SSC Case: ২৬ হাজার চাকরি বাতিলের রায়কে চ্যালেঞ্জ, আরও একটি মামলা সুপ্রিম কোর্টে-রইল শুনানির দিন

কলকাতা হাইকোর্টের দেওয়া ২৬ হাজার চাকরি বাতিলের রায়কে চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছে পশ্চিমবঙ্গ সরকার। এসএসসির অধীনে ২৫ হাজার ৭৫৩ জনের চাকরি বাতিলের নির্দেশ দিয়েছিল হাইকোর্ট।

 

স্কুল সার্ভিস কমিশনের (SSC)অধীনে ২৬ হাজার চাকরি বাতিলের রায়কে চ্যালেঞ্জ করে আরও একটি মামলা দায়ের হল সুপ্রিম কোর্টে। সোমবার শীর্ষ আদালতে মামলাটির শুনানি হয়। প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়, বিচারপতি জেবি পারদিওয়ালা ও বিচারপতি মনোজ মিশ্রের বেঞ্চে উঠেছিল। সেখানেই তিন বিচারপতির বেঞ্চ জানায় এই মামলাটি মূল মামলার সঙ্গে যুক্ত করে শুনানি হবে। আগামী ৬ অগাস্ট এসএসসির ২৬ হাজার চাকরি বাতিল মামলার শুনানি হবে। তখন তিন বিচারপতির বেঞ্চ এই মামলাও শুনবে।

কলকাতা হাইকোর্টের দেওয়া ২৬ হাজার চাকরি বাতিলের রায়কে চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছে পশ্চিমবঙ্গ সরকার। এসএসসির অধীনে ২৫ হাজার ৭৫৩ জনের চাকরি বাতিলের নির্দেশ দিয়েছিল হাইকোর্ট। সেই রায়কে চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টে দিয়েছিল রাজ্যের শিক্ষা দফতর, এসএসসিও মধ্যশিক্ষা পর্ষদ। তারপর সুপ্রিম কোর্টে রায়কে চ্যালেঞ্জ জানিয়ে একাধিক চাকরি হারাতে পারেন এমন প্রার্থীরাও মামলা করেছিলেন। এবারও তেমনই একজন চাকরি হারানোর আশঙ্কা করে মামলা করেন। সেই মামলাতেই প্রধান বিচারপতির বেঞ্চ জানিয়ে দেয় মূল মামলার সঙ্গেই এই মামলার শুনানি হবে।

Latest Videos

এসএসসি নিয়োগ নিয়ে দুর্নীতির অভিযোগ দীর্ঘদিনের। কলকাতা হাইকোর্টের বিচারপতি দেবাংশু বসাক ও বিচারপতি মহম্মদ সব্বর রশিদির ডিভিশন বেঞ্চে ২০১৬ সালের পুরো প্যানেল বাতিল করে। তাতেই একসঙ্গে চাকরি হারানোর জোগাড় হয় ২৫ হাজার ৭৫৩ জনের। পাশাপাশি সংশ্লিষ্টদের বেতনও ১২ শতাংশ সুদ সমেত ফিরত দেওয়ার নির্দেশ দিয়েছিল হাইকোর্ট। যদিও হাইকোর্ট সেই নির্দেশের ওপর অন্তর্বর্তী স্থগিতাদেশ জারি করেছিল সুপ্রিম কোর্ট। সেই মামলার শুনানি আগামী ৬ অগাস্ট।

আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

 

Share this article
click me!

Latest Videos

পুলিশি অভিযানে বড়সড় সাফল্য! উত্তেজনা রানাঘাটে, দেখুন | Ranaghat News Today
আর ৮ মাস! জুলাই-অগাস্টে রাজ্যে অকাল ভোট হতে চলেছে! জানালেন BJP সাংসদ | BJP News | Samik Bhattacharya
TMC-কে ভোট দিলেই মিলছে ঠোঙা ভর্তি মুড়ি ও চানাচুর! শোরগোল মেদিনীপুরে | Midnapore | WB By election
অসাধ্য সাধন! যথেষ্ট পরিকাঠামো না থাকার সত্ত্বেও ৮০০ গ্রামের শিশুকে বড় করে তুলল বারাসাত মেডিক্যাল
Suvendu Adhikari: 'পুলিশ গরু প্রতি ২০০০ টাকা তোলা তোলে' বিস্ফোরক অভিযোগ শুভেন্দু অধিকারীর