Panchayat Election: মারধর-রক্তারক্তির পাশাপাশি দেদার ছাপ্পা ভোটের খবর, পঞ্চায়েত ভোটে হিংসা চরমে

কোথাও চলছে দেদার ছাপ্পা ভোট, কোথাও ১ ঘণ্টাতেই ভোটগ্রহণ শেষের পরিস্থিতি, কোথাও লুঠ হয়ে গিয়েছে ব্যালট, কোথাও আবার ভোটকেন্দ্রের বাইরেই উদ্ধার হল তাজা বোমা। রাস্তায় টায়ার জ্বালিয়ে প্রতিবাদ করে ভোট বয়কট করলেন এলাকার মানুষ। হিংসায় উত্তপ্ত পঞ্চায়েত ভোট।

Web Desk - ANB | Published : Jul 8, 2023 3:20 AM IST / Updated: Jul 08 2023, 09:15 AM IST

কোথাও চলছে দেদার ছাপ্পা ভোট, কোথাও ১ ঘণ্টাতেই ভোটগ্রহণ শেষের পরিস্থিতি, কোথাও লুঠ হয়ে গিয়েছে ব্যালট। পঞ্চায়েত ভোটগ্রহণে বেনজির সন্ত্রাস, রক্তপাত আর আতঙ্কে দীর্ণ গ্রামবাংলার জনমত। অশান্তি কিছুতেই থামছে না পশ্চিমবঙ্গের জেলায় জেলায়। অশান্ত পরিস্থিতি পর্যবেক্ষণের জন্য ৮ জুলাই, নির্বাচন শুরু হওয়ার পরেই রাজভবন থেকে বেরিয়ে গিয়েছেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। ইতিমধ্যেই নির্দল প্রার্থীকে মারধর ও অফিস ভাঙচুরের প্রতিবাদে রাস্তায় আগুন জ্বালিয়ে তীব্র বিক্ষোভ শুরু হয়ে গেছে টাকি রোডের ওপর। অশান্তি থামাতে এসে বিফল হয়ে গাড়ি ঘুরিয়ে চলে গিয়েছে পুলিশ।

সাতসকালে তারাচাঁদ বাড়ে ভোট দিতে গিয়েও ফিরে আসতে হল তৃণমূল নেতা শেখ সুফিয়ানকে। বিজেপির কর্মী-সমর্থকদের দ্বারা বাধার মুখে পড়েছেন বলে ক্ষোভ প্রকাশ করলেন শাসকদলের নেতা। পশ্চিম মেদিনীপুর জেলার সবং থানার ৩ নম্বর দাঁদরা অঞ্চলের খেলনা দক্ষিণ বুথ এলাকায় ২ জন তৃণমূল কর্মীকে মেরে মাথা ফাটিয়ে দেওয়া হয়েছে বলে অভিযোগ। ভোট শুরু হওয়ার আগের রাতেই ভয়াবহ ঘটনায় উত্তপ্ত এলাকা। অন্যদিকে, জলপাইগুড়ি জেলার ২ নম্বর শালবড়ি গ্রাম পঞ্চায়েত এলাকায় তৃণমূলের পঞ্চায়েত প্রার্থীকে ব্যাপক মারধর করা হয়, কেন্দ্রীয় বাহিনী থাকা সত্ত্বেও এই রক্তারক্তি কাণ্ড কেন ঘটল, সেই প্রশ্ন তুলে সরব হয়েছেন তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষ। 

উত্তর দিনাজপুরের ইসলামপুরের ভুটিয়া বুথে ভোট দেওয়ার মেশিন গালা দিয়ে সিল করে দেওয়া হয়েছে বলে অভিযোগ। একজন ভোটারকেও ভোট দিতে দেওয়া হচ্ছে না। অন্যদিকে, মুর্শিদাবাদে ব্যালট পেপার চুরি করার অভিযোগ উঠেছে তৃণমূলের বিরুদ্ধে। ডায়মন্ড হারবারের খোলাখালিতে ভোট দিতে এসে ভোটাররা দেখতে পাচ্ছেন যে, তাঁদের ভোট অনেক আগেই পড়ে গিয়েছে রাতের অন্ধকারে। 

রাজারহাটের চাঁপাগাছিতে তৃণমূল বনাম আইএসএফ সমর্থকদের হাতাহাতিতে ব্যাপক উত্তেজনা। বেশ কয়েকজন কর্মী-সমর্থক গুরুতরভাবে জখম হয়ে গেছেন। দিকে দিকে নিরাপত্তার অভাব নিয়ে অভিযোগ আসছে। কেন্দ্রীয় বাহিনী মোতায়েন থাকলেও অশান্তি এড়ানো যাচ্ছে না। আমডাঙায় বুথ দখল করার জন্য বোমা মারা হয়েছে বলে অভিযোগ। বুথ সংলগ্ন এলাকা থেকেই তাজা বোমা উদ্ধার করেছে বম্ব স্কোয়াড। তৃণমূলের বিরুদ্ধে অশান্তির অভিযোগ তুলেছে আইএসএফ।

কোচবিহারের দিনহাটায় ফের গুলি চলার খবর পাওয়া গেছে। এখানকার ৭/২৫৫ নম্বর বুথে গুলিবিদ্ধ হয়েছেন নির্দল প্রার্থী ভোলা বর্মণ, এই এলাকায় সিপিআইএম প্রার্থীও দুষ্কৃতীদের দ্বারা আক্রান্ত হয়েছেন বলে জানা গেছে। বারাসাতের কদম্বগাছিতে নির্দল সমর্থককে পিটিয়ে খুন করার অভিযোগ। প্রতিবাদে আগুন জ্বালিয়ে সকাল থেকে চলছে বিক্ষোভ। ভোটকেন্দ্রের গেটের বাইরে বসে রয়েছে নিহত সমর্থকের শোকস্তব্ধ স্ত্রী, তাঁর মুখেও আঘাতে চিহ্ন রয়েছে স্পষ্ট।

আরও পড়ুন- 
Panchayat Election: তৃণমূল নেতা-কর্মীদের ওপর হামলা, পঞ্চায়েত ভোটের হিংসায় কেন্দ্রীয় বাহিনীকেই কাঠগড়ায় তুলল শীর্ষ নেতৃত্ব
Weather News: দক্ষিণবঙ্গে একটানা চলবে বৃষ্টি, উত্তরে ভারী বৃষ্টির জন্য কমলা সতর্কতা অব্যাহত

Sex Tips: সেক্সে সমস্যা? যৌন জীবনে স্ফূর্তি ফিরিয়ে আনতে মেনে চলুন কয়েকটি গুরুত্বপূর্ণ টিপস

Read more Articles on
Share this article
click me!