Train Cancel News: বিকল ইন্টারলকিং সিস্টেম, লোকাল ট্রেন-দূরপাল্লা বাতিলে ভোগান্তি চরমে এই রুটের যাত্রীদের

Published : May 21, 2025, 11:00 AM IST

Local Train Cancel News: সপ্তাহের শুরুতেই ফের ট্রেন বিভ্রাট। সকালবেলা গন্তব্যে বেরিয়ে হয়রানির শিকার হাজার হাজার ট্রেনযাত্রী। সিগন্যালের সমস্য়ার জন্য ব্যাহত ট্রেন চলাচল। কোথায়? জানতে সম্পূর্ণ ফটো গ্যালারি দেখুন… 

PREV
18
সপ্তাহের শুরুতেই ট্রেনে গণ্ডগোল

সপ্তাগের শুরুতেই বাড়ি থেকে গন্তব্যে বেরিয়ে গরমের মধ্যে চরম ভোগান্তির শিকার নিত্যযাত্রীরা। ফের সিগন্য়াল বিভ্রাটের জেরে বাতিল একের পর এক ট্রেন। 

28
সিগন্যাল বিভ্রাটে বাতিল ট্রেন

রেল সূত্রে খবর, হাওড়া-সাঁতরাগাছির মধ্যে সিগন্যালিংয়ের সমস্যা হওয়ায় হাওড়া-খড়গপুর শাখায় ব্য়াহত ট্রেন চলাচল। যারফলে স্টেশনে দাঁড়িয়ে একের পর এক লোকাল ট্রেন। কখন পৌঁছবেন গন্তব্যে! গরমের মধ্যে দুশ্চিন্তায় যাত্রীরা 

38
বিকল ইন্টারলকিং সিস্টেম

জানা গিয়েছে, সম্প্রতি হাওড় -সাঁতরাগাছির মধ্যে ইন্টারলকিংয়ের কাজ হয়েছিল। কিন্তু সেই ইন্টারলকিং সিস্টেম পুরোপুরি বিকল হয়ে যাওয়ায় সমস্যা আরও তীব্র হয়েছে। 

48
নতুন করে করতে হবে ইন্টারলকিং

রেল সূত্রে খবর, যেহেতু ইন্টারলকিং সম্পূর্ণ বিকল হয়ে গিয়েছে তাই এই শাখায় ফের নতুন করে করতে হবে ইন্টারলকিংয়ের কাজ। তাই ছাড়া আর কোনও উপায় নেই। নতুন করে ইন্টারলকিংয়েক কাজ শেষ না হওয়া পর্যন্ত এই শাখায় ট্রেন চলাচল সম্ভব নয় বলে জানিয়েছেন দক্ষিণ-পূর্ব রেলের আধিকারিকরা। 

58
সংক্ষিপ্ত ট্রেনের যাত্রা পথ

নতুন করে করতে হবে ইন্টারলকিং। আর এই সমস্যার জেরে মঙ্গলবার থেকেই হাওড়া-সাঁতরাগাছি, খড়গপুর সহ একাধিক রুটে ট্রেনের যাত্রাপথ সংক্ষিপ্ত করে দেওয়া হয়েছে। যারফলে গরমের মধ্যে হাওড়া নিউ কমপ্লেক্সে আটকে পড়েছেন অসংখ্য যাত্রী। 

68
বাতিল বহু ট্রেন

সাঁতরাগাছিতে সিগন্যাল বিভ্রাটের জেরে মঙ্গলবারই বাতিল হয়ে গিয়েছে প্রচুর ট্রেন। কান্ডারি, দুরন্ত, জনশতাব্দীর মতো একাধিক দূরপাল্লার এক্সপ্রেস ট্রেনের সময় সূচি বদলে গিয়েছে। 

78
কার্যত স্তব্ধ ট্রেন চলাচল

রাত ১১টা পার হয়ে গেলেও দীর্ঘ সময় কার্যত স্তব্ধ হয়ে যায় দক্ষিণ-পূর্ব রেলের ট্রেন চলাচল। বেশ কিছু ট্রেনকে ঘুরপথে চালানো হয়। কিছু ট্রেনের যাত্রাপথ সংক্ষিপ্ত করা হয়েছে বলে রেল সূত্রে খবর। 

88
ট্রেন বাতিল, বিকল্প ব্যবস্থা যাত্রীদের

লোকাল ট্রেনের যাত্রীদের পাশাপাশি দূরপাল্লার ট্রেনে কোপ পড়ায় চরম ভোগান্তির শিকার এই সব ট্রেনের যাত্রীরাও। ফলে সঠিক সময়ে গন্তব্যে পৌঁছতে ফ্লাইটের টিকিট কেটে কেউ কেউ রওনা দিয়েছেন গন্তব্যে। 

Read more Photos on
click me!

Recommended Stories