তৃণমূল প্রার্থীদের মারধরের অভিযোগ কংগ্রেসের বিরুদ্ধে, নন্দীগ্রামে বিজেপির বিরুদ্ধে চূড়ান্ত অশান্তি করার অভিযোগ

সন্ত্রাসের আতঙ্কে সাধারণ ভোটাররা প্রাণ বাঁচানোর দায়ে আম বাগানের ভেতর লুকিয়ে আছেন, স্থানীয় পুলিশের ফোন সুইচ অফ রয়েছে বলে জানা যাচ্ছে। হাসনাবাদে তৃণমূল কর্মীদের ওপর ব্যাপক মারধর ও হামলা চালানোর অভিযোগ উঠেছে কংগ্রেসের বিরুদ্ধে। 

ন্যাজাট থানার অন্তর্গত ঘটিহারা এলাকায় জেলা পরিষদের বিজেপি প্রার্থী প্রতাপাদিত্য বরের বাবা পঙ্কজ বরের উপর প্রাণঘাতী আক্রমণ করার অভিযোগ উঠেছে শাসকদল তৃণমূলের বিরুদ্ধে। এলাকার প্রায় সমস্ত বিজেপি প্রার্থীর বাড়িতে গিয়ে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা মারাত্মক অত্যাচার চালাচ্ছে বলে অভিযোগ। অন্যদিকে, উত্তর দিনাজপুরেও শাসক শিবিরের প্রতি তীব্র ক্ষোভ প্রকাশ করেছে গেরুয়া শিবির। এই জেলার গোয়ালপোখোর ব্লকে ‘ভোটের নামে প্রহসন চলছে’ বলে অভিযোগ তুলে রাজ্য নির্বাচন কমিশনের কাছে অভিযোগ জানিয়েছেন বিজেপি সাংসদ শ্রীমতি দেবশ্রী চৌধুরী।

আতুরিয়া পঞ্চায়েতের অন্তর্গত বাদুড়িয়া ব্লকের ১৮৫ নম্বর বুথে প্রিসাইডিং অফিসারের কাছ থেকে প্রায় ১০০ ব্যালট পেপার লুঠ করে নেওয়া হয়েছে বলে জানা গেছে, এখানেও অভিযোগ উঠেছে তৃণমূলের বিরুদ্ধেই। দক্ষিণ ২৪ পরগণার মন্দিরবাজার ব্লকের এনায়েতপুরের কেছারপুর গ্রাম পঞ্চয়েত এলাকায় ভোটের দিন সকাল থেকে তৃণমূল কর্মী-সমর্থকের বাইক বাহিনীর দাপট চলছে বলে অভিযোগ, এখানকার বিজেপি প্রার্থী স্মৃতিকনা বৈরাগীর ওপর তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা হামলা করেছে এবং মেরে মাথা ফাটিয়ে দিয়েছে, তাঁর স্বামীকে মেরে পিঠ ফাটিয়ে দেওয়া হয়েছে বলে অভিযোগ। মালদহের ইংরেজবাজারের চণ্ডীপুর এলাকায় সন্ত্রাসের আতঙ্কে সাধারণ ভোটাররা প্রাণ বাঁচানোর দায়ে আম বাগানে লুকিয়ে আছেন, স্থানীয় পুলিশের ফোন সুইচ অফ রয়েছে বলে জানা যাচ্ছে।

Latest Videos

ভাতার বিধানসভার ১২০ ১২১ নম্বর বুথে সিভিক ভলান্টিয়ারদের দিয়েই ভোট করিয়ে নেওয়া হচ্ছে। রাজারহাট ব্লকের রেকজোয়ানি হাসপাতালের কাছে মাঝেরাইত এফপি স্কুলের ১৪১ নম্বর বুথে বিজেপির পোলিং এজেন্টকে ঢুকতে দেওয়া হচ্ছে না বলে অভিযোগ তোলা হয়েছে তৃণমূলের বিরুদ্ধে। পাতুলিয়া গ্রাম পঞ্চায়েতের ১৪৮ নং বুথে বিজেপি প্রার্থীকে চূড়ান্ত মারধর করে বুথের ভেতর ঢুকতেই দেওয়া হয়নি বলে অভিযোগ। তারকেশ্বরের ভঞ্জিপুর গ্রাম পঞ্চায়েতের ২০৫ নং বুথে ২০০ দলবল নিয়ে এসে তৃণমূলের কর্মী-সমর্থকরা দেদার ছাপ্পা ভোট দিচ্ছেন বলে অভিযোগ বিরোধীদের। গাজোল এক পঞ্চায়েত সমিতির অন্তর্গত ১২২ নম্বর বুথে দুষ্কৃতীদের ভয়ে পালিয়ে গিয়েছেন ভোট কর্মীরা। ডায়মন্ড হারবারেও দেদার ছাপ্পা ভোট চলছে বলে অভিযোগ। এক নম্বর ব্লকের নেতারা অঞ্চলের ১৮৬ ,১৮৭ নম্বর বুথে সকাল থেকে বোমা, গুলি চলছে, কাউকে ভোট দিতে দেওয়া হচ্ছে না। পূর্ব মেদিনীপুর জেলার পটাশপুর ২ নং ব্লকের খাড় ৩ নং গ্রাম পঞ্চায়েতের রতনপুর ৮৯ নং বুথে ভোর রাতে বিদ্যুৎ বিচ্ছিন্ন করে ভোট কর্মীদের ভয় দেখিয়ে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা ব্যালট বক্স চুরি করেছে বলে অভিযোগ বিজেপি প্রার্থী সঞ্জয় পন্ডার।

