Lakshmir Bhandar: আর কতদিন চলবে লক্ষ্মীর ভাণ্ডার? তারিখ জানিয়ে দিলেন খোদ মুখ্যমন্ত্রী

Published : May 21, 2025, 10:32 AM IST

লক্ষ্মীর ভান্ডার ভোটবাক্সে সাফল্য দিয়েছে তৃণমূল কংগ্রেসকে। ২০২১ সালের নির্বাচনের আগে চালু হয় ‘লক্ষ্মীর ভাণ্ডার’। কিন্তু কতদিন চলবে এই প্রকল্প? তারিখ জানিয়ে দিলেন খোদ মমতা বন্দ্যোপাধ্যায়।

PREV
111

লক্ষ্মীর ভান্ডার ভোটবাক্সে সাফল্য দিয়েছে তৃণমূল কংগ্রেসকে। আগে এই প্রকল্পের আওতায় প্ৰতি মাসে পাঁচশো টাকা করে ভাতা পেতেন বাংলার মহিলারা।

211

পরে লক্ষ্মীর ভাণ্ডারের অনুদানের পরিমাণ বাড়িয়ে ১০০০ টাকা করেছেন মুখ্যমন্ত্রী।

311

রাজ্য সরকারের সবকটি জনকল্যাণমূলক প্রকল্পের মধ্যে বর্তমানে জনপ্রিয়তার নিরিখে প্রথম স্থানেই রয়েছে লক্ষ্মীর ভাণ্ডার।

411

সরকারের বেশ কিছু প্রকল্পের আওতায় উপভোক্তারা সরাসরি ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা পেয়ে থাকে।

511

লক্ষ্মীর ভাণ্ডার এমনি একটি প্রকল্প যেখানে রাজ্যের মহিলাদের আর্থিক ভাবে স্বনির্ভর করে তোলার লক্ষ্যে শুরু করা হয়েছিল, যা অচিরেই জনপ্রিয়তার চূড়ায় ওঠে।

611

এই প্রকল্পে মাসে ৫০০ টাকা করে পেতেন জেনারেল কাস্টের মহিলারা। আর তফসিলি জাতি এবং উপজাতি ভুক্ত মহিলাদের জন্য ১০০০ টাকা করে দেওয়া হত লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে।

711

তবে এই টাকার পরিমাণ ১০০০ টাকা থেকে বাড়িয়ে করা হয়েছে ১২০০ টাকা। আর যারা ৫০০ টাকা করে পেতেন তারা পাচ্ছেন ১০০০ টাকা।

811

এবার লক্ষ্মীর ভাণ্ডার আর কতদিন চলবে, তা জানিয়ে দিলেন মমতা

911

প্রশাসনিক বৈঠকের মঞ্চ থেকে তিনি জানান, এই প্রকল্প শুধুমাত্র ভারতের মধ্যে সীমাবদ্ধ নয়, “সারা পৃথিবীতে প্রথম আমরা লক্ষ্মীর ভাণ্ডার চালু করেছি”— এমনই মন্তব্য করেন তিনি।

1011

তিনি বলেন, “অনেকে এখন নানা প্রতিশ্রুতি দিচ্ছে। বলছে এত টাকা দেবে, ওত টাকা দেবে। কিন্তু এতদিন দিল না কেন? ভোট এলেই কথা বলে, পরে ভুলে যায়। আমরা প্রতিশ্রুতি দিয়ে দায়িত্ব পালন করি। কখনো কথা থেকে সরিনি।”

1111

মুখ্যমন্ত্রী সাফ জানিয়ে দিলেন, “লক্ষ্মীর ভাণ্ডার আমাদের গর্বের প্রকল্প। নারীদের সম্মানের প্রতীক। এটা বন্ধ হবে না, চলবে সারাজীবন।”

Read more Photos on
click me!

Recommended Stories