আবাসিকদের হাতেই খুন মালিক, নেশামুক্তি কেন্দ্রের হাড়হিম ঘটনায় আতঙ্ক এলাকায়

Published : Sep 12, 2025, 02:30 PM IST
Asianet News

সংক্ষিপ্ত

 Crime News: সাতসকালে নেশামুক্তি কেন্দ্রে চাঞ্চল্যকর ঘটনা। খোদ মালিককে খুনের অভিযোগ উঠল আবাসিকদের বিরুদ্ধে। কোথায় ঘটল এই ঘটনা? বিশদে জানতে পড়ুন সম্পূর্ণ প্রতিবেদন…

Hooghly Crime News: উত্তরপাড়ার নেশা মুক্তি কেন্দ্রের কর্নধারকে শিলনোড়া দিয়ে থেঁতলে খুনের অভিযোগ। খুন করে পলাতক ২ আবাসিক! চাঞ্চল্যকর ঘটনার তদন্ত শুরু করেছে উত্তরপাড়া থানার পুলিশ। পুলিশ ও স্থানীয় সূত্রে খবর, উত্তরপাড়ার ১১ নম্বর ওয়ার্ডের শান্তিনগর এলাকায় টাইম টু চেঞ্জ নামে একটি নেশা মুক্তি কেন্দ্র রয়েছে। যার কর্নধার ছিলেন মদন রানা নামের এক ব্যক্তি। মদন আবার ১০ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলরের প্রাক্তন স্বামী।

পুলিশ সূত্রে খবর, শুক্রবার ভোরে ওই নেশামুক্তি কেন্দ্রের দুই আবাসিক মদনকে শিলনোড়া দিয়ে মাথা থেঁতলে খুন করে বলে অভিযোগ উঠেছে। অন্য এক আবাসিককেও মারধোর করে। পরে সবাই পালিয়ে যায়। এদিকে ঘটনার খবর পেয়ে মদনের মা-দিদি নেশা মুক্তি কেন্দ্রে যান। রক্তাক্ত জখম অবস্থায় যুবককে উদ্ধার করে উত্তরপাড়া স্টেট জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানেই তার মৃত্যু হয়।

৪৫ মিনিটেরও বেশি সময় দাঁড়িয়ে মেট্রো, গন্তব্যে পৌঁছতে নাকাল ব্লু লাইনের যাত্রীরা

কেন মদন রানাকে খুন করা হল?

সূত্রের খবর, মদন রানার বিরুদ্ধেও এর আগে প্রতারণার অভিযোগে ছিল। গ্রেফতারও হয়েছিলেন তিনি। সে নিজেও নেশা করতেন। বছর পাঁচেক আগে উত্তরপাড়ায় বাড়ি ভাড়া নিয়ে নেশা মুক্তি কেন্দ্র খোলেন বলে জানতে পেরেছে পুলিশ। 

কী বলছেন মৃতের পরিবারের সদস্যরা?

মদনের দিদি নন্দিতা ভার্মা বলেন, ‘’পৌনে সাতটা নাগাদ খবর পাই ভাইকে মারধর করা হয়েছে। তারপর সেন্টারে এসে আমরা দেখি রক্তাক্ত অবস্থায় পরে আছে। তখনো আমার ভাই এর শ্বাস চলছিল। শুধু মাথায় আঘাত করেছে। শরীরে কিছু করেনি। ডাক্তার দেখে বলল আর একটু আগে আনতে পারলেন না। ২০-২২ জন আবাসিক ছিল। এই ঘটনার পর তারা বেশিরভাগই চলে গিয়েছে ট্রেন ধরে।''

মাত্র ২৪ ঘন্টার ব্যবধানে জোড়া বাঘিনীর মৃত্যু আলিপুর চিড়িয়াখানায়

পুলিশি পদক্ষেপ কতদূর এগোল? 

পুলিশ সূত্রে জানা গিয়েছে, অভিযুক্ত আবাসিকরা পুজোর আগে বাড়ি যেতে চাইছিল। তাদের ছাড়তে রাজি ছিলেন না মদন। তাই নিয়ে বচসা হয়। শুক্রবার ভোরে রান্না ঘরের চাবি খুলে শিলনোড়া নিয়ে এসে নেশা মুক্তি কেন্দ্রের মালিকের উপর চড়াও হয় অভিযুক্ত আবাসিকরা। সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে তদন্ত শুরু করেছে পুলিশ। অভিযুক্তদের বাড়ি দমদম, বেলঘড়িয়া এলাকায় বলে জানা গিয়েছে। তাদের গ্রেফতার করতে তল্লাশি অভিযানে নেমেছে পুলিশ। এছাড়াও গোটা বিষয়টি খতিয়ে দেখে শুরু হয়েছে ঘটনার তদন্ত। 

আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

চাপের মুখে বাবরি মসজিদ নিয়ে বড় ঘোষণা হুমায়ুন কবীরের, দেখুন কী বলছেন
এসআইআর আবহে বার্থ সার্টিফিকেট তৈরি করার হিড়িক! মালদহ মেডিক্যালে চাঞ্চল্য