
West Bengal Sir Update: এসআইআর-এর প্রতীকি ফর্ম প্রকাশ্যে ছিঁড়ে বসিরহাট মহাকুমার শাসকের দফতরে বিক্ষোভ প্রতিবাদ জামায়েত উলেমা হিন্দ বিক্ষোভ ও গণ ডেপুটেশন। অন্যদিকে বিডিও অফিসে হেয়ারিং-এর লাইনে বছর পঞ্চাশের গৃহবধূ অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি।
সূত্রের খবর, উত্তর ২৪ পরগনার বসিরহাট এস.ডি.ও (SDO) অফিসের সামনে এক বিশাল প্রতিবাদী জমায়েত ও গণ ডেপুটেশন কর্মসূচি পালিত হয় মঙ্গলবার। জমিয়ত-এ-উলামায়ে হিন্দসহ বিভিন্ন সংগঠনের আহ্বানে কয়েকশ মানুষ এই বিক্ষোভে শামিল হন। মিনাখাঁ বিডিও অফিসে সালেয়া বিবি দীর্ঘক্ষণ শুনানির লাইনে দাঁড়িয়ে অসুস্থ হয়ে পড়েন। তারপর স্থানীয় বাসিন্দারা ছুটে এসে তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন
বিক্ষোভকারীদের অভিযোগ, নির্বাচন কমিশন 'লজিক্যাল ডিসক্রিপেন্সি' বা যৌক্তিক অসঙ্গতির অজুহাতে বৈধ নাগরিকদের ভোটার তালিকা থেকে বাদ দেওয়ার ষড়যন্ত্র করছে। এছাড়াও, 'SIR' বা তদন্তের নামে সাধারণ মানুষকে হয়রানি বন্ধের দাবি তোলা হয়। আন্দোলনকারীরা হুঁশিয়ারি দেন যে, কোনোভাবেই বৈধ নাগরিকদের ভোটাধিকার কেড়ে নিতে দেওয়া হবে না। অন্যদিকে মিনাখা ভিডিও অফিসে হেয়ারিং এ এসে অসুস্থহয়ে পড়েন বছর ৪৯ এর সালেয়া বিবি। মিনাখা গ্রামীণ হাসপাতালে চিকিৎসাধীন
শুধু তাই নয়, এস আই আর এর শুনানি নিয়ে তুমুল অশান্তি হিঙ্গলগঞ্জের এস আই আর ক্যাম্পে হিঙ্গলগঞ্জের এসআইআর শুনানির কাজ চলছে নারকেলতলা এলাকায়। গত কয়েকদিনে পাশাপাশি আজ এস আই আর এর শুনানি চলছিল সকাল থেকে। এই শুনানিতে এসেছিলেন হিঙ্গলগঞ্জের মামুদপুরের ১০৩ নম্বর বুথের জামশেদ শেখ। এই শুনানি চলাকালীন জামশেদ শেখ প্রশাসনিক আধিকারিকদের উপর চড়াও হয় । প্রথমে জামশেদ গাজিকে নথী দেখাতে বলা হয় সেইমতো জামসেদ নথী দেখায়। তার পরে আবার যখন নথি দেখতে চাওয়া হয় তখন জামশেদ ও
জয়েন বিডিওর উপর চড়াও হয়। সঙ্গে সঙ্গে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ আনে। SIR হয়রানির প্রতিবাদে এবার বিডিও অফিস ভাঙচুর। সন্দেশখালীর ১ BDO অফিসের ঘটনা। এছাড়া সাধারণ মানুষকে নোটিশ পাঠানো হচ্ছে এবং হয়রানি করানো হচ্ছে বলে অভিযোগ তুলে বলোতো দিকে দিকে বিক্ষোভ শুরু করেছে সাধারণ মানুষ। এদিকে নাজাত থানার অন্তর্গত সন্দেশখালি ১ নম্বর বিডিও অফিসে ভাঙচুর চালালো ক্ষিপ্ত জনতা। ঘটনাস্থলে পৌঁছালো বিশাল পুলিশ বাহিনী ঘটনার পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছে।
গতকাল সুপ্রিম কোর্ট নির্দেশ দিয়েছে , শুনানি পর্বে মাধ্যমিকের এডমিট কার্ড গ্রহণযোগ্য হবে সেই নিয়ে আজকে সকাল বেলা রেজাল্ট বিডিও অফিসে শুনানি পড়বে যায় সাধারণ নাগরিক মাধ্যমিকের এডমিট দাখিল করলে সেই সময় নট অ্যাপসেপ্ট বলে ফিরিয়ে দেয় তখনই উত্তেজিত গ্রামবাসীরা বিডিও অফিসে মধ্যে ঢুকে কম্পিউটার ল্যাপটপ সহ গুরুত্বপূর্ণ নথী ভাঙচুর শুরু করে।
আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।