মাথাভাঙ্গা ১ ব্লকের বৈরাগীর হাট গ্রাম পঞ্চায়েতের ৫/৬৬ নং বুথে বিজেপির প্রার্থী এজেন্ট সহ বেশ কয়েকটি বাড়িতে তৃণমূলের সমর্থকরা ভাঙচুর চালিয়েছে বলে অভিযোগ। কীর্ণাহার ১ নম্বর অঞ্চলের বিভিন্ন বুথে সিভিক পুলিশ দিয়ে ভোট করানো হচ্ছে বলে দেখা গেছে। গাজনা গ্রাম পঞ্চায়েত হাসখালি ব্লকের নিউ নওদা কমলপুর প্রাইমারি স্কুল ২৩৬ নম্বর বুথে পঞ্চায়েত প্রধান হেমলতা বিশ্বাস তাঁর ছেলে প্রদীপ বিশ্বাস ও তাঁর স্বামী দিলীপ বিশ্বাস বুথ দখল করে দেদার ছাপ্পা ভোট চালাচ্ছেন বলে অভিযোগ । উত্তর ২৪ পরগনার হাসনাবাদ ব্লকের রামেশ্বরপুরের ৪৩ নম্বর বুথে তৃণমূল কর্মীদের ওপর ব্যাপক মারধর ও হামলা চালানোর অভিযোগ উঠেছে কংগ্রেসের বিরুদ্ধে। এখানকার কংগ্রেস প্রার্থী আব্দুল রউফ গাজী দলবল নিয়ে এসে স্থানীয় তৃণমূল কর্মীদের ওপর আক্রমণ করেছেন বলে অভিযোগ।

অন্যদিকে, ঝাড়গ্রামে বিজেপি প্রার্থীকে হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে স্থানীয় সিপিআইএম প্রার্থীর ওপর। নদবোহরা - আলিগেরিয়া অঞ্চলের ৫ নম্বর বুথের বিজেপি প্রার্থী শ্যামলী শবরকে ভোটের আগে সিপিআইএম প্রার্থী চম্পা শবর হুমকি দিয়ে গেছেন বলে অভিযোগ। আরেকদিকে, বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর গড় পূর্ব মেদিনীপুরের নন্দীগ্রাম ১ নম্বর ব্লকের ৭২ নম্বর বুথে বিজেপির দ্বারা ব্যাপক অশান্তির পরিবেশ সৃষ্টি হয়েছে বলে জানা গেছে। বিজেপি কর্মী-সমর্থকরা এখানে একজন ভোটারকেও ভোট দিতে দিচ্ছেন না বলে অভিযোগ।

আরও পড়ুন-

Panchayat Election: একের পর এক হিংসার খবর, পঞ্চায়েত ভোটে রক্তারক্তি থামছে না বাংলায়
Panchayat Election: তৃণমূল নেতা-কর্মীদের ওপর হামলা, পঞ্চায়েত ভোটের হিংসায় কেন্দ্রীয় বাহিনীকেই কাঠগড়ায় তুলল শীর্ষ নেতৃত্ব

Weather News: দক্ষিণবঙ্গে একটানা চলবে বৃষ্টি, উত্তরে ভারী বৃষ্টির জন্য কমলা সতর্কতা অব্যাহত

Sex Tips: সেক্সে সমস্যা? যৌন জীবনে স্ফূর্তি ফিরিয়ে আনতে মেনে চলুন কয়েকটি গুরুত্বপূর্ণ টিপস

Read more Articles on
Share this article
click me!

Latest Videos

‘Humayun Kabir যদি ব্যানার্জি হত, শোকজ করতেন?’ Mamata Banejee-কে চরম আক্রমণ Adhir Ranjan Chowdhury-র
"হোলি ! হালকা ড্রিঙ্কস অবশ্যই করেছি", পুলিশ আটক করায় এ কী বলছেন যুবক? দেখুন পুরো ভিডিও | Viral Video
হিন্দু ধর্ম ত্যাগ করে অন্য ধর্মে বিয়ে, কঠিন সিদ্ধান্ত পরিবারের! | North Dinajpur News Today
‘West Bengal-এ ভোট সন্ত্রাস শুরু করেছে Mamata Banerjee-র TMC!’ বিস্ফোরক Adhir Ranjan Chowdhury
ডাকাতির ছক বানচাল ! আগ্নেয়াস্ত্র সহ বারুইপুর থেকে গ্রেফতার সাত জন ডাকাত | South 24 Paragana News