মালদার হরিশ্চন্দ্রপুর ও মহেন্দ্রপুর হাতছাড়া হল তৃণমূলের । বাম কংগ্রেস জোট বোর্ড গঠন করলে এই দুই গ্রাম পঞ্চায়েতে ।
মালদার হরিশ্চন্দ্রপুর ও মহেন্দ্রপুর হাতছাড়া হল তৃণমূলের । বাম কংগ্রেস জোট বোর্ড গঠন করলে এই দুই গ্রাম পঞ্চায়েতে । মহেন্দ্রপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান হলেন সিপিআইএমের মৌসুমী দাস । উপপ্রধান হলেন নির্দল থেকে জয়ী প্রার্থী জুল মোহম্মদ । কঠোর পুলিশি নিরাপত্তা মধ্য দিয়ে চলছিল এই বোর্ড গঠন।