
Murshidabad News: দু'বার রাস্তা তৈরির কাজের উদ্বোধন হয়েছে। তাও নেই রাস্তা! খাটিয়া করে প্রসূতিকে চিকিৎসার জন্য নিয়ে যেতে হচ্ছে হাসপাতালে। এমনি দুর্দশার ছবি ফুটে উঠল মুর্শিদাবাদের সুতিতে। গ্রামাঞ্চলের সাধারণ মানুষ যাতে 'পথশ্রী' প্রকল্পের রাস্তা ব্যবহার করে উপকৃত হতে পারেন সেই উদ্দেশ্যে রাজ্য সরকার প্রায় দেড় বছর আগে মুর্শিদাবাদের সুতি-১ ব্লকের হারুয়া গ্রাম পঞ্চায়েতের প্রত্যন্ত পারাইপুর গ্রামে প্রায় ১ কিলোমিটার রাস্তা তৈরির জন্য ৩৯ লক্ষ টাকা বরাদ্দ করেছিল।
সূত্রের খবর, স্থানীয় বিডিও অফিস থেকে রাস্তা নির্মাণের কাজের 'ওয়ার্ক অর্ডার' পাওয়ার পর আজ পর্যন্ত দায়িত্বপ্রাপ্ত ঠিকাদার সংস্থা ওই গ্রামে রাস্তা তৈরির কাজ শুরু করেনি বলে অভিযোগ। তার ফলে নিত্যদিন প্রচন্ড অসুবিধার মধ্যে যাতায়াত করতে হচ্ছে ওই গ্রামের কয়েক হাজার বাসিন্দাকে।
সম্প্রতি সমাজমাধ্যমে ভাইরাল হয়েছে একটি ভিডিয়ো। ওই গ্রামের একটি ভিডিয়োতে দেখতে পাওয়া যাচ্ছে (যদিও ভিডিয়োর সত্যতা যাচাই করেনি এশিয়ানেট নিউজ বাংলা) গ্রামের রাস্তা কাদায় ভর্তি। গর্ভবতী এক মহিলাকে তার পরিবারের সদস্যরা খাটিয়ায় চাপিয়ে নিকটবর্তী স্বাস্থ্য কেন্দ্রে চিকিৎসার জন্য নিয়ে যাচ্ছেন।
স্থানীয় সূত্রের খবর, ২০২৪ সালের ৯ ফেব্রুয়ারি পারাইপুর গ্রামে দক্ষিণপাড়া এবং পূর্বপাড়ার মধ্যে ওই রাস্তা তৈরির জন্য এটি সংস্থাকে 'ওয়ার্ক অর্ডার' দেওয়া হয়। কিন্তু গত প্রায় দেড় বছরে ওই সংস্থা গ্রামে এক মিটার রাস্তাও তৈরি করেনি বলে অভিযোগ। যারফলে অল্প বৃষ্টিতে গ্রামের রাস্তা এক হাঁটু কাদায় ডুবে থাকে। গ্রামের কোনও মানুষ অসুস্থ হয়ে পড়লে সেখানে অ্যাম্বুলেন্স বা অন্য কোনও গাড়ি ঢুকতে পারে না। ফলে অনেক সময় গ্রামের লোকজন খাটিয়া করে পরিবারের অসুস্থ সদস্যদের চিকিৎসার জন্য নিকটবর্তী স্বাস্থ্যকেন্দ্র বা হাসপাতালে নিয়ে যেতে বাধ্য হন বলে অভিযোগ।
অন্যদিকে, চিকিৎসায় গাফিলতিতে রোগীর মৃত্যুর অভিযোগ। উত্তেজনা নদিয়ার কৃষ্ণনগরের একটি বেসরকারি নার্সিংহোমে। গত ৭ জুলাই রাতে টোটোর সঙ্গে ছোট গাড়ির সংঘর্ষে গুরুতর জখম হন মহেশগঞ্জের বাসিন্দা বাসন্তী দাস (৩১)। তাকে শক্তি নগর হাসপাতালে ভর্তি করলে চিকিৎসক তাকে অন্য হাসপাতালে স্থানান্তর করার পরামর্শ দেন।
চিকিৎসকের পরামর্শ অনুযায়ী, পরিবারের লোকজন পাত্র বাজারের একটি বেসরকারি নার্সিংহোমে ভর্তি করেন তাঁকে। সেখানে চিকিৎসক তাকে অপারেশন করার কথা বলেন। বৃহস্পতিবার সন্ধ্যায় তাকে অপরেশন থিয়েটারে নিয়ে যাওয়া হয়। অভিযোগ, শুক্রবার সকালে রোগীর পরিবার ওই নার্সিংহোমে গেলে প্রথমে তাদের জানানো হয় রোগী ভালো আছে। কিছুক্ষণ পর তাদের জানানো হয় রোগী মারা গিয়েছে।
এরপরই ক্ষোভে ফেটে পড়েন রোগীর পরিবারের লোকজন। চিকিৎসায় গাফিলতি ও ভুল চিকিৎসার অভিযোগ তুলে নার্সিং হোম চত্বরে বিক্ষোভ দেখাতে থাকেন তারা। খবর পেয়ে ঘটনাস্থলে যায় কোতোয়ালী থানার পুলিশ। তাদের সামনেও চলে বিক্ষোভ। পুলিশ জোর করে মৃতদেহ নিয়ে যেতে চাইলে উত্তেজনা চরমে ওঠে। ভাঙচুর চালানো হয়। শেষ পর্যন্ত কোতোয়ালী থানার আইসি ঘটনার তদন্ত করে ব্যবস্থা গ্রহণের আশ্বাস দিলে মৃতদেহ উদ্ধার করে নিয়ে যায় পুলিশ।
আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।