্তি কবে ২০২৬ সালে?

27

জ্যোতিষশাস্ত্র অনুযায়ী, সূর্য যখন ধনু রাশি ছেড়ে মকর রাশিতে প্রবেশ করে, তখনই মকর সংক্রান্তি পালিত হয়।২০২৬ সালে সূর্যের এই রাশি পরিবর্তন ঘটছে ১৪ জানুয়ারি, বুধবার। সেই কারণেই দেশের অধিকাংশ জায়গায় ১৪ জানুয়ারি মকর সংক্রান্তি হিসেবেই পালিত  হবে।

37

তবে কিছু রাজ্যে প্রশাসনিক সিদ্ধান্ত ও স্থানীয় রীতি অনুযায়ী ১৫ জানুয়ারি ছুটি ঘোষণা করা হয়েছে। এই কারণেই সাধারণ মানুষের মধ্যে তৈরি হয়েছে বিভ্রান্তি। কোথায় ১৪ জানুয়ারি, কোথায় ১৫ জানুয়ারি ছুটি?

47

১৪ জানুয়ারি ২০২৬ : এই দিনে মকর সংক্রান্তি, ভোগালী বিহু বা উত্তরায়ণ উপলক্ষে ছুটি থাকে একাধিক রাজ্যে।

57

কিছু রাজ্যে, বিশেষ করে উত্তর ভারতের কয়েকটি অংশে, প্রশাসনিকভাবে ১৫ জানুয়ারিকে সরকারি ছুটি হিসেবে ঘোষণা করা হয়েছে। অর্থাৎ, ছুটির দিন রাজ্যভেদে আলাদা—সারা দেশে একই দিনে ছুটি নয়। মকর সংক্রান্তিতে ব্যাঙ্ক খোলা থাকবে?

67

ব্যাঙ্কের ছুটি নির্ভর করে RBI-এর রাজ্যভিত্তিক হলিডে লিস্টের উপর। ১৪ জানুয়ারি ২০২৬ কিছু রাজ্যে মকর সংক্রান্তি বা ভোগালী বিহুর কারণে ব্যাঙ্ক বন্ধ থাকবে। আবার অনেক রাজ্যে ব্যাঙ্ক খোলা থাকবে।১৫ জানুয়ারি ২০২৬ দক্ষিণ ও মধ্য ভারতের একাধিক রাজ্যে পংগল বা উত্তরায়ণ উপলক্ষে ব্যাঙ্কে ছুটি রয়েছে।

77

মকর সংক্রান্তি ২০২৬ নিয়ে বিভ্রান্ত হওয়ার কিছু নেই। উৎসবের দিন মূলত ১৪ জানুয়ারি হলেও, ছুটি ও ব্যাঙ্ক পরিষেবা নির্ভর করছে রাজ্যের সরকারি ঘোষণার উপর। তাই নিজের রাজ্যের ছুটির তালিকা একবার দেখে নেওয়াই বুদ্ধিমানের কাজ।

Read more Photos on
click me!

Recommended Stories