
'পশ্চিমবঙ্গে মহা জঙ্গলরাজ চলছে' অডিও বার্তায় মমতাকে বিঁধলেন মোদী
PM Modi Taherpur : তাহেরপুরে নামতেই পারল না প্রধানমন্ত্রীর কপ্টার। ঘন কুয়াশার কারণে কপ্টার ফিরে গেল কলকাতায়। অডিও বার্তা দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। প্রথমেই দুঃখ প্রকাশ করলেন প্রধানমন্ত্রী। বিজেপি কর্মীদের মৃত্যুতেও শোক প্রকাশ করলেন প্রধানমন্ত্রী। মোদীর আবেদন, একবার বিজেপির সরকার করুন। 'পশ্চিমবঙ্গে মহা জঙ্গলরাজ চলছে'। অনুপ্রবেশকারীদের বাঁচাতেই বাংলায় SIR-এর বিরোধিতা করছে তৃণমূল'। মন্তব্য করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী