Panchayat Election 2023: 'বিজেপি সরকারকে উৎখাত করতে হবে', বারাবনির সভা থেকে হুঙ্কার অভিষেকের

Published : Jun 30, 2023, 06:31 PM IST
Abhishek Banerjee counter challenge with summons to ED sent to me after release of wife

সংক্ষিপ্ত

শেষ মুহূর্তের প্রচারে শুক্রবার বীরভূম এবং পশ্চিম বর্ধমানে সভা করলেন অভিষেক।

'বিজেপিকে একটাও ভোট নয়', পশ্চিম বর্ধমানের বারাবনির সভা থেকে হুঙ্কার অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। পঞ্চায়েত নির্বাচনের মুখে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। কেন্দ্রীয় সরকার বাংলাকে বঞ্চিত করেছে বলেও অভিযোগ করেছেন তৃণমূলের সেকেন্ড ইন কমান্ড। শেষ মুহূর্তের প্রচারে শুক্রবার বীরভূম এবং পশ্চিম বর্ধমানে সভা করলেন অভিষেক। এদিন এই সভা থেকেই জনতার উদ্দেশে প্রশ্ন রাখলেন তিনি।

৩০ জুন, শুক্রবার পশ্চিম বর্ধমানের বারাবনির সভা থেকে অভিষক বন্দ্যোপাধ্যায় বললেন,'বিজেপি সরকারকে উৎখাত করা হবে। কেন্দ্রের যে সরজাক বাংলাকে বঞ্চিত করে রেখেছে তাঁদের দলকে একটাও ভোট নয়। সাধারণ মানুষ ওদের কাছে মাথা নত করবে না৷ বহিরাগতদের কাছে বশ্যতা স্বীকার করবে না।' তিনি আরও বলেন,'আসানসোলে লোকসভায় বিজেপি প্রথমে জিতেছিল। পরে উপনির্বাচনে তৃণমূল কংগ্রেস জেতে। পঞ্চায়েতেও সেই রেকর্ডই ধরে রাখতে হবে।' মূল্যবৃদ্ধির প্রসঙ্গ টেনে তিনি বললে, 'যারা আপনাদের পাশে থাকছে, সমস্ত পরিষেবা দিচ্ছে, তাদের সঙ্গে থাকবেন? না যারা লুটছে তাদের সঙ্গে থাকবেন? সিদ্ধান্ত আপনাদের।'

 

PREV
click me!

Recommended Stories

কেন যান নি গীতাপাঠের অনুষ্ঠানে? দেখুন কী বলছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়
Suvendu Adhikari: বঙ্কিমদা বলায় মোদীকে তুলোধনা তৃণমূলের, পাল্টা দিয়ে চরম আক্রমণ শুভেন্দুর