পুজোর আগেই জামিনে মুক্ত পার্থ চট্টোপাধ্যায়? 'প্রভাবশালী তকমা' নিয়ে বড় দাবি প্রাক্তন মন্ত্রীর আইনজীবীর

কলকাতা হাইকোর্ট পার্থ চট্টোপাধ্য়ায়ের জামিনের আবেদন শোনে। কিন্তু এখনই কিছু সিদ্ধান্ত নিতে নারাজ। এই মামলার পরবর্তী শুনানির দিন ধার্য করা হয়েছে আগামী ৩ অক্টোবর।

 

এবার কি নাকতলার পুজোয় দেখা যাবে পার্থ চট্টোপাধ্য়ায়কে? তার জন্য আর বেশি দিন নয়, অপেক্ষা করতে হবে ৩ অক্টোবর পর্যন্ত। শুক্রবার কলকাতা হাইকোর্টে ছিল পার্থ চট্টোপাধ্যায়ের জামিন মামলার শুনানি। সেখানেই তাঁর আইনজীবী বলেন, অরবিন্দ কেজরিওয়াল, মণীষ সিসৌদিয়া ও অনুব্রত মণ্ডলের প্রসঙ্গ তুলে বলেন, এখন আর পার্থ চট্টোপাধ্য়ায় প্রভাবশালী নন। তাই এখন তাঁর জামিন পেতে কোনও সমস্যা নেই। ২০২২ সালে জুলাই মাসে পার্থ চট্টোপাধ্য়ায়কে হিসেব বহির্ভূত টাকা রাখার অভিযোগে গ্রেফতার করেছিল ইডি। পরবর্তীকালে সিবিআই রাজ্যের নিয়োগ দুর্নীতিকাণ্ডে তাঁকে গ্রেফতার করে।

কলকাতা হাইকোর্ট পার্থ চট্টোপাধ্য়ায়ের জামিনের আবেদন শোনে। কিন্তু এখনই কিছু সিদ্ধান্ত নিতে নারাজ। এই মামলার পরবর্তী শুনানির দিন ধার্য করা হয়েছে আগামী ৩ অক্টোবর। শুক্রবার পার্থ চট্টোপাধ্যায় ছাড়াও এসএসসি-কাণ্ডে সুবীরেশ ভট্টাচার্য, শান্তিপ্রসাদ সিংহ, অপূর্ব সাহাদের মতো রাজ্যের শিক্ষাকর্তাদের জামিনের মামলার শুনানি ছিল হাইকোর্টে। বিচারপতি অরিজিৎ বন্দ্যোপাধ্যায় ও বিচারপতি অপূর্ব সিংহ রায়ের বেঞ্চে মামলার শুনানি গয়। পার্থ চট্টোপাধ্য়ায়ের জামিনের বিরুদ্ধে এতদিন সিবিআই -এর অন্যতম যুক্ত ছিল প্রভাবশালী তকমা। জামিনে মুক্তি পেয়ে গেলে তিনি নিয়োগে দুর্নীতি মামলার তদন্তকে প্রাভাবিত করতে পারে। সাক্ষীদের ওপর প্রভাব খাটাতে পারেন। নষ্ট করতে পারেন তথ্যপ্রমাণ। শুক্রবারের শুনানিতে সিবিআইয়ের এই যুক্তি উড়িয়ে দেন পার্থের আইনজীবী। তাঁর সওয়াল, পার্থ এখন মন্ত্রী নন। কোনও রাজনৈতিক প্রভাবশালী নেতাও তাঁর পাশে নেই। তিনি এখন একা। ফলে তাঁর বিরুদ্ধে যে ‘প্রভাবশালী’ তকমা রয়েছে, তা সঠিক নয়।

Latest Videos

এদিন পার্থর আইনজীবী বলেন, বিভিন্ন মামলায় কেজরিওয়াল , সিসোদিয়া গ্রেফতার হন। তাঁদের বিরুদ্ধে প্রভাবশাসী তকমা সেঁটে দেওয়া হয়েছিল। তাঁরা এখনও প্রভাবশালী, কিন্তু তারপরেও তাঁরা জামিন পেয়েছেন। পার্থ প্রভাবশালী নন, কিন্তু তারপরেও কেন জামিন পাবেন না?

সওয়াল জবাবের পরে এদিন কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ সিবিআইকে তাদের বক্তব্য লিখিত আকারে জমা দিতে নির্দেশ দিয়েছিল। কিন্তু সিবিআই তা দেয়নি। পরবর্তী শুনানির দিন সিবিআইকে তাঁর বক্তব্য লিখিত আকারে জমা দিতে নির্দেশ দিয়েছেন।

আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

 

Share this article
click me!

Latest Videos

'আমরা স্বাধীন করালাম আর বাংলাদেশ বাবা-মা ভাবছে পাকিস্তানকে', বাংলাদেশকে ধুয়ে দিলেন Locket Chatterjee
‘TMC-র জন্য West Bengal এখন অপরাধীদের স্বর্গরাজ্য’ তৃণমূলকে ধুয়ে দিলেন Adhir Ranjan Chowdhury
সৎ বাবা না পাষণ্ড! কাণ্ড দেখে আঁতকে উঠবেন আপনিও! | South 24 Parganas News Today
সম্পত্তির দ্বন্দ্বে ভয়ংকর পরিণতি! তীব্র উত্তেজনা Paschim Medinipur-এ | North 24 Parganas News Today
Live : সংবাদ মাধ্যমের মুখোমুখি অধীর রঞ্জন চৌধুরী, কী অভিযোগ, দেখুন সরাসরি #adhirranjanchowdhury