পশ্চিমবঙ্গে ভোট করানোর পরিস্থিতি কেমন, সম্পূর্ণ প্রশাসনিক প্রস্তুতি খতিয়ে দেখবে কমিশন।
লোকসভা নির্বাচনকে (Lok Sabha Election 2024) লক্ষ্যমাত্রা রেখে ভোটের আসরে নামতে তৈরি সমস্ত রাজনৈতিক দলই। শাসক থেকে বিরোধী, সব পক্ষই একে অপরকে টেক্কা দিতে মরিয়া। সেই সরগরম আবহাওয়ায় বাংলায় আসছে নির্বাচন কমিশনের (Election Commission) ফুল বেঞ্চ।
-
সূত্রের খবর, পশ্চিমবঙ্গে লোকসভা ভোটের প্রস্তুতি খতিয়ে দেখার জন্যই আসছেন কমিশনের প্রোিনিধিরা। আগামী ৪ মার্চ রাজ্যে আসছে কমিশনের ফুল বেঞ্চ। ৪ থেকে ৬ মার্চ রাজ্যের ভোট প্রস্তুতি খতিয়ে দেখার কাজ চলবে। এরপর সর্বদলীয় বৈঠক হবে ৫ মার্চ সকাল সাড়ে ৯ টা থেকে। ওইদিনই সকাল সাড়ে ১১ টায় জেলা শাসকদের সঙ্গে বৈঠক রয়েছে কমিশনের প্রতিনিধিদের ।
-
৬ মার্চ সিইও, পুলিশের নোডাল অফিসারদের সঙ্গে বৈঠকে বসতে পারে নির্বাচন কমিশনের ফুল বেঞ্চ। দুপুর ২টো থেকে মুখ্যসচিব, ডিজি-র সঙ্গেও বৈঠক হওয়ার কথা রয়েছে । ৬ তারিখেই বিকাল ৪ টে নাগাদ সাংবাদিক বৈঠক করা হতে পারে। তারপর মার্চ মাসের দ্বিতীয় সপ্তাহেই লোকসভা ভোটের (Lok Sabha Vote) দিনক্ষণ ঘোষণা করে দিতে পারে নির্বাচন কমিশন।
-
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।