আরজি.করের তরুণী চিকিৎসককে খুনের অভিযোগ, পুলিশের জালে অভিযুক্ত প্রেমিক

Published : Sep 14, 2025, 07:01 AM IST
Bengaluru arrested

সংক্ষিপ্ত

RG Kar Doctor Death News: আরজি কর হাসপাতালের প্রাক্তন ছাত্রী খুনে প্রেমিকের হাত! পুলিশি তদন্তে গ্রেফতার অভিযুক্ত প্রেমিক। কী কারণে এই খুন? বিস্তারিত জানতে পড়ুন সম্পূর্ণ প্রতিবেদন…

RG Kar Doctor Death News: আর জি করের ঘটনা এখনও দগদগে। এরই মধ্যে আবারো এক আর জি করের আদিবাসী জুনিয়র মহিলা চিকিৎসকের রহস্য মৃত্যু ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে রাজ্যজুড়ে। চাঞ্চল্যকর এই ঘটনায় মূল অভিযুক্ত প্রেমিককে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার রাতে ধৃত অভিযুক্ত প্রেমিক। পুলিশ সূত্রে খবর, ধৃতের নাম উজ্জ্ব সোরেন।  

অভিযুক্ত মালদহ মেডিকেল কলেজ হাসপাতালের পড়ুয়া জুনিয়র চিকিৎসক। পরিবারের পক্ষ থেকে ইংরেজ বাজার থানায় অভিযোগ দায়ের। অভিযোগ জমার পরই তাকে গ্রেফতার করে পুলিশ।  এদিকে ফের এই ঘটনায় আবারও আর জি করের আবহাওয়া তৈরি হয়েছে।

কী অভিযোগ মৃতার পরিবারের?

মৃতা প্রেমিকার পরিবারের অভিযোগ। তাদের মেয়ে অনিন্দিতা সোরেন ও তার প্রেমিক উজ্জ্বল সোরেন পুরীর মন্দিরে গিয়ে বিয়ে করে। এরপর অন্তঃসত্ত্বা হয়ে পরে অনিন্দিতা। সামাজিক ভাবে পরিবারের তরফে মেয়ে ও প্রেমিক উজ্জ্বলকে বিয়ের চাপ দেওয়া হচ্ছিল। 

সূত্রের খবর, সামাজিক ভাবে বিয়েতে রাজি ছিল না অনিন্দিতার প্রেমিক। যা নিয়ে দুজনের মধ্যে বেশ কিছুদিন ধরে অশান্তিও চলছিল। এরপর কয়েকদিন আগেই অভিযুক্তের সঙ্গে দেখা করতে মালদহে যায় ওই তরুণী। মৃতার পরিবারের অভিযোগ, ওষুধ জাতীয় কিছু খাইয়ে দেওয়ার পরই অসুস্থ হয়ে পড়ে তাঁদের মেয়ে। তারপর খবর দেওয়া হয় বাড়িতে। পরে সেখানেই তার মৃত্যু হয়। 

পুলিশ সূত্রে খবর, মৃতা অনিন্দিতা সোরেন আর জি কর মেডিকেল কলেজ হাসপাতালে এমবিবিএস এর ছাত্রী। মৃতার বাড়ি দক্ষিণ দিনাজপুর জেলার বালুরঘাটে। প্রেমিক উজ্জলের বাড়ি পুরুলিয়াতে। বিভিন্ন অনুষ্ঠান ও সোশ্যাল মিডিয়ার মাধ্যমে দুজনের পরিচয় হয়। প্রেমিক উজ্জ্বলের সঙ্গে দেখা করতে অনিন্দিতা গত সোমবার মালদহে এসেছিল। এরপর এরা দুজন মালদহ শহরের একটি হোটেলে ছিল। 

কী ঘটেছিল সেদিন? 

সেখানেই অসুস্থ হয়ে পড়ে আর জি করের ওই ডাক্তারি পড়ুয়া। এরপর তাকে ভর্তি করা হয় মালদহ মেডিকেল কলেজ হাসপাতালে। কলকাতা নিয়ে যাওয়ার পথে শুক্রবার গভীর রাতে মৃত্যু হয় ওই ছাত্রীর। পরিবারের অভিযোগ ওষুধ জাতীয় কিছু খাইয়ে দেওয়া হয়েছিল তাদের মেয়েকে। পরিবারের অনুমান, গর্ভবতী ছিল তাদের মেয়ে। এই কারণে উজ্জ্বলকে রেজিস্ট্রির কথা বলে অনিন্দিতা। এই নিয়ে তাদের মধ্যে মন কষাকষি চলছিল।

 সেই সঙ্গে অনিন্দিতার ওপর বিভিন্ন রকম ভাবে মানসিক অত্যাচার করতে উজ্জ্বল বলে অভিযোগ পরিবারের। এদিকে এই ঘটনার পর মৃতার পরিবারে লিখিত অভিযোগের ভিত্তিতে প্রেমিক উজ্জ্বলকে গ্রেফতার করেছে পুলিশ। এছাড়াও মৃতদেহটি ময়নাতদন্তে পাঠানো হয়েছে। গোটা বিষয়টি খতিয়ে দেখে ঘটনার তদন্ত শুরু করছে ইংরেজবাজার থানার পুলিশ।

আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

চাপের মুখে বাবরি মসজিদ নিয়ে বড় ঘোষণা হুমায়ুন কবীরের, দেখুন কী বলছেন
এসআইআর আবহে বার্থ সার্টিফিকেট তৈরি করার হিড়িক! মালদহ মেডিক্যালে চাঞ্চল্য